ক্রীড়া ডেস্ক
গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ
গোল তো বটেই, গোল ছাড়াও ফুটবলে করা যায় আরও অনেক রেকর্ড। এবারের বিশ্বকাপে বয়সের দিক থেকে এক রেকর্ড করলেন গাভি। গতকাল আল থুমামা স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে রেকর্ড করেছেন স্পেনের এই মিডফিল্ডার।
কোস্টারিকাকে গতকাল ৭-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। স্পেনের পঞ্চম গোলটি করেন গাভি। ম্যাচের ৭৪ মিনিটে আলভারো মোরাতার ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্য ভেদ করেন গাভি। তাতে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন তিনি। ১৮ বছর ১১০ দিন বয়সে বিশ্বকাপে গোল করেন স্প্যানিশ এই মিডফিল্ডার। তাতে ৬৪ বছরের বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই রেকর্ড করলেন গাভি। ১৯৫৮ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে ১৭ বছর ২৩৯ দিন বয়সে গোলের রেকর্ড করেছিলেন পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তি বিশ্বকাপ ইতিহাসেই কনিষ্ঠতম গোলদাতা।
সব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করেন গাভি। পেলে আর গাভির মাঝে আছেন মেক্সিকোর ম্যানুয়েল রোহা। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করেছিলেন রোহা। মেক্সিকান এই ডিফেন্ডারের তখন বয়স ছিল ১৮ বছর ৯৩ দিন।
বিশ্বকাপ ফুটবলে কনিষ্ঠতম পাঁচ গোলদাতা
১. পেলে (ব্রাজিল)-১৭ বছর ২৩৯ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৫৮ বিশ্বকাপ
২. ম্যানুয়েল রোহা (মেক্সিকো)-১৮ বছর ৯৩ দিন; প্রতিপক্ষ: ওয়েলস; ১৯৩০ বিশ্বকাপ
৩. গাভি (স্পেন)-১৮ বছর ১১০ দিন; প্রতিপক্ষ: কোস্টারিকা; ২০২২ বিশ্বকাপ
৪. মাইকেল ওয়েন (ইংল্যান্ড)-১৮ বছর ১৯০ দিন; প্রতিপক্ষ: রোমানিয়া; ১৯৯৮ বিশ্বকাপ
৫. নিকোলি কোভাক্স (রোমানিয়া)-১৮ বছর ১৯৭ দিন; প্রতিপক্ষ: পেরু; ১৯৩০ বিশ্বকাপ
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৮ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১০ ঘণ্টা আগে