ক্রীড়া ডেস্ক
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গিয়ে ভালো নেই লিওনেল মেসি। শুরু থেকেই নিজের ছন্দ নিয়ে ধুঁকছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে গেলে। নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। এই হারের জের ধরে দুয়োও শুনতে হয়েছে মেসিকে।
মেসিকে উদ্দেশ্য করে পিএসজি সমর্থকদের দুয়ো মানতে পারছেন না অনেকেই। এর আগে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মেসির সমালোচকদের এক হাত নিয়েছিলেন। এবার মেসির সাবেক সতীর্থ ও বন্ধু সেস ফেব্রেগাসও ধুয়ে দিয়েছেন মেসিকে যারা দুয়ো দিয়েছেন তাদের। মেসির মানের আর কোনো খেলোয়াড় কখনো পিএসজিতে খেলেনি বলেও মন্তব্য করেছেন তিনি।
মেসির সমর্থনের ফেব্রেগাস বলেন, ‘লিও’র (মেসি) হিসাবটা খুবই সাধারণ। আমি যাদের সঙ্গে খেলেছি এবং যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে সে সেরা। সে অনন্যসাধারণ একজন খেলোয়াড়।’
সর্বকালের অন্যতম সেরা মেসিকে দুয়ো দেওয়াটা তাই মানতে পারেননি ফেব্রেগাস। তিনি বলেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছেন, যে মাত্র দলে এসেছে। পিএসজি কখনো তার মানের খেলোয়াড় পায়নি। তাই তাদের উচিত তার ওপর চড়াও না হয়ে কৃতজ্ঞ থাকা এবং সমর্থন দেওয়া। এই বছর কিংবা পরের বছর এই লোকটিই আপনাদের দারুণ সব মুহূর্ত এনে দেবে।’
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) গিয়ে ভালো নেই লিওনেল মেসি। শুরু থেকেই নিজের ছন্দ নিয়ে ধুঁকছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় পিএসজি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে গেলে। নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা। এই হারের জের ধরে দুয়োও শুনতে হয়েছে মেসিকে।
মেসিকে উদ্দেশ্য করে পিএসজি সমর্থকদের দুয়ো মানতে পারছেন না অনেকেই। এর আগে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মেসির সমালোচকদের এক হাত নিয়েছিলেন। এবার মেসির সাবেক সতীর্থ ও বন্ধু সেস ফেব্রেগাসও ধুয়ে দিয়েছেন মেসিকে যারা দুয়ো দিয়েছেন তাদের। মেসির মানের আর কোনো খেলোয়াড় কখনো পিএসজিতে খেলেনি বলেও মন্তব্য করেছেন তিনি।
মেসির সমর্থনের ফেব্রেগাস বলেন, ‘লিও’র (মেসি) হিসাবটা খুবই সাধারণ। আমি যাদের সঙ্গে খেলেছি এবং যাদের খেলতে দেখেছি তাদের মধ্যে সে সেরা। সে অনন্যসাধারণ একজন খেলোয়াড়।’
সর্বকালের অন্যতম সেরা মেসিকে দুয়ো দেওয়াটা তাই মানতে পারেননি ফেব্রেগাস। তিনি বলেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছেন, যে মাত্র দলে এসেছে। পিএসজি কখনো তার মানের খেলোয়াড় পায়নি। তাই তাদের উচিত তার ওপর চড়াও না হয়ে কৃতজ্ঞ থাকা এবং সমর্থন দেওয়া। এই বছর কিংবা পরের বছর এই লোকটিই আপনাদের দারুণ সব মুহূর্ত এনে দেবে।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৪ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৪ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৫ ঘণ্টা আগে