ক্রীড়া ডেস্ক
এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি।
প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯।
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা।
একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
এই প্রথম ব্যালন ডি’অর নিয়ে ন্যু ক্যাম্পে ফেরা হলো না লিওনেল মেসির। মেসি এবার ট্রফি হাতে থেকে গেলেন প্যারিসেই। এটাই যে এখন তাঁর ঘর। গতকাল রাতে পিএসজি সমর্থকদের উষ্ণ অভ্যর্থনাও পেয়েছেন তিনি। তবে জয় দিয়ে শেষ পর্যন্ত রাতটা রাঙাতে পারেননি মেসি। ঘরোয়া লিগে নিসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পিএসজি।
প্যারিসে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া নেইমারকে ছাড়াই একাদশ সাজাতে হয় পিএসজিকে। অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই পিএসজি ছিল দাপুটে। একের পর এক আক্রমণে কাঁপিয়েছে নিসকে। পুরো ম্যাচে ৭১ শতাংশ বলের দখল রেখে পিএসজি শট নেয় ২২ টি। কিন্তু এই দাপুটে পারফরম্যান্সও দলকে গোল এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে।
এই ড্র অবশ্য পিএসজির শীর্ষ স্থানে কোনো প্রভাব ফেলছে না। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে আছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ২৯।
পিএসজির পয়েন্ট হারানোর রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ নৈপুণ্য দেখিয়েছে লিভারপুল। মোহামেদ সালাহর জোড়া গোলে মার্সেসেইড ডার্বিতে লিভারপুল জিতেছে ৪-১ গোলে। লিভারপুলের হয়ে অন্য দুই গোল করেন জর্দান হেন্ডারসন ও দিয়োগো জোতা।
একই রাতে জয় পেয়েছে পেয়েছে ম্যানচেস্টার সিটিও। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার দল। প্রিমিয়ার লিগে এখন জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াইও। সমান ১৪ ম্যাচ খেলে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৩৩, দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৩২ এবং তিনে থাকা লিভারপুলের পয়েন্ট ৩১।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১০ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১১ ঘণ্টা আগে