ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্যারিসে প্রথম লেগের ম্যাচটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই ছিল। পেনাল্টি মিস করে সেদিন খলনায়ক হওয়ার অপেক্ষায় ছিলেন মেসি। শেষ পর্যন্ত মেসিকে সেদিন উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। সেদিনের বেদনা মাদ্রিদে পুষিয়ে নেওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এবারও পারেননি আর্জেন্টাইন মহাতারকা। রিয়ালের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে হুটহাট ঝলক দেখালেও, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো বেশি কিছু করতে পারেননি মেসি। করিম বেনজেমার নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এ ম্যাচ দিয়ে মেসি সাক্ষী হয়েছেন চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির আরেকটি বিদায়ের। পাশাপাশি এই হারের পর সামনে এসেছে রিয়ালের বিপক্ষে মেসির সাম্প্রতিক ব্যর্থতার চিত্রও।
পিএসজি ও বার্সেলোনার হয়ে শেষ ৯ ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নেমে কোনো গোল করতে পারেননি মেসি। শুধু গোলই নয়, এই ৯ ম্যাচে কোনো অ্যাসিস্টও করতে পারেননি তিনি। অথচ একটা সময় ছিল, যখন রিয়ালের বিপক্ষে দাপুটে খেলে একাই ভাগ্য বদলে দিতেন মেসি।
রিয়ালের বিপক্ষে কোনো গোলে মেসির সর্বশেষ সম্পৃক্ততা দেখা গেছে ২০১৮ সালের মে মাসে। ন্যু ক্যাম্পের সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। সেই ম্যাচের পর থেকে শুরু হয় মেসির গোলখরা। সর্বশেষ ৯ ম্যাচ বাদ দিলে রিয়ালের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন মেসি।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্যারিসে প্রথম লেগের ম্যাচটা লিওনেল মেসির জন্য ভুলে যাওয়ার মতোই ছিল। পেনাল্টি মিস করে সেদিন খলনায়ক হওয়ার অপেক্ষায় ছিলেন মেসি। শেষ পর্যন্ত মেসিকে সেদিন উদ্ধার করেন কিলিয়ান এমবাপ্পে। সেদিনের বেদনা মাদ্রিদে পুষিয়ে নেওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। তবে এবারও পারেননি আর্জেন্টাইন মহাতারকা। রিয়ালের বিপক্ষে ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুয়ে হুটহাট ঝলক দেখালেও, ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার মতো বেশি কিছু করতে পারেননি মেসি। করিম বেনজেমার নৈপুণ্যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। আর এ ম্যাচ দিয়ে মেসি সাক্ষী হয়েছেন চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির আরেকটি বিদায়ের। পাশাপাশি এই হারের পর সামনে এসেছে রিয়ালের বিপক্ষে মেসির সাম্প্রতিক ব্যর্থতার চিত্রও।
পিএসজি ও বার্সেলোনার হয়ে শেষ ৯ ম্যাচে রিয়ালের বিপক্ষে খেলতে নেমে কোনো গোল করতে পারেননি মেসি। শুধু গোলই নয়, এই ৯ ম্যাচে কোনো অ্যাসিস্টও করতে পারেননি তিনি। অথচ একটা সময় ছিল, যখন রিয়ালের বিপক্ষে দাপুটে খেলে একাই ভাগ্য বদলে দিতেন মেসি।
রিয়ালের বিপক্ষে কোনো গোলে মেসির সর্বশেষ সম্পৃক্ততা দেখা গেছে ২০১৮ সালের মে মাসে। ন্যু ক্যাম্পের সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল বার্সা। সেই ম্যাচের পর থেকে শুরু হয় মেসির গোলখরা। সর্বশেষ ৯ ম্যাচ বাদ দিলে রিয়ালের বিপক্ষে এখন পর্যন্ত ২৬ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেছেন মেসি।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৬ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৭ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৭ ঘণ্টা আগে