নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি আনিসুর রহমান জিকো। ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। দুজনেই চোটের সঙ্গে লড়াই করছিলেন।
বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকান্ডের পর কিছুটা ছন্দহীন ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ঠিকই। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলে নেননি জিকোকে। ২৬ সদস্যের বাংলাদেশ দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ফিলিস্তিনের বিপক্ষে চলতি মার্চে দুই ম্যাচেই মিতুলকে দিয়ে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে মিতুল ব্যথা পাওয়ার পর জিকোকে না নামিয়ে শ্রাবণকে নামানো হয়। শ্রাবণ গোল হজম করায় বাংলাদেশ ০-১ গোলে হারে।
আক্রমণভাগে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা এবার দলে ডাক পাননি। মোরসালিনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল। মাঝমাঠের আক্রমণে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, দুই সোহেল রানাসহ ছয় জন। তবে কার্ড জটিলতায় মিডফিল্ডার মজিবুর রহমান জনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। শেষ ম্যাচে লেবাননের জন্য রাখা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে থাকবেন জনি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ঘটনা অবিকল জনির মতো।
৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। লেবাননের বিপক্ষে ম্যাচটি ১১ জুন বাংলাদেশ খেলবে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন
রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা
মাঝমাঠ: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি
আক্রমণভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল
বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দলে জায়গা পাননি আনিসুর রহমান জিকো। ফিরেছেন শেখ মোরসালিন ও তারিক কাজী। দুজনেই চোটের সঙ্গে লড়াই করছিলেন।
বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো মদকান্ডের পর কিছুটা ছন্দহীন ছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন ঠিকই। অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে দুই ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা দলে নেননি জিকোকে। ২৬ সদস্যের বাংলাদেশ দলে আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। ফিলিস্তিনের বিপক্ষে চলতি মার্চে দুই ম্যাচেই মিতুলকে দিয়ে শুরু করে বাংলাদেশ। ঘরের মাঠে মিতুল ব্যথা পাওয়ার পর জিকোকে না নামিয়ে শ্রাবণকে নামানো হয়। শ্রাবণ গোল হজম করায় বাংলাদেশ ০-১ গোলে হারে।
আক্রমণভাগে এসেছে বেশ কিছু পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা এবার দলে ডাক পাননি। মোরসালিনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম ও রাব্বি হোসেন রাহুল। মাঝমাঠের আক্রমণে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া, দুই সোহেল রানাসহ ছয় জন। তবে কার্ড জটিলতায় মিডফিল্ডার মজিবুর রহমান জনি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না। শেষ ম্যাচে লেবাননের জন্য রাখা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়া ম্যাচের আগে অনুশীলনে থাকবেন জনি। ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ঘটনা অবিকল জনির মতো।
৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচটি হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। লেবাননের বিপক্ষে ম্যাচটি ১১ জুন বাংলাদেশ খেলবে জসিম বিন হাম্মাদ স্টেডিয়ামে।
অস্ট্রেলিয়া ও লেবানন ম্যাচের জন্য বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন
রক্ষণভাগ: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক কাজী, রহমত মিয়া, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা
মাঝমাঠ: সোহেল রানা, হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূইয়া, কাজেম শাহ কিরমানি
আক্রমণভাগ: শেখ মোরসালিন, রাকিব হোসেন, আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
২৮ মিনিট আগে২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলে একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
১ ঘণ্টা আগেট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
২ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
৩ ঘণ্টা আগে