ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্সটা অম্লমধুর। ধারাবাহিকভাবে তারা জিততে পারছে না। বায়ার্নের কোচের পদে টমাস টুখেলের চাকরি যেন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথুসের মতে, বায়ার্ন আর টুখেলের মধ্যে কোনো একটা সমস্যা রয়েছে।
এবারের বুন্দেসলিগায় নিজেদের সবশেষ চার ম্যাচের মধ্য দুটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে বায়ার্ন। যার মধ্যে মাইনৎস ও ডার্মস্ট্যাড—এ দুই দলের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ ও ৫-২ গোলে। তবে বিশাল ব্যবধানে জয়ের ধারা টুর্নামেন্টে ধরে রাখতে পারেনি বায়ার্ন। ডর্টমুন্ড, হেডেনহেইম—দল দুটির বিপক্ষে নিজেদের সবশেষ দুই হেরেছে টুখেলের বায়ার্ন, যার মধ্যে গতকাল হেইডেনহেইমের বিপক্ষে হেরেছে ৩-২ গোলে। ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে বায়ার্ন। সমান ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লেভারকুসেন পয়েন্ট তালিকার শীর্ষে। ১৬ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগার শিরোপাজয় অনেকটাই অসম্ভব।
বুন্দেসলিগায় হেইডেনহেইমের বিপক্ষে অবশ্য প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। ৩৮ ও ৪৫ মিনিটে গোল দুটি করেন হ্যারি কেইন ও সার্জিও ন্যাব্রি। দ্বিতীয়ার্ধেই তালগোল পাকিয়ে বায়ার্ন হজম করে ৩ গোল। এই ম্যাচের পরই পরশু চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে বায়ার্ন। হেইডেনহেইমের কাছে হেরে যাওয়ায় মূলত খেপেছেন ম্যাথাউস। স্কাই স্পোর্টসকে জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘কিছু তো থাকতে হয় বাঁচানোর জন্য। তবে আমার মতে, টমাস টুখেল আর দলের মধ্যে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি হেইডেনহেইমের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকেন, সেখান থেকে আপনি পয়েন্ট হারাতে পারেন না। বিশেষ করে যেখানে সামনেই রয়েছে চ্যাম্পিয়নস লিগ।’
ম্যাথুস পরবর্তী ২৪ ঘণ্টায় কী ঘটতে যাচ্ছে, তা দেখতে মুখিয়ে আছেন। জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলেন, ‘রসায়নটা আর আগের মতো নেই। আগামী ২৪ ঘণ্টায় বায়ার্নে কী ঘটতে যাচ্ছে, তা দেখতে আমি খুব রোমাঞ্চিত। আমার মনে হচ্ছে, তারা অন্তর্বর্তীকালীন কোচের পথেই হাঁটবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
২৪ মিনিট আগেশিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। এই তো এ বছরের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। কদিন আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। চার ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
২ ঘণ্টা আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
৩ ঘণ্টা আগে