ক্রীড়া ডেস্ক
কোচ রয় হজসনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারত আজ। হয়তো চাকরি খোয়াতেন ক্রিস্টাল প্যালেসের কোচ। এমনটাই গুঞ্জন ছিল সকাল থেকে। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।
তবে সেটি আর হয়নি। ৩০ মিনিটের একটু বেশি সময় আগের নোটিশে সংবাদ সম্মেলন বাতিল করেছেন হজসন। ব্রিটিশ নিউজ পেপার দ্য আই জানিয়েছে, ৩৭ মিনিট আগে নিজের অসুস্থতার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে প্যালেস জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, সূচি অনুযায়ী আজকের সংবাদ সম্মেলন হচ্ছে না। রয় হজসন সকালে ট্রেনিং সেশনের সময় অসুস্থ হয়ে পড়েছেন।’
আজ সকালে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন হজসন। এরপর সংবাদ সম্মেলন করার কথা তাঁর। কিন্তু অসুস্থতার কারণে সেটি বাতিল করেন ৭৬ বছর বয়সী ইংলিশ কোচ। শোনা যাচ্ছে, হজসনের পরিবর্তে সেলহার্স্ট পার্কে আসতে পারে ভলসবুর্গ ও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনার। আপাতত বেকার ৪৯ বছর বয়সী এই অস্ট্রিয়ান। সবশেষ তাঁকে ডাগআউটে দেখা গেছে গত বছর।
প্যাট্রিক ভিয়েরার পরিবর্তে দ্বিতীয় মেয়াদে গত বছরের মার্চে প্যালেসের দায়িত্ব নেন হজসন। এর আগে ২০১৭-২১ পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে ছিলেন এই অভিজ্ঞ কোচ। তবে এ মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে প্যালেসের। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৯ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩ ম্যাচ। প্রিমিয়ার লিগের এ মৌসুমে ২৪ রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৫তম। অবনমন অঞ্চল থেকে মাত্র ৫ পয়েন্ট এগিয়ে প্যালেস। আগের ম্যাচে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরেছে চেলসির বিপক্ষে। এমন ব্যর্থতার পেছনে হজসনের মধ্যে চেষ্টার ঘাটতি দেখছেন প্যালেস কর্তৃপক্ষ।
কোচ রয় হজসনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারত আজ। হয়তো চাকরি খোয়াতেন ক্রিস্টাল প্যালেসের কোচ। এমনটাই গুঞ্জন ছিল সকাল থেকে। স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।
তবে সেটি আর হয়নি। ৩০ মিনিটের একটু বেশি সময় আগের নোটিশে সংবাদ সম্মেলন বাতিল করেছেন হজসন। ব্রিটিশ নিউজ পেপার দ্য আই জানিয়েছে, ৩৭ মিনিট আগে নিজের অসুস্থতার কথা জানান তিনি।
এ প্রসঙ্গে প্যালেস জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, সূচি অনুযায়ী আজকের সংবাদ সম্মেলন হচ্ছে না। রয় হজসন সকালে ট্রেনিং সেশনের সময় অসুস্থ হয়ে পড়েছেন।’
আজ সকালে দলের সঙ্গে অনুশীলনে ছিলেন হজসন। এরপর সংবাদ সম্মেলন করার কথা তাঁর। কিন্তু অসুস্থতার কারণে সেটি বাতিল করেন ৭৬ বছর বয়সী ইংলিশ কোচ। শোনা যাচ্ছে, হজসনের পরিবর্তে সেলহার্স্ট পার্কে আসতে পারে ভলসবুর্গ ও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনার। আপাতত বেকার ৪৯ বছর বয়সী এই অস্ট্রিয়ান। সবশেষ তাঁকে ডাগআউটে দেখা গেছে গত বছর।
প্যাট্রিক ভিয়েরার পরিবর্তে দ্বিতীয় মেয়াদে গত বছরের মার্চে প্যালেসের দায়িত্ব নেন হজসন। এর আগে ২০১৭-২১ পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে ছিলেন এই অভিজ্ঞ কোচ। তবে এ মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে প্যালেসের। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১৯ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৩ ম্যাচ। প্রিমিয়ার লিগের এ মৌসুমে ২৪ রাউন্ড শেষে ২৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৫তম। অবনমন অঞ্চল থেকে মাত্র ৫ পয়েন্ট এগিয়ে প্যালেস। আগের ম্যাচে নিজেদের মাঠে ৩-১ গোলে হেরেছে চেলসির বিপক্ষে। এমন ব্যর্থতার পেছনে হজসনের মধ্যে চেষ্টার ঘাটতি দেখছেন প্যালেস কর্তৃপক্ষ।
আবারও হোঁচট খেয়েছে ব্রাজিল। আজ নিজেদের মাঠ ফন্তে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা...
১৮ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বুয়েনোস এইরেসে আজ নিজেদের মাঠ লা বোম্বোনেরায় পেরুকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে লিওনেল স্কালোনির শিষ্যরা বল দখলে রেখেছিল ৭৪ শতাংশ, নিয়েছে ১০ শট...
৪৪ মিনিট আগেএবারের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ধারাবাহিক আলো ছড়িয়ে বিশেষ নজর কাড়ছেন অমিত হাসান। দুর্দান্ত ফর্মে থাকা এই উইকেটকিপার-ব্যাটার পঞ্চম রাউন্ড শেষেই ৮১.০০ গড়ে ৫৬৭ রান করে লিগের শীর্ষ রানসংগ্রাহক। নারায়ণগঞ্জের ক্রিকেটার অমিত...
১ ঘণ্টা আগেচলছে ডেভিস কাপ ফাইনালস। যেখানে আজ মুখোমুখি হবে জার্মানি-কানাডা। এ ছাড়া নারী চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের এফসি টুয়েন্টে...
২ ঘণ্টা আগে