নাজিম আল শমষের, ঢাকা
আরামবাগ-ব্রাদার্স-ভিক্টোরিয়ার প্রথম মিলটা হচ্ছে ‘ঐতিহ্যে’। এখন আরেকটা জায়গায় মিলে যাচ্ছে তিন ক্লাব। তিনটি ক্লাবই এখন অধঃপতনের বড় উদাহরণ। আরামবাগ-ব্রাদার্সের অবনমন হয়েছে বিপিএল ফুটবল থেকে। শতবর্ষী ভিক্টোরিয়া নেমে গেছে তৃতীয় স্তরে।
ভেঙে পড়া আরামবাগ
‘অবনমন’ শব্দটা খুব একটা অপরিচিত নয় আরামবাগের কাছে। ২০১৩ সালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গিয়েছিল ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। ২০১৬ সালে আবারও বিপিএল ফুটবলে ফিরে আসে তারা। তাদের এই প্রত্যাবর্তনটা ছিল দুর্দান্ত। একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে চমক দেখান বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক। তাঁর অধীনেই আরামবাগ পায় তাদের প্রথম শিরোপা ‘স্বাধীনতা কাপ’।
আরামবাগের সব সাফল্য ধুয়ে গেছে ২০১৯ সালে ক্যাসিনো–কাণ্ডের পর। এখন অনুশীলন ছাড়া ক্লাবে থাকার অনুমতি পান না ফুটবলাররা। বড় আর্থিক ক্ষতি হয়েছে আরামবাগের। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে হিমশিম খায় ক্লাবটি। আবাসনের ব্যবস্থাও অপ্রতুল। আরামবাগের কবে ফিরবে সুদিন, উত্তর জানা নেই বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এজাজ জাহাঙ্গীরের। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘জানি না, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারব কি না! করোনার সময়ে আমরা চারজন অভিজ্ঞ সংগঠককে হারিয়েছি। তাঁরা জীবিত থাকলে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব হতো।’
এবারের মৌসুমের শুরু থেকে ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল আরামবাগ। উপকারের চেয়ে ক্ষতিই করে গেছেন সুব্রত, দাবি জাহাঙ্গীরের। অনলাইন বেটিংয়ে সুব্রতর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁকে বিদায় দেওয়া হয়েছে।
আবেদন করবে ব্রাদার্স
সত্তরের দশকে আবাহনী-মোহামেডানের পর তৃতীয় শক্তি হিসেবে খুব দ্রুতই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় ব্রাদার্স ইউনিয়ন। ঘরোয়া ফুটবলে ৪৬ বছর শীর্ষ লিগে খেলার পর গত পরশু প্রথমবারের মতো অবনমনের লজ্জা পেয়েছে গোপীবাগের দলটি। আরামবাগ ক্যাসিনো বিতর্কে ডুবেছে। ব্রাদার্সের কেন এমন অধঃপতন? সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী করছেন ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ ও বাফুফে সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহিকে। ক্লাবের পাশে খুব বেশি পাওয়া যায়নি তাঁকে—এই অভিযোগটা নিয়ে মহি আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমি রাজনীতি করি। অস্বীকার করা যাবে না যে আগের তুলনায় ক্লাবকে বেশি সময় দিতে পারিনি।’ অবনমন এড়াতে ব্রাদার্স আপিল করবে বলেও জানিয়েছেন তিনি, ‘ফুটবলের স্বার্থে ব্রাদার্স-আরামবাগের মতো দলগুলোকে টিকিয়ে রাখতে হবে। শীর্ষ লিগে যারা উঠে আসবে তারা আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তা নিয়ে ভাবার আছে।’
ভিক্টোরিয়ার দরকার টাকা
১৯০৩ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বাংলাদেশের সবচেয়ে পুরোনো ক্লাবের মধ্যে দ্বিতীয়। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিও এবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নেমে গেছে প্রথম বিভাগ ফুটবলে। ক্যাসিনো–কাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিক্টোরিয়া। ক্লাবের গেটে এখনো ঝুলছে তালা। গতকাল সরেজমিনে দেখা গেছে, ভিক্টোরিয়া এখন এক ভুতুড়ে ক্লাব! ক্লাবের ভবনটাই টিকে আছে কোনোভাবে। জোড়াতালি দিয়ে চ্যাম্পিয়নশিপে খেলেছে দলটি। ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলছেন, ক্লাবকে বাঁচাতে তাঁদের আর্থিক সহযোগিতা দরকার, ‘এ ক্লাবের জন্মই হয়েছিল মানুষের ভালোবাসা থেকে। এখন আর ঐতিহ্য দিয়ে খেলা সম্ভব নয়। দরকার ক্লাব অন্তঃপ্রাণ সংগঠক আর টাকা। আর্থিক সহায়তা পেলে একদিন হয়তো লিগ চ্যাম্পিয়নও হতে পারব।’
