ক্রীড়া ডেস্ক
অবিশ্বাস্য, অসাধারণ বিশেষণগুলো যেন কম হচ্ছে লিওনেল মেসির জন্য। ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেড বুলস নয়, চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে লড়াই চলছিল মেসির সঙ্গে নিউইয়র্ক রেড বুলসের। নিউইয়র্ক রেড বুলসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মেসি।
মায়ামির বিপক্ষে দান্তে ভ্যাঞ্জেরের ৩০ মিনিটের গোলে প্রথমে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভাসিয়ে দেয়। গুনে গুনে টানা ৬ গোল করে মায়ামি। যেখানে মেসি করেন ১ গোল এবং অ্যাসিস্ট করেন ৫ গোলে। শেষ পর্যন্ত মায়ামি পায় ৬-২ গোলের জয়। এমএলএসে এক ম্যাচে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো অবাক মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘সব গোলই ম্যাচে গুরুত্বপূর্ণ। তবে লিও আজ রাতে ঐতিহাসিক কিছু করে দেখিয়েছে। ৫ অ্যাসিস্ট ও ১ গোল করেছে। কোনো দলের ৬-২ গোলের জয়ে ৬ গোলে অবদান রাখার ঘটনা আবারও দেখা কঠিন। সুয়ারেজের ৩ গোল ও রোহাসের ২ গোল ভুলতে পারব না। তবে রোহার প্রথম গোলটা তো অবিশ্বাস্য। কৌশলগত দিক থেকে মেসির অ্যাসিস্টের কথা যদি বলেন, তবে আমি লুইস সুয়ারেজের সিজর গোলটা ফেবারিট হিসেবে ধরব।’
বার্সেলোনায় মেসি খেলেন প্রায় দুই দশক। কাতালান ক্লাবটিতে মেসি থাকা অবস্থায় কোচও ছিলেন মার্তিনো। সে সময় মেসির অনেক দুর্দান্ত পারফরম্যান্স তো তাঁর অজানা থাকার কথা নয়। পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণও করেছেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘মেসি বার্সেলোনায় অসাধারণ ম্যাচ খেলেছে। তখন আমি সেখানে ছিলাম। তবে আমার মনে পড়ে চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালের কথা। সে তখন একটা গোলও করতে পারেনি। মাঠের সেরা খেলোয়াড় ছিল সে। বার্সেলোনায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটা ম্যাচের কথা আমি মনে করতে পারি। ম্যাচটায় আমরা ২-০ গোলে হারতে বসেছিলাম। তারপর জিতলাম ৩-২ গোলে।’
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের আগে মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে তাঁর ১টি করে গোল ও অ্যাসিস্ট থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে।
আরও পড়ুন:
অবিশ্বাস্য, অসাধারণ বিশেষণগুলো যেন কম হচ্ছে লিওনেল মেসির জন্য। ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেড বুলস নয়, চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে লড়াই চলছিল মেসির সঙ্গে নিউইয়র্ক রেড বুলসের। নিউইয়র্ক রেড বুলসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মেসি।
মায়ামির বিপক্ষে দান্তে ভ্যাঞ্জেরের ৩০ মিনিটের গোলে প্রথমে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভাসিয়ে দেয়। গুনে গুনে টানা ৬ গোল করে মায়ামি। যেখানে মেসি করেন ১ গোল এবং অ্যাসিস্ট করেন ৫ গোলে। শেষ পর্যন্ত মায়ামি পায় ৬-২ গোলের জয়। এমএলএসে এক ম্যাচে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো অবাক মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘সব গোলই ম্যাচে গুরুত্বপূর্ণ। তবে লিও আজ রাতে ঐতিহাসিক কিছু করে দেখিয়েছে। ৫ অ্যাসিস্ট ও ১ গোল করেছে। কোনো দলের ৬-২ গোলের জয়ে ৬ গোলে অবদান রাখার ঘটনা আবারও দেখা কঠিন। সুয়ারেজের ৩ গোল ও রোহাসের ২ গোল ভুলতে পারব না। তবে রোহার প্রথম গোলটা তো অবিশ্বাস্য। কৌশলগত দিক থেকে মেসির অ্যাসিস্টের কথা যদি বলেন, তবে আমি লুইস সুয়ারেজের সিজর গোলটা ফেবারিট হিসেবে ধরব।’
বার্সেলোনায় মেসি খেলেন প্রায় দুই দশক। কাতালান ক্লাবটিতে মেসি থাকা অবস্থায় কোচও ছিলেন মার্তিনো। সে সময় মেসির অনেক দুর্দান্ত পারফরম্যান্স তো তাঁর অজানা থাকার কথা নয়। পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণও করেছেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘মেসি বার্সেলোনায় অসাধারণ ম্যাচ খেলেছে। তখন আমি সেখানে ছিলাম। তবে আমার মনে পড়ে চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালের কথা। সে তখন একটা গোলও করতে পারেনি। মাঠের সেরা খেলোয়াড় ছিল সে। বার্সেলোনায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটা ম্যাচের কথা আমি মনে করতে পারি। ম্যাচটায় আমরা ২-০ গোলে হারতে বসেছিলাম। তারপর জিতলাম ৩-২ গোলে।’
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের আগে মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে তাঁর ১টি করে গোল ও অ্যাসিস্ট থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে।
আরও পড়ুন:
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৩ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৪ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৬ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৮ ঘণ্টা আগে