নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সুনীল ছেত্রির জোড়া গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। ছেত্রির জোড়া গোলে নড়েচড়ে বসতে পারেন লিওলেন মেসিও! বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করে যে আর্জেন্টাইন তারকাকে টপকে গেছেন ভারত অধিনায়ক।
ভারতের হয়ে ১১৭ ম্যাচে ৭৪ গোল করেছেন ছেত্রি। আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচে মেসির গোল ৭২টি। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করা ইরানের আলি দায়ি এখনো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ১১ জুন শুরু হওয়া ইউরোতে দায়ির রেকর্ডটি ছোঁয়ার সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। ১৭৪ ম্যাচে ১০৩ গোল করেছেন পর্তুগিজ তারকা।
মেসিকে টপকে যাওয়া নয়, ছেত্রির স্বস্তি বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ায়। ম্যাচ শেষে বলেছেন, ‘বেশ কঠিন ম্যাচ ছিল। একটা সময় পর্যন্ত বাংলাদেশ ভাল লড়াই করেছে। তবে আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। এতেই শান্তি পাচ্ছি।’
এদিন ছেত্রি শুধু মেসিকে ছাড়িয়ে যাননি। ভারতকে স্বত্বি দিয়েছেন আরও একটা জায়গায়। তাঁর জোড়া গোলেই ২০ বছর পর বিদেশের মাঠে জয় পেয়েছে ভারত। বাংলাদেশ কোচ জেমি ডের কন্ঠেও ছেত্রির মত একজন খেলোয়াড়ের আক্ষেপ ঝরেছে, ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বিশেষ করে ছেত্রি। আমরা আসলে ছেত্রির কাছে হেরি গেছি।’
ঢাকা: সুনীল ছেত্রির জোড়া গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। ছেত্রির জোড়া গোলে নড়েচড়ে বসতে পারেন লিওলেন মেসিও! বাংলাদেশের বিপক্ষে জোড়া গোল করে যে আর্জেন্টাইন তারকাকে টপকে গেছেন ভারত অধিনায়ক।
ভারতের হয়ে ১১৭ ম্যাচে ৭৪ গোল করেছেন ছেত্রি। আর্জেন্টিনার হয়ে ১৪৩ ম্যাচে মেসির গোল ৭২টি। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করা ইরানের আলি দায়ি এখনো আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। ১১ জুন শুরু হওয়া ইউরোতে দায়ির রেকর্ডটি ছোঁয়ার সুযোগ ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। ১৭৪ ম্যাচে ১০৩ গোল করেছেন পর্তুগিজ তারকা।
মেসিকে টপকে যাওয়া নয়, ছেত্রির স্বস্তি বাংলাদেশের বিপক্ষে পুরো তিন পয়েন্ট পাওয়ায়। ম্যাচ শেষে বলেছেন, ‘বেশ কঠিন ম্যাচ ছিল। একটা সময় পর্যন্ত বাংলাদেশ ভাল লড়াই করেছে। তবে আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি। এতেই শান্তি পাচ্ছি।’
এদিন ছেত্রি শুধু মেসিকে ছাড়িয়ে যাননি। ভারতকে স্বত্বি দিয়েছেন আরও একটা জায়গায়। তাঁর জোড়া গোলেই ২০ বছর পর বিদেশের মাঠে জয় পেয়েছে ভারত। বাংলাদেশ কোচ জেমি ডের কন্ঠেও ছেত্রির মত একজন খেলোয়াড়ের আক্ষেপ ঝরেছে, ভারতীয় দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। বিশেষ করে ছেত্রি। আমরা আসলে ছেত্রির কাছে হেরি গেছি।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১২ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১২ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১৩ ঘণ্টা আগে