ক্রীড়া ডেস্ক, ঢাকা
ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাকি আর ১১ দিন। সময় যত গড়াচ্ছে, ক্লাব কর্তাদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে।
২১ বছরের বার্সেলোনা–অধ্যায় শেষে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়ে কদিন আগে দলবদলের সব আলো কেড়ে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার পিএসজি থেকে প্রস্থানের সিদ্ধান্তে পাদপ্রদীপের আলোয় কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে চলছে জোর গুঞ্জন।
বিষয়টি শেষ পর্যন্ত গড়াচ্ছে কাতারের আমির ও পিএসজির কর্ণধার তামিম বিন হামাদ আল থানির টেবিল পর্যন্ত।
যদিও এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে যতবার কথা উঠেছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ছাড়ছেন না তারা। ওদিকে, হাল ছাড়তে রাজি নয় রিয়ালও। যে কোনো মূল্যে এই গোলমেশিনকে পেতে চায় তারা।
এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দিয়েছে চাঞ্চল্যকর খবর। এমবাপ্পেকে পেতে খেলাইফিকে ডিঙিয়ে সরাসরি কাতারের আমিরের সঙ্গে কথা বলতে চান রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
একটি দলবদল যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি নতুন করে আঁচ করা যাচ্ছে এমবাপ্পেকে দিয়েই। সোজা কথায়, তরুণ এই ফরোয়ার্ডের ক্লাব বদলের বিষয়টি এখন রাষ্ট্রীয় ইস্যু!
আগামী বছর ফুটবল বিশ্বকাপ বসছে কাতারে। এই সময় দেশটির আমির তামিম বিন হামাদ আল থানি নিজেও যেমন বিব্রতকর অবস্থায় পড়তে চান না, আবার দেশকেও ফেলতে চান না।
বিব্রত হওয়ার প্রশ্নটা এজন্য আসছে যে, এমবাপ্পে নিজেই পিএসজিতে আর থাকতে চান না। বিশেষ করে মেসি আসার পর ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদও আত্মবিশ্বাসী, যে কদিন সময় আছে এর মধ্যে তারা এমবাপ্পেকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে কাতারের আমিরকে রাজি করাতে পারবেন।
তেলের টাকায় সমৃদ্ধ তামিম বিন হামাদ আল থানিকে ধনকুবের পেরেজ ঠিকঠাক 'তেল মারতে' পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলের বাকি আর ১১ দিন। সময় যত গড়াচ্ছে, ক্লাব কর্তাদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে।
২১ বছরের বার্সেলোনা–অধ্যায় শেষে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লিখিয়ে কদিন আগে দলবদলের সব আলো কেড়ে নিয়েছিলেন লিওনেল মেসি। এবার পিএসজি থেকে প্রস্থানের সিদ্ধান্তে পাদপ্রদীপের আলোয় কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে চলছে জোর গুঞ্জন।
বিষয়টি শেষ পর্যন্ত গড়াচ্ছে কাতারের আমির ও পিএসজির কর্ণধার তামিম বিন হামাদ আল থানির টেবিল পর্যন্ত।
যদিও এমবাপ্পের প্যারিস ছাড়া নিয়ে যতবার কথা উঠেছে, পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে ছাড়ছেন না তারা। ওদিকে, হাল ছাড়তে রাজি নয় রিয়ালও। যে কোনো মূল্যে এই গোলমেশিনকে পেতে চায় তারা।
এ নিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা দিয়েছে চাঞ্চল্যকর খবর। এমবাপ্পেকে পেতে খেলাইফিকে ডিঙিয়ে সরাসরি কাতারের আমিরের সঙ্গে কথা বলতে চান রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
একটি দলবদল যে কতটা গুরুত্বপূর্ণ, সেটি নতুন করে আঁচ করা যাচ্ছে এমবাপ্পেকে দিয়েই। সোজা কথায়, তরুণ এই ফরোয়ার্ডের ক্লাব বদলের বিষয়টি এখন রাষ্ট্রীয় ইস্যু!
আগামী বছর ফুটবল বিশ্বকাপ বসছে কাতারে। এই সময় দেশটির আমির তামিম বিন হামাদ আল থানি নিজেও যেমন বিব্রতকর অবস্থায় পড়তে চান না, আবার দেশকেও ফেলতে চান না।
বিব্রত হওয়ার প্রশ্নটা এজন্য আসছে যে, এমবাপ্পে নিজেই পিএসজিতে আর থাকতে চান না। বিশেষ করে মেসি আসার পর ক্লাব ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদও আত্মবিশ্বাসী, যে কদিন সময় আছে এর মধ্যে তারা এমবাপ্পেকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে কাতারের আমিরকে রাজি করাতে পারবেন।
তেলের টাকায় সমৃদ্ধ তামিম বিন হামাদ আল থানিকে ধনকুবের পেরেজ ঠিকঠাক 'তেল মারতে' পারেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৪ ঘণ্টা আগে