পোষা বিড়াল মেরে বিপাকে ফরাসি ফুটবলার 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০০
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ১১

পোষা বিড়ালকে মেরে এবং সেই দৃশ্য ভিডিও করে সমালোচনার মুখে পড়েছেন ফরাসি ফুটবলার কুর্ট জুমা। এক বিবৃতিতে জুমার ক্লাব ওয়েস্ট হামের পক্ষ থেকেও এই ফুটবলারকে তিরস্কার করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে প্রাণী অধিকার রক্ষা বিষয়ক সংগঠনও। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, জুমা একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছে এবং মুখে আঘাত করছে। এই ভিডিও নিয়ে সমালোচনা তুঙ্গে উঠলে ক্ষমা চাইতে বাধ্য হন জুমা। ক্লাবের পক্ষ থেকে অভ্যন্তরীণভাবে এই ঘটনা সামলানো হচ্ছে বলে জানানো হয়েছে। 

এ বিবৃতিতে ওয়েস্ট হাম সেন্টার ব্যাক জুমা বলেন, ‘আমি নিজের কাজের জন্য ক্ষমা চাচ্ছি। আমার এই আচরণের কোনো ব্যাখ্যা হয় না, এই ঘটনায় আমি অনুতপ্ত।’ 

বিড়াল মারার ঘটনা কাউকে কষ্ট দিলে সে জন্য ক্ষমাও চেয়েছেন জুমা। তিনি বলেন, ‘কেউ যদি এই ভিডিও দেখে কষ্ট পেয়ে থাকেন, তার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমি সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের দুটি পোষা বিড়ালই ভালো আছে। আমাদের পরিবারের সবাই তাদের ভালোবাসে। আমার আচরণটি একেবারে বিচ্ছিন্ন ঘটনা, এমন ঘটনা আর ঘটবে না।’ 

দ্য সানে প্রথম প্রকাশিত হওয়া ভিডিওটিতে দেখা যায়, জুমা বিড়ালটির গায়ে জুতা ছুড়ে মারছে এবং ঘরের মধ্যে সেটিকে তাড়া করছে। জানা গেছে, ভিডিওটি ধারণ করেছে জুমার ভাই ইউয়ান। 

এই ঘটনার নিন্দা জানিয়ে ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ওয়েস্ট হাম কুর্ট জুমার এই ঘটনাটির নিন্দা জানাচ্ছে। আমরা কুর্টের সঙ্গে কথা বলেছি এবং আভ্যন্তরীণভাবে বিষয়টি দেখছি। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, পশুদের প্রতি এমন নিষ্ঠুর আচরণকে প্রশ্রয় দেব না।’ 

এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে দিয়েছে প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমলস (আরএপিসিএ)। তারা বলেছে, ‘এই ভিডিও খুবই হতাশাজনক। কোনো প্রাণীকে লাথি মারা, চড় মারা কিংবা অন্য কোনোভাবে শাস্তি দেওয়া গ্রহণযোগ্য নয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত