ক্রীড়া ডেস্ক
বাঁচা-মরার ম্যাচে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে আবারও দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে তো টিকিয়ে রেখেছেনই, একই সঙ্গে দিয়েগো ম্যারাডোনার দুটি রেকর্ডে ভাগ বসালেন মেসি।
লুসাইল স্টেডিয়ামে গতকাল মেক্সিকোর বিপক্ষে নেমেই ম্যারাডোনার একটি রেকর্ডে ভাগ বসালেন মেসি। বিশ্বকাপে ২১তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি, যা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ। ম্যারাডোনাও বিশ্বকাপে খেলেছিলেন ২১ ম্যাচ।
ম্যারাডোনার আরেকটি রেকর্ডে ভাগ বসাতে মেসিকে অপেক্ষা করতে হয়েছে ৬৪ মিনিট পর্যন্ত। ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে আনহেল ডি মারিয়ার কাট ব্যাকে বক্সের বাইরে বল পান মেসি। এরপর বক্সের বাইরে নেওয়া তাঁর মাটি কামড়ানো শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। কাতার বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা হলো ৮। বিশ্বকাপে ম্যারাডোনা করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসি ও ম্যারাডোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আকাশি-নীলদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
গতকাল লুসাইলে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল ‘মেসিময়’। নিজে তো গোল করেছেনই, ম্যাচের ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। তাতে বিশ্বকাপে দারুণভাবে টিকে রইল আর্জেন্টিনা। ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠবে আকাশি-নীলরা। ড্র করলেও সম্ভাবনা থাকবে, তবে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের দিকে।
বাঁচা-মরার ম্যাচে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন গতকাল লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচে আবারও দেখালেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে টুর্নামেন্টে তো টিকিয়ে রেখেছেনই, একই সঙ্গে দিয়েগো ম্যারাডোনার দুটি রেকর্ডে ভাগ বসালেন মেসি।
লুসাইল স্টেডিয়ামে গতকাল মেক্সিকোর বিপক্ষে নেমেই ম্যারাডোনার একটি রেকর্ডে ভাগ বসালেন মেসি। বিশ্বকাপে ২১তম ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি, যা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ। ম্যারাডোনাও বিশ্বকাপে খেলেছিলেন ২১ ম্যাচ।
ম্যারাডোনার আরেকটি রেকর্ডে ভাগ বসাতে মেসিকে অপেক্ষা করতে হয়েছে ৬৪ মিনিট পর্যন্ত। ৬৪ মিনিটে ডান প্রান্ত থেকে আনহেল ডি মারিয়ার কাট ব্যাকে বক্সের বাইরে বল পান মেসি। এরপর বক্সের বাইরে নেওয়া তাঁর মাটি কামড়ানো শট ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গিলের্মো ওচোয়া। কাতার বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা হলো ৮। বিশ্বকাপে ম্যারাডোনা করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসি ও ম্যারাডোনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আকাশি-নীলদের হয়ে সর্বোচ্চ ১০ গোল করেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
গতকাল লুসাইলে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল ‘মেসিময়’। নিজে তো গোল করেছেনই, ম্যাচের ৮৭ মিনিটে এনজো ফার্নান্দেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। তাতে বিশ্বকাপে দারুণভাবে টিকে রইল আর্জেন্টিনা। ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই দ্বিতীয় রাউন্ডে উঠবে আকাশি-নীলরা। ড্র করলেও সম্ভাবনা থাকবে, তবে তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের দিকে।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
২ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
৪ ঘণ্টা আগে