ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের ভেতর আলাদা একটা লড়াই ছিল লিওনেল মেসি ও রবার্ট লেভানডভস্কির শ্রেষ্ঠত্বের প্রশ্নে। গতকাল ফুটবলারের আসল লড়াইটা দেখা গেল ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, যখন মেসিকে শেষ ফাউল করে বসলেন লেভানডভস্কি।
‘৯৭৪’ স্টেডিয়ামে গতকাল দুই দলের একপেশে লড়াইয়ে আর্জেন্টিনা জিতেছে সহজেই। হেরেও পরের রাউন্ডে নিশ্চিত হয়েছে পোল্যান্ডের। ম্যাচের পর কানে কানে কথা বলতে দেখা গেছে মেসি-লেভানডভস্কিকে। কানে-মুখে কী কথা হলো দুই ফুটবলারেরের সেটা জানার আগ্রহ ছিল সংবাদমাধ্যমেরও। তবে সব কথা চেপে গেছেন মেসি।
সংবাদমাধ্যমের বেশি আগ্রহ ছিল লেভানডভস্কির করা ফাউলের পর মেসির প্রতিক্রিয়া নিয়ে। ফাউলের পর মেসির কাছে ক্ষমা চাইতে দেখা গেছে পোলিশ ফরোয়ার্ডকে। কথা বলার চেষ্টাও করেছিলেন লেভা। কিন্তু পোলিশ অধিনায়ককে এক প্রকার এড়িয়েই গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। কথা বলার কোনো আগ্রহই দেখাননি ম্যাচ চলাকালীন সময়ে। পরে অবশ্য ম্যাচের পর লেভাকে ডেকে নিজেই কথা বলেছেন মেসি।
কী কথা হয়েছিল দুজনের-ম্যাচের পর মেসির কাছে জানতে চেয়েছিল স্প্যানিশ রেডিও ওন্ডা সিরো। জবাবে মেসি বলেছেন, ‘ওটা কোনো ব্যাপারই না (লেভানডভস্কির ফাউল)। আর লেভানডভস্কি স্প্যানিশ বলতে পারে না। আমার আমাকে শেখানো হয়েছে মাঠে যা হয়েছে সেটা মাঠেই রেখে আসতে এবং ড্রেসিং রুমে যা হবে সেটা ড্রেসিং রুমের ভেতরই গোপন থাকবে। আমি এর বেশি কিছু বলব না।’
একই কথা বলেছেন লেভানডভস্কিও, ‘লিওর সঙ্গে আমার যেটা হয়েছে সেটা খানিকটা কৌতূহলি বটে। আমাদের মধ্যে কিছু কথা হয়েছে তবে সেটা আহামরী কিছু না।’
ঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
২৩ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগেহতাশাজনক আফগানিস্তান সিরিজ ঝেরে ফেলে বাংলাদেশ দলের এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মনোযোগ দেওয়ার পালা। সিরিজ সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা খুব ভালো কাটছে বলে জানিয়েছেন তাইজুল ইসলাম।
২ ঘণ্টা আগে