ক্রীড়া ডেস্ক
এশিয়ার সবচেয়ে সফল দল আল হিলাল। সৌদি ক্লাবটির মতো সফলতা নেই জার্মানির বেয়ার লেভারকুজেনের। তবে বিশাল ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এই মৌসুমে একটি জায়গায় এক সুতোয় মিলে গেল তারা।
২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত লেভারকুজেন ও আল হিলাল। দুই দলই খেলেছে সমান ৪২ ম্যাচ। গোল করেছে সমান ১১৮টি। কিছু জায়গায় বৈসাদৃশ্যও রয়েছে অবশ্য। আল হিলাল জিতেছে ৩৯ ম্যাচ, ড্র ৩টি ও গোল হজম করেছে ২২টি। বিপরীতে লেভারকুজেন জিতেছে ৩৭ ম্যাচ, ড্র ৫টি ও গোল খেয়েছে ৩১টি। তবে যে জায়গায় দুই দলের বড় মিল সেটি হলো, এই মৌসুমে একটি ম্যাচও হারেনি তারা।
গত পরশু আবুধাবিতে করিম বেনজেমাদের আল ইত্তিহাদকে হারিয়ে চতুর্থবারের মতন সৌদি সুপার কাপ জিতেছে আল হিলাল। চোটের কারণে ম্যাচটিতে না খেললেও সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসব করেছেন নেইমার। এ নিয়ে সৌদির ক্লাবটির শিরোপা সংখ্যা দাঁড়াল ৬৭। এশিয়ায় এমন সফলতা নেই আর কোনো দলের। টানা ৩৪ জয়ের রেকর্ডটিও আল হিলালের, যেটি এ মৌসুমে গড়া।
পর্তুগিজ কোচ হোর্হে হেসুসের অধীনে সৌদি প্রো লিগও জয়ের পথে আল হিলাল। আর ১০ পয়েন্ট পেলেই লিগ পুনরুদ্ধার করবে তারা। ২৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হোর্হে হেসুসের দল। দুইয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের পয়েন্ট ৬৫।
লেভারকুজেন তাদের ১২০ বছরের ইতিহাসে কখনো লিগ জেতেনি। শিরোপা আছে মাত্র দুটি। এমন খালি শোকেসের জন্য অনেকে তাদের নাম বিকৃত করে ডাকেন ‘নেভারকুজেন’। তবে সেই অপবাদ এবার ঘোচানোর নিশ্বাস দূরত্বে লেভারকুজেন। আগামীকাল রাতে নিজেদের মাঠ বে অ্যারেনায় ভেরডার ব্রেমেনের বিপক্ষে জিতলেই বুন্দেসলিগা নিশ্চিত হয়ে যাবে তাদের।
২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে মাঠে নামবে লেভারকুজেন। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ যদি লিগের বাকি প্রতিটি ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৭৮। আর আগামীকাল জিতলেই লেভারকুজেনের পয়েন্ট হবে ৭৯। ঘরের সমর্থকদের সামনেই শিরোপা নিশ্চিত করার আনন্দে মেতে উঠতে পারবেন জাবি আলোনসোর শিষ্যরা। এই স্প্যানিশ অধীনেই যে এবার অবিশ্বাস্য এক মৌসুম কাটাল লেভারকুজেন!
১১ মৌসুম পর মিউনিখ থেকে বুন্দেসলিগা বের করে আনার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ আলিয়েঞ্জ অ্যারেনার সাবেক এই মিডফিল্ডার। এই মৌসুমে লেভারকুজেনকে লিগ ছাড়াও ট্রেবল জেতানোর সুযোগ আলোনসোর। গত পরশু ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বে অ্যারেনায় ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়েছে তাঁর দল। ফিরতি লেগে ড্র বা ১-০ গোলে হারলেও উঠে যাবে সেমিফাইনালে। আর আগামী মে মাসে জার্মান কাপের ফাইনাল খেলবে লেভারকুজেন। এই তিন শিরোপা জিতেই লম্বা সময়ে শিরোপা খরার দুঃখ ভোলার অপেক্ষায় ক্লাবটি।
বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়ার সামনে আলোনসো। আর পর্তুগালের হেসুস এ মৌসুম দিয়ে আল হিলালে ফেরেন। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটির ডাগআউটের দায়িত্ব পালন করেছেন তিনি। দুই কোচ এই মৌসুমে চমক দেখিয়ে চলেছেন।
এশিয়ার সবচেয়ে সফল দল আল হিলাল। সৌদি ক্লাবটির মতো সফলতা নেই জার্মানির বেয়ার লেভারকুজেনের। তবে বিশাল ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও এই মৌসুমে একটি জায়গায় এক সুতোয় মিলে গেল তারা।
২০২৩-২৪ মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত লেভারকুজেন ও আল হিলাল। দুই দলই খেলেছে সমান ৪২ ম্যাচ। গোল করেছে সমান ১১৮টি। কিছু জায়গায় বৈসাদৃশ্যও রয়েছে অবশ্য। আল হিলাল জিতেছে ৩৯ ম্যাচ, ড্র ৩টি ও গোল হজম করেছে ২২টি। বিপরীতে লেভারকুজেন জিতেছে ৩৭ ম্যাচ, ড্র ৫টি ও গোল খেয়েছে ৩১টি। তবে যে জায়গায় দুই দলের বড় মিল সেটি হলো, এই মৌসুমে একটি ম্যাচও হারেনি তারা।
গত পরশু আবুধাবিতে করিম বেনজেমাদের আল ইত্তিহাদকে হারিয়ে চতুর্থবারের মতন সৌদি সুপার কাপ জিতেছে আল হিলাল। চোটের কারণে ম্যাচটিতে না খেললেও সতীর্থদের সঙ্গে শিরোপা উৎসব করেছেন নেইমার। এ নিয়ে সৌদির ক্লাবটির শিরোপা সংখ্যা দাঁড়াল ৬৭। এশিয়ায় এমন সফলতা নেই আর কোনো দলের। টানা ৩৪ জয়ের রেকর্ডটিও আল হিলালের, যেটি এ মৌসুমে গড়া।
পর্তুগিজ কোচ হোর্হে হেসুসের অধীনে সৌদি প্রো লিগও জয়ের পথে আল হিলাল। আর ১০ পয়েন্ট পেলেই লিগ পুনরুদ্ধার করবে তারা। ২৭ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হোর্হে হেসুসের দল। দুইয়ে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের পয়েন্ট ৬৫।
লেভারকুজেন তাদের ১২০ বছরের ইতিহাসে কখনো লিগ জেতেনি। শিরোপা আছে মাত্র দুটি। এমন খালি শোকেসের জন্য অনেকে তাদের নাম বিকৃত করে ডাকেন ‘নেভারকুজেন’। তবে সেই অপবাদ এবার ঘোচানোর নিশ্বাস দূরত্বে লেভারকুজেন। আগামীকাল রাতে নিজেদের মাঠ বে অ্যারেনায় ভেরডার ব্রেমেনের বিপক্ষে জিতলেই বুন্দেসলিগা নিশ্চিত হয়ে যাবে তাদের।
২৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে মাঠে নামবে লেভারকুজেন। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখ যদি লিগের বাকি প্রতিটি ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৭৮। আর আগামীকাল জিতলেই লেভারকুজেনের পয়েন্ট হবে ৭৯। ঘরের সমর্থকদের সামনেই শিরোপা নিশ্চিত করার আনন্দে মেতে উঠতে পারবেন জাবি আলোনসোর শিষ্যরা। এই স্প্যানিশ অধীনেই যে এবার অবিশ্বাস্য এক মৌসুম কাটাল লেভারকুজেন!
১১ মৌসুম পর মিউনিখ থেকে বুন্দেসলিগা বের করে আনার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ আলিয়েঞ্জ অ্যারেনার সাবেক এই মিডফিল্ডার। এই মৌসুমে লেভারকুজেনকে লিগ ছাড়াও ট্রেবল জেতানোর সুযোগ আলোনসোর। গত পরশু ইউরোপা লিগের শেষ আটের প্রথম লেগে বে অ্যারেনায় ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়েছে তাঁর দল। ফিরতি লেগে ড্র বা ১-০ গোলে হারলেও উঠে যাবে সেমিফাইনালে। আর আগামী মে মাসে জার্মান কাপের ফাইনাল খেলবে লেভারকুজেন। এই তিন শিরোপা জিতেই লম্বা সময়ে শিরোপা খরার দুঃখ ভোলার অপেক্ষায় ক্লাবটি।
বে অ্যারেনায় নিজের প্রথম মৌসুমে ইতিহাস গড়ার সামনে আলোনসো। আর পর্তুগালের হেসুস এ মৌসুম দিয়ে আল হিলালে ফেরেন। এর আগে ২০১৮-১৯ মৌসুমে ক্লাবটির ডাগআউটের দায়িত্ব পালন করেছেন তিনি। দুই কোচ এই মৌসুমে চমক দেখিয়ে চলেছেন।
মূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ।
২৭ মিনিট আগেআট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১২ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১৩ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১৬ ঘণ্টা আগে