ক্রীড়া ডেস্ক
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারিও গোৎশের গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। এই গোৎশেকে নিয়েই কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে জার্মানরা। যে গোৎশে পাঁচ বছর পর ফিরলেন জাতীয় দলে। ম্যানুয়েল নয়ারের নেতৃত্বাধীন এই দলে আছেন টমাস মুলারও।
মাঝমাঠে গোৎশের সঙ্গে থাকছেন ইকে গুন্ডোয়ান, জামাল মুসিয়ালা, জোশুয়া কিমিখরা। আর মুলারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন লিরয় সানে, সার্জ ন্যাবরি, ইউসুফ মৌকোকোরা। মৌকোকো অনূর্ধ্ব-২১ দলের হয়ে পাঁচ ম্যাচ খেলে ৬ গোল করেছেন। রক্ষণভাগে আছেন আন্তোনিও রুডিগার, নিকোলাস সুলারের মতো তারকারা। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যার তো আছেনই, আরও আছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্রাপরা।
তারকা ফুটবলারদের নিয়ে গড়া জার্মানির বিশ্বকাপ দলে সুযোগ হয়নি ম্যাট হামেলস ও মার্কো রয়েসের। চোটে পড়ায় দলে জায়গা করে নিতে পারেননি রয়েস।
এবারের বিশ্বকাপে 'ই' গ্রুপে পড়েছে জার্মানি। ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৭ নভেম্বর স্পেনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে জার্মানি। আর ১ ডিসেম্বর কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
জার্মানি বিশ্বকাপ দল:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন), মার্ক-আন্দ্রে টের স্টেগেন (বার্সেলোনা), কেভিন ট্রাপ (ফ্রাঙ্কফুর্ট)।
ডিফেন্ডার: আর্মেল বেলা-কচাপ (সাউদাম্পটন), ম্যাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ), ক্রিস্টিয়ান গুন্টার (ফ্রেইবুর্গ), টিলো কেরার (ওয়েস্ট হাম), লুকাস ক্লসটারমান (আরবি লাইপজিগ), ডেভিড রাউম (আরবি লাইপজিগ), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), নিকো স্লোটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নিকোলাস সুলা (বর্টমুন্ড ডর্টমুন্ড)।
মিডফিল্ডার: ইয়ুলিয়ান ব্রান্ট (বরুশিয়া ডর্টমুন্ড), লিওন গোরেৎসকা (বায়ার্ন মিউনিখ), মারিও গোৎশে (ফ্রাঙ্কফুর্ট), ইকে গুন্ডোয়ান (ম্যানচেস্টার সিটি), ইয়োনাস হফমান (মনশেনগ্লাডবাখ), জোশুয়া কিমিখ (বায়ার্ন), জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ)।
ফরোয়ার্ড: করিম আদেয়েমি (ডর্টমুন্ড), নিকলাস ফুলক্রুগ (ব্রেমেন), সার্জ নাবরি (বায়ার্ন), কাই হাভার্টজ (চেলসি), ইউসুফা মুকোকো (ডর্টমুন্ড), টমাস মুলার (বায়ার্ন), লিরয় সানে (বায়ার্ন মিউনিখ)।
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৪ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৫ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৭ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৯ ঘণ্টা আগে