ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়।
তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার।
মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন।
সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।
গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’
হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’
লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়।
তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার।
মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন।
সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।
গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’
হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৩২ মিনিট আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
২ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
৩ ঘণ্টা আগে