ক্রীড়া ডেস্ক
বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বছরটা মোটেও ভালো কাটছে না নেইমার জুনিয়রের। মৌসুমের শেষ দিকে তো তাঁর জীবন দুর্বিষহ করে তুলেছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সমর্থকরা। তাতে হতাশ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। সরাসরি বলে দিয়েছেন, দুয়ো শুনতে শুনতে বিরক্তি ধরে গেছে তাঁর। জাতীয় দলে অবশ্য ছবিটা ভিন্ন। নেইমারকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছেন ব্রাজিলের সমর্থকেরা।
এই সমর্থনই পিএসজি স্ট্রাইকারের অনুপ্রেরণার বড় উৎস। নেইমার এখন স্বপ্ন দেখছেন কাতার বিশ্বকাপ জয়ের। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে ফেবারিটের তালিকায়ও তাঁর ব্রাজিল আছে ওপরের দিকে। সেলেকাওরাও আছে দুরন্ত ফর্মে। সবশেষ ১৭ ম্যাচের ১৪টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তিতের দল।
কাতার ফুটবলের মহা উৎসব হতে যাচ্ছে নেইমারের তৃতীয় বিশ্বকাপ। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও স্বপ্ন পূরণ হয়নি তাঁর। এবার নিজের এবং সেলেকাওদের স্বপ্ন পূরণ করতে চান পিএসজি সুপারস্টার। শুক্রবার ফ্ল্যামেঙ্গো খেলোয়াড় ডিয়েগো রিবাসের সঙ্গে ভার্চুয়াল আলাপকালে এমনটাই বলেছেন নেইমার, ‘বিশ্বকাপ শিরোপা জিতে আমি ২০২২ সাল শেষ করতে চাই।’
নেইমার অবশ্য এই মৌসুম শেষ করতে চেয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে। কিন্তু নকআউট পর্বের শুরুতেই রিয়াল মাদ্রিদের হাত ধরে বিদায় নিতে হয় তাঁর দল পিএসজিকে। সেই হতাশা চেপে রাখেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বলেছেন, ‘আমি সত্যিই এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পারিনি।’
ক্লাব মৌসুমের হতাশা নেইমারকে ভুলিয়ে দিতে পারে জাতীয় দলের সাফল্য। এই সাফল্যের জন্য জীবন দিতেও প্রস্তুত আছেন পিএসজি তারকা। নেইমার বলেছেন, ‘আমি এখন শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হচ্ছি বিশ্বকাপের জন্য। আমি এটার (শিরোপা) জন্য জীবন দিয়ে দেব। আমি আরও দুবার বিশ্বকাপ খেলেছি এবং এখন বুঝতে পারছি কীভাবে কী করতে হবে। আপনি যদি প্রস্তুত না থাকেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কাজেই আমি এটা থেকে দূরে থাকতে পারি না।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষের ম্যাচ দিয়ে স্বপ্নযাত্রা শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বের অন্য দুই ম্যাচে সেলেকাওদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
৩ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩ ঘণ্টা আগে