ক্রীড়া ডেস্ক
শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।
ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।
শুরুতে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো ও জেসে লিনগার্ডের গোলে আজ প্রতিপক্ষের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে ‘রেড ডেভিল’রা।
ওয়েস্ট হামের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। তবে স্রোতের বিপরীতে ৩০ মিনিটে ওয়েস্ট হামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। সমতা ফেরাতে অবশ্য খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। রোনালদোর গোলে ৫ মিনিট পর ম্যাচে ফেরে ওল্ড ট্রাফোর্ডের দলটি। ব্রুনো ফার্নান্দেজের ক্রসে রোনালদোর শট ওয়েস্ট হাম গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান ‘সিআর সেভেন।’
দ্বিতীয়ার্ধের শুরু থেকে এগিয়ে যেতে আরও আক্রমণাত্মক ম্যানইউ। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া করেন রোনালদো। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে লিনগার্ডের দারুণ গোলে ব্যবধান ২-১ করে ম্যানইউ। যোগ করা সময়ে ওয়েস্ট হাম মিডফিল্ডার মার্ক নোবেলের পেনাল্টি ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া ঠেকিয়ে দিলে জয় নিয়েই মাঠ ছাড়ে রোনালদোরা।
একই রাতে লন্ডন ডার্বিতে টটেনহামের বিপক্ষে বাজিমাত করেছে চেলসিও। স্পার্সদের মাঠে চেলসির জয় ৩-০ গোলের বড় ব্যবধানে।
আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা চেলসি অবশ্য প্রথমার্ধে কোনো গোল পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসিকে এগিয়ে দেন থিয়াগো সিলভা। ৫৭ মিনিটে স্পার্সদের কোণঠাসা করে ব্লুজদের এগিয়ে দেন এনগলু কান্তে। যোগ করা সময়ে আন্তোনিও রুডিগার লক্ষ্যভেদ করলে নিজেদের মাঠেই বড় স্বাদ পায় চেলসি।
বাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
১০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১৬ মিনিট আগেহঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
১ ঘণ্টা আগে২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগে