ক্রীড়া ডেস্ক
ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
একসময়ের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী আইনের সঙ্গে কুতিনহোর পরিচয় ২০০৭ সালে। দুজনেরই পরিচিত এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। কুতিনহোর বয়স তখন ১৪ আর আইনের বয়স ১৩। এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে একসঙ্গে বেড়ে ওঠেন তাঁরা। একসময় তাঁরা একই ছাদের নিচেও বসবাস করতে শুরু করেন। পরের সময়টাতে কুতিনহো উত্থান-পতনের মধ্য দিয়ে এগোলেও তাঁর হাত ছাড়েননি আইনে।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।
বর্তমানে কুতিনহো-আইনে জুটি তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে মারিয়া ও এসমেরেলডা এবং ছেলের নাম ফিলিপ্পে জুনিয়র। ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের শরীরে আইনের ট্যাটুও এঁকেছেন কুতিনহো। বিভিন্ন সময় পাশে থাকার জন্য আইনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কুতিনহো।
ফিলিপ্পে কুতিনহোকে ধরা হচ্ছিল সময়ের অন্যতম সেরা তারকা হিসেবে। লিভারপুলে একসময় দারুণ ছন্দে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতেও নেইমারের পর সবচেয়ে বড় তারকা ছিলেন কুতিনহো। কিন্তু ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বড় শিরোপার আশায় বার্সেলোনায় যাওয়ার পরই ছন্দপতন ঘটে কুতিনহোর।
লিভারপুল এই সময়ের মধ্যে সব শিরোপা জিতলেও কুতিনহোর ক্যারিয়ারে নামে ধস। বার্সায় আলো ছড়াতে না পেরে ধারে খেলতে যান বায়ার্নে। সেখান থেকে আবার ফিরে আসেন বার্সায়। থিতু হতে না পেরে এখন আবার ধারে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব অ্যাস্টন ভিলায়। কিন্তু ফুটবল ক্যারিয়ারের ঠিক বিপরীতমুখী গ্রাফ তাঁর প্রেমের ক্যারিয়ারে। তাঁর প্রেমকাহিনিকে ফুটবলে এই সময়ের সেরা প্রেমকাহিনির একটি হিসেবেও বিবেচনা করা হয়।
একসময়ের প্রেমিকা ও বর্তমানে স্ত্রী আইনের সঙ্গে কুতিনহোর পরিচয় ২০০৭ সালে। দুজনেরই পরিচিত এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তাঁদের। কুতিনহোর বয়স তখন ১৪ আর আইনের বয়স ১৩। এরপর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে একসঙ্গে বেড়ে ওঠেন তাঁরা। একসময় তাঁরা একই ছাদের নিচেও বসবাস করতে শুরু করেন। পরের সময়টাতে কুতিনহো উত্থান-পতনের মধ্য দিয়ে এগোলেও তাঁর হাত ছাড়েননি আইনে।
ক্যারিয়ারের শুরুর সময় থেকেই কুতিনহোর সঙ্গে সব ম্যাচ দেখতে চলে যেতেন আইনে। এরপর কুতিনহো ইন্টার মিলানে যোগ দিলে আইনে তাঁর পড়াশোনা বন্ধ করে কুতিনহোর সঙ্গে ইতালি চলে যান। ধারণা করা হয়, ২০১২ সালে কুতিনহো এস্পানিওলে ধারে খেলতে গেলে তখন কিছু সময়ের জন্য আলাদা থাকতে হয় তাঁদের। তবে সে বছরই বিয়ে করেন এই দুজন। ২০১৩ সালে কুতিনহো লিভারপুলে যোগ দিলে তাঁর সঙ্গে চলে আসেন আইনেও।
বর্তমানে কুতিনহো-আইনে জুটি তিন সন্তানের বাবা-মা। দুই মেয়ে মারিয়া ও এসমেরেলডা এবং ছেলের নাম ফিলিপ্পে জুনিয়র। ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজের শরীরে আইনের ট্যাটুও এঁকেছেন কুতিনহো। বিভিন্ন সময় পাশে থাকার জন্য আইনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন কুতিনহো।
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
১৮ মিনিট আগে২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৪ ঘণ্টা আগে