ক্রীড়া ডেস্ক
ইউরোপ পর্ব শেষে এখন আমেরিকা পর্ব শুরুর অপেক্ষা সার্জিও বুসকেতসের। বার্সেলোনার পর এবার বুসকেতসের নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। তবে তাঁকে পরিচয় করাতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বুসকেতসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। বুসকেতসকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। স্পেনের ২০১০ বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিকমাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেতসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। আরবেলোয়ার জায়গায় বুসকেতসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়। এরপর বুসকেতস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। দুই বছর পর আবার তাঁদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেতস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। মেসি ও বুসকেতসের বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতার কীর্তি রয়েছে। মেসি লা লিগা জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস।
ইউরোপ পর্ব শেষে এখন আমেরিকা পর্ব শুরুর অপেক্ষা সার্জিও বুসকেতসের। বার্সেলোনার পর এবার বুসকেতসের নতুন ঠিকানা ইন্টার মিয়ামি। তবে তাঁকে পরিচয় করাতে গিয়ে হাস্যকর এক ভুল করেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বুসকেতসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। বুসকেতসকে মিয়ামির সঙ্গে পরিচয় করানোর পর এমএলএস টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়। স্পেনের ২০১০ বিশ্বকাপ শিরোপার সঙ্গে চুমু খাওয়া ছবি পোস্ট করে ক্যাপশন দেওয়া হয়েছিল, ‘তিনি তো শুধুই জিতেছেন।’ ক্যাপশনের সঙ্গে মেডেলের ইমোজি জুড়ে দেয়। সামাজিকমাধ্যমে এই ছবি ভাইরাল হলে টনক নড়ে এমএলএসের। কেননা, বুসকেতসের জায়গায় ভুল করে আলভারো আরবেলোয়ার ছবি পোস্ট করা হয়। আরবেলোয়ার জায়গায় বুসকেতসের ছবি বসিয়ে ভুল সংশোধন করা হয়। এরপর বুসকেতস, আরবেলোয়ার ছবি পাশাপাশি বসিয়ে এমএলএস ক্যাপশন দিয়েছে, ‘কেন আরবেলোয়া ও বুসকেতসকে দেখতে একই রকম মনে হচ্ছে। নতুন চশমা দরকার অ্যাডমিনের।’ চশমা ও কপালে হাত দেওয়া—এই দুটো ইমোজি ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছে এমএলএস।
বার্সেলোনায় দীর্ঘদিনের সতীর্থ ছিলেন মেসি-বুসকেতস। দুই বছর পর আবার তাঁদের এক ক্লাবে খেলার সৌভাগ্য হচ্ছে। মেসি ও বুসকেতস—দুজনের সঙ্গেই ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। আর মেসির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তি করে মিয়ামি। মেসি ও বুসকেতসের বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জেতার কীর্তি রয়েছে। মেসি লা লিগা জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস।
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৯ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৯ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১৩ ঘণ্টা আগে