অন্যরকম রেকর্ড গড়েই আউট জাকির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২২, ১৫: ৩৩
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৬: ১৪

অভিষেক টেস্ট, দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্ত—জাকির হাসানের প্রথম টেস্ট সেঞ্চুরি এল এমন সময়েই। প্রথম ইনিংসে দৃঢ়তার আভাস দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে সেটারই পূর্ণতা দেখিয়ে সেঞ্চুরি করলেন। তিন অঙ্ক ছুঁয়েই অবশ্য আউট হয়ে গেছেন এই ওপেনার। এই প্রতিবেদন লেখার সময় চট্টগ্রাম টেস্টে ভারতের ৫১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেটে ২২৫ রান করেছে বাংলাদেশ।

অক্ষর প্যাটেলের বলে সুইপ করে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন জাকির। টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে জাকিরের আগে সেঞ্চুরির কীর্তি আছে আরও তিনজনের। বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরির ক্লাবে ঢুকলেন জাকির। তাঁর ২২৪ বলের ইনিংসটি থেমেছে ওই ১০০ রানেই। ১২ চার ও ১ ছক্কায় নিজের ইনিংসটি সাজান জাকির।

বাংলাদেশের হয়ে অভিষেকে সেঞ্চুরির প্রথম কীর্তি গড়েন আমিনুল ইসলাম বুলবুল। প্রতিপক্ষ ভারত। বাংলাদেশেরও অভিষেক টেস্ট ছিল সেটি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরিতে বুলবুলের পাশে বসেন মোহাম্মদ আশরাফুল। অভিষেকে সেঞ্চুরি করেছিলেন আবুল হাসান রাজুও। ১০ নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন রাজু।

তবে জাকির একটি জায়গায় অনন্য ৷ টেস্ট অভিষেকেই প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে সেঞ্চুরি করেই আউট হয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত