ক্রীড়া ডেস্ক
সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমার-রাফিনিয়াদের একেকটা শট চৌম্বক হাতে রোবটের মতোই যেন ধরছিলেন তুরিনোর এই গোলরক্ষক। প্রথমার্ধের নায়কই ছিলেন সাভিচ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন তিতের শিষ্যরা। তবু গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তখনই অসাধারণ কিছুর প্রয়োজন দেখা দেয়। সেই অসাধারণ কাজটি জাদুকরের মতোই যেন করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল কিক। এই শট ঠেকানোর উপায় জানা ছিল না সার্বিয়ার গোলরক্ষকের কাছে।
দর্শক-সমর্থকদের চমকে দেওয়া ওই গোলটি নিয়েই এখন বেশি শোর গোল হচ্ছে। ইএসপিএন এফসি জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ‘বাইসাইকেল কিক’ নিয়ে অনুশীলন করেছেন রিচার্লিসন। মাঠে স্রেফ সেটির বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন।
ইএসপিএনের পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইসাইকেল কিক নিয়ে আলাদাভাবে অনুশীলন করছেন টটেনহাম হটস্পারের এই ফরোয়ার্ড। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন নেইমার-রিচার্লিসনরা।
সার্বিয়ার গোলপোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ভানিয়া মিলিনকোভিচ-সাভিচ। নেইমার-রাফিনিয়াদের একেকটা শট চৌম্বক হাতে রোবটের মতোই যেন ধরছিলেন তুরিনোর এই গোলরক্ষক। প্রথমার্ধের নায়কই ছিলেন সাভিচ।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রথম ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন তিতের শিষ্যরা। তবু গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তখনই অসাধারণ কিছুর প্রয়োজন দেখা দেয়। সেই অসাধারণ কাজটি জাদুকরের মতোই যেন করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।
ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ৬২ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন প্রথম গোল। ৭৩ মিনিটে করেছেন অবিশ্বাস্য এক গোল। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ভিনিসিয়ুসের পাস দারুণভাবে রিসিভ করে চকিতে আলতো পায়ের টোকায় বল একটু ওপরে তুলে নিয়ে খেললেন বাইসাইকেল কিক। এই শট ঠেকানোর উপায় জানা ছিল না সার্বিয়ার গোলরক্ষকের কাছে।
দর্শক-সমর্থকদের চমকে দেওয়া ওই গোলটি নিয়েই এখন বেশি শোর গোল হচ্ছে। ইএসপিএন এফসি জানিয়েছে, সার্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ‘বাইসাইকেল কিক’ নিয়ে অনুশীলন করেছেন রিচার্লিসন। মাঠে স্রেফ সেটির বাস্তবে প্রতিফলন ঘটিয়েছেন।
ইএসপিএনের পোস্ট করা ছবিতে দেখা যায়, বাইসাইকেল কিক নিয়ে আলাদাভাবে অনুশীলন করছেন টটেনহাম হটস্পারের এই ফরোয়ার্ড। আগামী সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে খেলবেন নেইমার-রিচার্লিসনরা।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
১৮ মিনিট আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগে