ক্রীড়া ডেস্ক
গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, যেখানে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদরিচ। ভিনিসিউস জুনিয়র মনে করেন, এই মদরিচকে সামলাতে পারবেন কাসেমিরো।
ক্লাব ফুটবলে ভিনিসিউস, মদরিচ দুজনেই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। যেখানে ভিনিসিউস খেলছেন ২০১৮ থেকে এবং ২০১২ থেকে খেলছেন মদরিচ। কাসেমিরো এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও তিনি ৯ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। আর এই মুহূর্তে কাসেমিরো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ১ গোল। প্রতি ম্যাচে গড়ে দুটি করে শট করেছেন। গড়ে ট্যাকল করেছেন ২.৭ এবং একবার করে বল ক্লিয়ার করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
ভিনিসিউস মনে করেন, কাসেমিরো-মদরিচ দীর্ঘ সময় সতীর্থ থাকায় একজন অপরজনকে ভালো করে চেনেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার বলেন, ‘মদরিচের বিপক্ষে খেলাটা আসলেই বিশেষ কিছু। তাকে সামলানোর দায়িত্ব আমি কাসেমিরোকে দেব। সে (কাসেমিরো) আমার চেয়ে এই কাজটা বেশ ভালোভাবে করতে পারবে। সে মদরিচকে ভালোমতো চেনে। কারণ তারা একসঙ্গে দীর্ঘদিন খেলেছে।’
ব্রাজিলের জার্সিতে ১৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। কাতার বিশ্বকাপে করেছেন ১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।
গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে আজ কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল, যেখানে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতেছিলেন লুকা মদরিচ। ভিনিসিউস জুনিয়র মনে করেন, এই মদরিচকে সামলাতে পারবেন কাসেমিরো।
ক্লাব ফুটবলে ভিনিসিউস, মদরিচ দুজনেই খেলেন রিয়াল মাদ্রিদের হয়ে। যেখানে ভিনিসিউস খেলছেন ২০১৮ থেকে এবং ২০১২ থেকে খেলছেন মদরিচ। কাসেমিরো এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও তিনি ৯ বছর খেলেছেন রিয়াল মাদ্রিদে। আর এই মুহূর্তে কাসেমিরো বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ১ গোল। প্রতি ম্যাচে গড়ে দুটি করে শট করেছেন। গড়ে ট্যাকল করেছেন ২.৭ এবং একবার করে বল ক্লিয়ার করেছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।
ভিনিসিউস মনে করেন, কাসেমিরো-মদরিচ দীর্ঘ সময় সতীর্থ থাকায় একজন অপরজনকে ভালো করে চেনেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার বলেন, ‘মদরিচের বিপক্ষে খেলাটা আসলেই বিশেষ কিছু। তাকে সামলানোর দায়িত্ব আমি কাসেমিরোকে দেব। সে (কাসেমিরো) আমার চেয়ে এই কাজটা বেশ ভালোভাবে করতে পারবে। সে মদরিচকে ভালোমতো চেনে। কারণ তারা একসঙ্গে দীর্ঘদিন খেলেছে।’
ব্রাজিলের জার্সিতে ১৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল, অ্যাসিস্ট করেছেন ২ গোলে। কাতার বিশ্বকাপে করেছেন ১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
২ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৩ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৩ ঘণ্টা আগে