ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার।
ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে চেপে ধরে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া কিছু বুঝে ওঠার আগেই গোল পেয়ে যেতে পারত ব্রাজিল। রাফিনহার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন থিয়াগো সিলভা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোল। প্রথম গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি তিতের শিষ্যদের। ৭ মিনিটের সময় কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, কিন্তু তাঁর সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল।
গোল হজম করে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কোরিয়া। ব্রাজিলের গোলরক্ষক ওয়েবারটনকে বোকা বানিয়ে কোরিয়াকে সমতায় ফেরান উই-জু হোয়াং।এরপর বিরতির আগে পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন চোট কাটিয়ে দলে ফেরা নেইমার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টিতে গোল করে ব্রাজিলের লিড ৩-১ এ নেন নেইমার। শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা কৌতিনিয়ো ব্রাজিলের পক্ষে চতুর্থ গোল করেন। আর অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে হারিয়েছে সেলেসাওরা। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার।
ম্যাচের শুরু থেকেই দক্ষিণ কোরিয়াকে চেপে ধরে ব্রাজিল। দক্ষিণ কোরিয়া কিছু বুঝে ওঠার আগেই গোল পেয়ে যেতে পারত ব্রাজিল। রাফিনহার ফ্রি কিক থেকে হেডে লক্ষ্যভেদ করেছিলেন থিয়াগো সিলভা। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোল। প্রথম গোল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি তিতের শিষ্যদের। ৭ মিনিটের সময় কোরিয়ার বক্সে ঢুকে ফ্রেডের উদ্দেশে বল বাড়িয়েছিলেন অ্যালেক্স সান্দ্রো। ফ্রেড শট নিয়েছিলেন গোলের লক্ষ্যে, কিন্তু তাঁর সামনে থাকা রিচার্লিসনের পায়ে লেগে জালে জড়িয়ে যায় বল।
গোল হজম করে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি কোরিয়া। ব্রাজিলের গোলরক্ষক ওয়েবারটনকে বোকা বানিয়ে কোরিয়াকে সমতায় ফেরান উই-জু হোয়াং।এরপর বিরতির আগে পেনাল্টিতে ব্রাজিলকে এগিয়ে দেন চোট কাটিয়ে দলে ফেরা নেইমার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও পেনাল্টিতে গোল করে ব্রাজিলের লিড ৩-১ এ নেন নেইমার। শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ৮০ মিনিটে বদলি হিসেবে নামা কৌতিনিয়ো ব্রাজিলের পক্ষে চতুর্থ গোল করেন। আর অতিরিক্ত সময়ে আরেকটি গোল করে ব্রাজিলকে বড় জয় এনে দেন গ্যাব্রিয়েল জেসুস।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩ ঘণ্টা আগে