ক্রীড়া ডেস্ক
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
গত বছর লিওনেল মেসি প্যারিসের থিয়েটার দ্য শ্যালেতে উঁচিয়ে ধরেছিলেন ব্যালন ডি অর। ২০২১ সালে রেকর্ড সপ্তমবারের মতো জিতেছিলেন পুরস্কারটি। ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম থাকা নিয়মে পরিণত করেছিলেন মেসি। এবার সেই তালিকায় বত্যয় ঘটেছে। গতকাল প্রকাশিত ৩০ জনের তালিকায় নেই সর্বোচ্চ রেকর্ডের মালিকের নাম।
মেসি বহু বছর পর ব্যালন ডি অরের তালিকায় নেই। ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নেই পিএসজি তারকার নাম। অর্থাৎ, ১৬ বছর পর বাদ পড়লেন তিনি। তালিকায় আর্জেন্টাইন তারকার সঙ্গে তাঁর ক্লাব সতীর্থ নেইমারের নামও নেই। আর কোনো বড় তারকা বাদ পড়েননি তালিকা থেকে।
মেসি ও নেইমার বাদ পড়লেও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের নাম আছে সংক্ষিপ্ত তালিকায়। তালিকায় জায়গা পেয়েছেন সময়ের আরেক সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের তালিকায় নাম থাকায় পর্তুগিজ তারকার একটি রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ১৭ বার এই তালিকায় মনোনয়ন পেলেন সিআরসেভেন। এবার ব্যালন ডি অরের অন্যতম দাবিবার করিম বেনজামার সঙ্গে অন্য বড় তারকারা আছেন তালিকায়।
ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা:
থিবো কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মাদ সালাহ, জশুয়া কিমিখ, ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড, ভিনিসিয়ুস জুনিয়র, বের্নাডো সিলভা, লুইজ দিয়াস, রবার্তো লেভানডোভস্কি, রিয়াদ মহারেজ, কাসেমিরো, হিউং মিন সন, ফ্যাবিনিয়ো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেইন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তোনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্লাহোভিচ, ভার্জিল ফন ডাইক, জোয়াও কানসালো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
১৮ মিনিট আগেসবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৩ ঘণ্টা আগে