ক্রীড়া ডেস্ক
কোনো রাখঢাক নয়; লিওনেল মেসি জানিয়ে দিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ। সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে কথোপকথনকালে আর্জেন্টাইন সুপারস্টার জানান, ২০২২ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি। মেসি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ—নিশ্চিত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
বয়স হয়ে গেছে ৩৫। আরেকটি বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯। তবে তাঁর আগেই থামতে চান তিনি। এ প্রসঙ্গে এলএমটেন বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত দিন গুনছি। সত্য হলো, অল্প উদ্বিগ্নও। এটাই আমার শেষ। এক অর্থে, বিশ্বকাপের জন্য আমার অপেক্ষার তর সইছে। তবে তা ভালোভাবে শেষ করার জন্য আমি মরিয়া।’
২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি মেসির। এবারও ফেবারিটদের তালিকায় আর্জেন্টিনা। শেষ দুই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ও পেয়েছে লিওনেল স্কালোনির দল। এ ব্যাপারে মেসি বলেন, ‘আমাদের এখন খুব ভালো সময় যাচ্ছে। তবে বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে।’
অবশ্য নিজেদের ফেবারিটদের তালিকায় রাখতে চান না মেসি, ‘জানি না, আমরা ফেবারিট কিনা। তবে আর্জেন্টিনা সব সময় বিশ্বকাপ ইতিহাসের সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় থাকে। আমরা ফেবারিট নই। আমি মনে করি, আমাদের চেয়েও সেরা দল আছে।’
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। জাতীয় দল ও ক্লাবের জার্সিতেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন পিএসজি ফরোয়ার্ড। স্বাভাবিকভাবে মরুর বুকের বিশ্বকাপেও তাঁর এমন পারফরম্যান্স দেখতে চাইবেন ভক্তরা। লা আলবিসেলেস্তেরা কাতারে যাবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে। ২০১৯ সালের পর থেকে হারেনি তারা।
মেসি কি পারবেন নিজের শেষ বিশ্বকাপে অধরা শিরোপাটা হাতে নিতে? ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে না হারলে সেই শূন্যতা পূরণ হতো তাঁর। পেশাদারি ক্যারিয়ারে সবকিছু জিতেছেন তিনি। কিন্তু আর্জেন্টিনাকে এনে দিতে পারেননি বিশ্বকাপ। গত বছর অবশ্য ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে স্বদেশিদের দুঃখ কিছুটা হলেও ভুলিয়েছেন।
কোনো রাখঢাক নয়; লিওনেল মেসি জানিয়ে দিলেন কাতারই তাঁর শেষ বিশ্বকাপ। সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে কথোপকথনকালে আর্জেন্টাইন সুপারস্টার জানান, ২০২২ বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপ খেলবেন না তিনি। মেসি বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ—নিশ্চিত। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
বয়স হয়ে গেছে ৩৫। আরেকটি বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হয়ে যাবে ৩৯। তবে তাঁর আগেই থামতে চান তিনি। এ প্রসঙ্গে এলএমটেন বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত দিন গুনছি। সত্য হলো, অল্প উদ্বিগ্নও। এটাই আমার শেষ। এক অর্থে, বিশ্বকাপের জন্য আমার অপেক্ষার তর সইছে। তবে তা ভালোভাবে শেষ করার জন্য আমি মরিয়া।’
২০১৪ বিশ্বকাপে খুব কাছে গিয়েও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি মেসির। এবারও ফেবারিটদের তালিকায় আর্জেন্টিনা। শেষ দুই প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ও পেয়েছে লিওনেল স্কালোনির দল। এ ব্যাপারে মেসি বলেন, ‘আমাদের এখন খুব ভালো সময় যাচ্ছে। তবে বিশ্বকাপে যেকোনো কিছুই ঘটতে পারে।’
অবশ্য নিজেদের ফেবারিটদের তালিকায় রাখতে চান না মেসি, ‘জানি না, আমরা ফেবারিট কিনা। তবে আর্জেন্টিনা সব সময় বিশ্বকাপ ইতিহাসের সম্ভাব্য শিরোপাজয়ীর তালিকায় থাকে। আমরা ফেবারিট নই। আমি মনে করি, আমাদের চেয়েও সেরা দল আছে।’
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। জাতীয় দল ও ক্লাবের জার্সিতেও নিয়মিত গোলের দেখা পাচ্ছেন পিএসজি ফরোয়ার্ড। স্বাভাবিকভাবে মরুর বুকের বিশ্বকাপেও তাঁর এমন পারফরম্যান্স দেখতে চাইবেন ভক্তরা। লা আলবিসেলেস্তেরা কাতারে যাবে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে। ২০১৯ সালের পর থেকে হারেনি তারা।
মেসি কি পারবেন নিজের শেষ বিশ্বকাপে অধরা শিরোপাটা হাতে নিতে? ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে না হারলে সেই শূন্যতা পূরণ হতো তাঁর। পেশাদারি ক্যারিয়ারে সবকিছু জিতেছেন তিনি। কিন্তু আর্জেন্টিনাকে এনে দিতে পারেননি বিশ্বকাপ। গত বছর অবশ্য ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতে স্বদেশিদের দুঃখ কিছুটা হলেও ভুলিয়েছেন।
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৮ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৯ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১১ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১৩ ঘণ্টা আগে