ক্রীড়া ডেস্ক
জাপানের কাছে হেরে বিশ্বকাপের পথটা কঠিন হয়েছিল জার্মানির। গতকাল আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে জার্মানিই হারতে বসেছিল। ৭০ মিনিটে বদলি নামা নিকোলাস ফুলক্রুগের গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে দলটি। সুপার সাবের কল্যাণে জার্মানদের এখনো সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।
ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিয়ে খেলা স্পেন ৬ মিনিটে দুর্দান্ত এক সুযোগ তৈরি করে। বক্সের কাছাকাছি থেকে অসাধারণ এক শটও নেন দানি ওলমো। তবে তাঁর শটকে কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর ২২ মিনিটে নেওয়া জর্দি আলবার শটটি অল্পের জন্য বাঁ পোষ্ট ঘেষে যায়।
২৪ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। সেটিও স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড সার্জি নাবরিকে ভুল পাস দিয়ে বসেন তিনি। তবে নাবরির নেওয়া শটটি গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়।
২ মিনিট পর একই ভুল করে বসেন নায়ারও। ফেরান তোরেসের শটটি অবশ্য রক্ষণভাগেই আটকে যায়। ৩৫ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন স্পেন তারকা। এবারও তাঁর জোরাল শটটি প্রতিপক্ষের মিডফিল্ডার জামাল মুসিয়ালার পায়ে লেগে বাইরে যায়।
স্পেনের ফরোয়ার্ডরা সুযোগ হাতছাড়া করলেও জার্মানির ডিফেন্ডার অ্যান্থনি রুডিগার ভুল করেননি। তবে ৩৫ মিনিটে নেওয়া জশুয়া কিমিখের সেট পিসে তাঁর হেডের গোলটি অফসাইডে বাতিল হয়।
প্রথমার্ধের ভুলের মতো দ্বিতীয়ার্ধেও একই ভুল করেন গোলরক্ষক উনাই। ৫৬ মিনিটে এবার জার্মানের মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানকে ভুল পাস দেন তিনি। ম্যানসিটির মিডফিল্ডারের পাসে জোরালো শট নেন কিমিখ। তাঁর নিশ্চিত গোলকে ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করে প্রায়শ্চিত্ত করেন স্পেন গোলরক্ষক।
এর ৬ মিনিট পরেই গোলের দেখা পেয়ে যায় স্পেন। বাঁ প্রান্ত থেকে আলবার পাসে গোল করেন বদলি নামা আলভারো মোরাতা। গোল শোধ দেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন মুসিয়ালা। ৭৪ মিনিটে স্পেনের গোলরক্ষককে একা পেয়েও তাঁর শরীর তাক করে মারেন জার্মানের তরুণ এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
মুসিয়ালা সুযোগ হাতছাড়া করলেও ৮৩ মিনিটে দলকে সমতায় ফেরান বদলি নামা নিকোলাস ফুলক্রুগ, যাঁর কি না মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার। জার্মান ফরোয়ার্ডের বুলেট গতির শটটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না স্পেনের গোলরক্ষকের।' অখ্যাত' ফুলক্রুগই হয়ে গেলেন জার্মানির নায়ক।
এই ড্রয়ে জমে উঠল ‘ই’ গ্রুপের হিসাবনিকাশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে স্পেনই শীর্ষে। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই ও তিনে জাপান ও কোস্টারিকা। প্রথম পয়েন্ট পাওয়া জার্মানি এখনো নিচে থাকলেও সুযোগ আছে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার। জার্মানদের পরের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে।
জাপানের কাছে হেরে বিশ্বকাপের পথটা কঠিন হয়েছিল জার্মানির। গতকাল আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে জার্মানিই হারতে বসেছিল। ৭০ মিনিটে বদলি নামা নিকোলাস ফুলক্রুগের গোলে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে দলটি। সুপার সাবের কল্যাণে জার্মানদের এখনো সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার।
ম্যাচের শুরু থেকেই বল পজিশন নিয়ে খেলা স্পেন ৬ মিনিটে দুর্দান্ত এক সুযোগ তৈরি করে। বক্সের কাছাকাছি থেকে অসাধারণ এক শটও নেন দানি ওলমো। তবে তাঁর শটকে কর্নারের মাধ্যমে বাঁচিয়ে দেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। আর ২২ মিনিটে নেওয়া জর্দি আলবার শটটি অল্পের জন্য বাঁ পোষ্ট ঘেষে যায়।
২৪ মিনিটে প্রথম সুযোগ পায় জার্মানি। সেটিও স্পেনের গোলরক্ষক উনাই সিমোনের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের ফরোয়ার্ড সার্জি নাবরিকে ভুল পাস দিয়ে বসেন তিনি। তবে নাবরির নেওয়া শটটি গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়।
২ মিনিট পর একই ভুল করে বসেন নায়ারও। ফেরান তোরেসের শটটি অবশ্য রক্ষণভাগেই আটকে যায়। ৩৫ মিনিটে আরেকটি সুযোগ পেয়েছিলেন স্পেন তারকা। এবারও তাঁর জোরাল শটটি প্রতিপক্ষের মিডফিল্ডার জামাল মুসিয়ালার পায়ে লেগে বাইরে যায়।
স্পেনের ফরোয়ার্ডরা সুযোগ হাতছাড়া করলেও জার্মানির ডিফেন্ডার অ্যান্থনি রুডিগার ভুল করেননি। তবে ৩৫ মিনিটে নেওয়া জশুয়া কিমিখের সেট পিসে তাঁর হেডের গোলটি অফসাইডে বাতিল হয়।
প্রথমার্ধের ভুলের মতো দ্বিতীয়ার্ধেও একই ভুল করেন গোলরক্ষক উনাই। ৫৬ মিনিটে এবার জার্মানের মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানকে ভুল পাস দেন তিনি। ম্যানসিটির মিডফিল্ডারের পাসে জোরালো শট নেন কিমিখ। তাঁর নিশ্চিত গোলকে ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করে প্রায়শ্চিত্ত করেন স্পেন গোলরক্ষক।
এর ৬ মিনিট পরেই গোলের দেখা পেয়ে যায় স্পেন। বাঁ প্রান্ত থেকে আলবার পাসে গোল করেন বদলি নামা আলভারো মোরাতা। গোল শোধ দেওয়ার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন মুসিয়ালা। ৭৪ মিনিটে স্পেনের গোলরক্ষককে একা পেয়েও তাঁর শরীর তাক করে মারেন জার্মানের তরুণ এই আক্রমণাত্মক মিডফিল্ডার।
মুসিয়ালা সুযোগ হাতছাড়া করলেও ৮৩ মিনিটে দলকে সমতায় ফেরান বদলি নামা নিকোলাস ফুলক্রুগ, যাঁর কি না মাত্র তিন ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার। জার্মান ফরোয়ার্ডের বুলেট গতির শটটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না স্পেনের গোলরক্ষকের।' অখ্যাত' ফুলক্রুগই হয়ে গেলেন জার্মানির নায়ক।
এই ড্রয়ে জমে উঠল ‘ই’ গ্রুপের হিসাবনিকাশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে স্পেনই শীর্ষে। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুই ও তিনে জাপান ও কোস্টারিকা। প্রথম পয়েন্ট পাওয়া জার্মানি এখনো নিচে থাকলেও সুযোগ আছে তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠার। জার্মানদের পরের ম্যাচ কোস্টারিকার বিপক্ষে।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১১ মিনিট আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
২ ঘণ্টা আগে