ক্রীড়া ডেস্ক
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে ব্যর্থ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আরেকবার স্বপ্নভঙ্গ পিএসজি সমর্থকদেরও। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এখন নেইমারদের সমালোচনায় সোচ্চার ফরাসি সংবাদমাধ্যমগুলো। দল হারলেও সবাই নিজেদের সেরাটা দিয়েছে বলেই মনে করেন নেইমার। পাশাপাশি জিততে না পারার হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
প্রথম লেগে ঘরের মাঠে সিটির কাছে হারার পর দ্বিতীয় লেগে জিততে মরিয়া ছিলেন নেইমার। ইতিহাদ থেকে জয় নিয়ে ফিরতে জান বাজি রাখার কথাও বলেছিলেন এই ব্রাজিলিয়ান। যদিও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ঘরে ফিরতে হয়েছে। আকর্ষণের কেন্দ্রে থাকায় ফরাসি সংবাদমাধ্যমের ক্ষোভটা নেইমারের উপর দিয়েই বেশি যাচ্ছে। ফরাসি দৈনিক লে প্যারিসিয়েন নেইমারকে উল্লেখ করে শিরোনাম করেছে, ‘মাথামোটা প্রতিভাবান।’
সাবেক পিএসজি খেলোয়াড় জেরমি রাথোন নেইমারের খেলার সমালোচনা করে বলছেন, ‘এটা ঠিক সে দুর্দান্ত প্রতিভাবান। কিন্তু ইতিহাদে পিএসজি তার সেরাটা পায়নি। প্রতিপক্ষ প্রতি দুই বলের একটি কেড়ে নিতে পেরেছে তার থেকে। সে উল্টো তরুণ খেলোয়াড় মিচেল বাকারের উপর দায় চাপাচ্ছে। এটা খুবই দৃষ্টিকটু।’
অন্যদিকে ইতিহাদে সর্তীথদের চেষ্টা গর্বিত করছে নেইমারকে। হারলেও সর্তীথদের খেলায় খুশি নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অবশ্যই কঠিন এবং হতাশার। কিন্তু আমরা নিজেদের সেরাটা দিয়েছি।’
ঢাকা: চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে ব্যর্থ প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আরেকবার স্বপ্নভঙ্গ পিএসজি সমর্থকদেরও। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এখন নেইমারদের সমালোচনায় সোচ্চার ফরাসি সংবাদমাধ্যমগুলো। দল হারলেও সবাই নিজেদের সেরাটা দিয়েছে বলেই মনে করেন নেইমার। পাশাপাশি জিততে না পারার হতাশাও ব্যক্ত করেছেন তিনি।
প্রথম লেগে ঘরের মাঠে সিটির কাছে হারার পর দ্বিতীয় লেগে জিততে মরিয়া ছিলেন নেইমার। ইতিহাদ থেকে জয় নিয়ে ফিরতে জান বাজি রাখার কথাও বলেছিলেন এই ব্রাজিলিয়ান। যদিও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ঘরে ফিরতে হয়েছে। আকর্ষণের কেন্দ্রে থাকায় ফরাসি সংবাদমাধ্যমের ক্ষোভটা নেইমারের উপর দিয়েই বেশি যাচ্ছে। ফরাসি দৈনিক লে প্যারিসিয়েন নেইমারকে উল্লেখ করে শিরোনাম করেছে, ‘মাথামোটা প্রতিভাবান।’
সাবেক পিএসজি খেলোয়াড় জেরমি রাথোন নেইমারের খেলার সমালোচনা করে বলছেন, ‘এটা ঠিক সে দুর্দান্ত প্রতিভাবান। কিন্তু ইতিহাদে পিএসজি তার সেরাটা পায়নি। প্রতিপক্ষ প্রতি দুই বলের একটি কেড়ে নিতে পেরেছে তার থেকে। সে উল্টো তরুণ খেলোয়াড় মিচেল বাকারের উপর দায় চাপাচ্ছে। এটা খুবই দৃষ্টিকটু।’
অন্যদিকে ইতিহাদে সর্তীথদের চেষ্টা গর্বিত করছে নেইমারকে। হারলেও সর্তীথদের খেলায় খুশি নেইমার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এটা অবশ্যই কঠিন এবং হতাশার। কিন্তু আমরা নিজেদের সেরাটা দিয়েছি।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৬ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৭ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৭ ঘণ্টা আগে