আরামবাগ-ব্রাদার্স-ভিক্টোরিয়ার প্রথম মিলটা হচ্ছে ‘ঐতিহ্যে’। এখন আরেকটা জায়গায় মিলে যাচ্ছে তিন ক্লাব। তিনটি ক্লাবই এখন অধঃপতনের বড় উদাহরণ। আরামবাগ-ব্রাদার্সের অবনমন হয়েছে বিপিএল ফুটবল থেকে। শতবর্ষী ভিক্টোরিয়া নেমে গেছে তৃতীয় স্তরে।
ভেঙে পড়া আরামবাগ
‘অবনমন’ শব্দটা খুব একটা অপরিচিত নয় আরামবাগের কাছে। ২০১৩ সালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল থেকে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গিয়েছিল ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। ২০১৬ সালে আবারও বিপিএল ফুটবলে ফিরে আসে তারা। তাদের এই প্রত্যাবর্তনটা ছিল দুর্দান্ত। একঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে চমক দেখান বাংলাদেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক। তাঁর অধীনেই আরামবাগ পায় তাদের প্রথম শিরোপা ‘স্বাধীনতা কাপ’।
আরামবাগের সব সাফল্য ধুয়ে গেছে ২০১৯ সালে ক্যাসিনো–কাণ্ডের পর। এখন অনুশীলন ছাড়া ক্লাবে থাকার অনুমতি পান না ফুটবলাররা। বড় আর্থিক ক্ষতি হয়েছে আরামবাগের। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধে হিমশিম খায় ক্লাবটি। আবাসনের ব্যবস্থাও অপ্রতুল। আরামবাগের কবে ফিরবে সুদিন, উত্তর জানা নেই বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এজাজ জাহাঙ্গীরের। আজকের পত্রিকাকে তিনি বললেন, ‘জানি না, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারব কি না! করোনার সময়ে আমরা চারজন অভিজ্ঞ সংগঠককে হারিয়েছি। তাঁরা জীবিত থাকলে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব হতো।’
এবারের মৌসুমের শুরু থেকে ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্যকে দায়িত্ব দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল আরামবাগ। উপকারের চেয়ে ক্ষতিই করে গেছেন সুব্রত, দাবি জাহাঙ্গীরের। অনলাইন বেটিংয়ে সুব্রতর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাঁকে বিদায় দেওয়া হয়েছে।
আবেদন করবে ব্রাদার্স
সত্তরের দশকে আবাহনী-মোহামেডানের পর তৃতীয় শক্তি হিসেবে খুব দ্রুতই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় ব্রাদার্স ইউনিয়ন। ঘরোয়া ফুটবলে ৪৬ বছর শীর্ষ লিগে খেলার পর গত পরশু প্রথমবারের মতো অবনমনের লজ্জা পেয়েছে গোপীবাগের দলটি। আরামবাগ ক্যাসিনো বিতর্কে ডুবেছে। ব্রাদার্সের কেন এমন অধঃপতন? সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী করছেন ব্রাদার্সের ডিরেক্টর ইনচার্জ ও বাফুফে সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহিকে। ক্লাবের পাশে খুব বেশি পাওয়া যায়নি তাঁকে—এই অভিযোগটা নিয়ে মহি আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমি রাজনীতি করি। অস্বীকার করা যাবে না যে আগের তুলনায় ক্লাবকে বেশি সময় দিতে পারিনি।’ অবনমন এড়াতে ব্রাদার্স আপিল করবে বলেও জানিয়েছেন তিনি, ‘ফুটবলের স্বার্থে ব্রাদার্স-আরামবাগের মতো দলগুলোকে টিকিয়ে রাখতে হবে। শীর্ষ লিগে যারা উঠে আসবে তারা আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবে, তা নিয়ে ভাবার আছে।’
ভিক্টোরিয়ার দরকার টাকা
১৯০৩ সালে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বাংলাদেশের সবচেয়ে পুরোনো ক্লাবের মধ্যে দ্বিতীয়। দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিও এবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নেমে গেছে প্রথম বিভাগ ফুটবলে। ক্যাসিনো–কাণ্ডে ক্ষতিগ্রস্ত ভিক্টোরিয়া। ক্লাবের গেটে এখনো ঝুলছে তালা। গতকাল সরেজমিনে দেখা গেছে, ভিক্টোরিয়া এখন এক ভুতুড়ে ক্লাব! ক্লাবের ভবনটাই টিকে আছে কোনোভাবে। জোড়াতালি দিয়ে চ্যাম্পিয়নশিপে খেলেছে দলটি। ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলছেন, ক্লাবকে বাঁচাতে তাঁদের আর্থিক সহযোগিতা দরকার, ‘এ ক্লাবের জন্মই হয়েছিল মানুষের ভালোবাসা থেকে। এখন আর ঐতিহ্য দিয়ে খেলা সম্ভব নয়। দরকার ক্লাব অন্তঃপ্রাণ সংগঠক আর টাকা। আর্থিক সহায়তা পেলে একদিন হয়তো লিগ চ্যাম্পিয়নও হতে পারব।’
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১১ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১২ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১২ ঘণ্টা আগে