ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮ দিন। টুর্নামেন্টটিকে ঘিরে সারা বিশ্বে শুরু হবে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা। আর অংশগ্রহণকারী দলগুলো নামবে বিশ্বকাপের ট্রফি জয়ের আশায়। ফুটবলারদের কাছে বিশ্বকাপ জয় একটি আরাধ্য স্বপ্ন। তবে সবার ভাগ্যে থাকে না এটিতে চুমু এঁকে দেওয়ার। যেমন পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও।
ব্রাজিল বিশ্বকাপে স্বপ্ন পূরণের হাত ছোঁয়া দূরত্বে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। সে সময় কতটা হতাশ হয়েছিলেন তা জানিয়েছিলেন সাবেক এজেন্ট ফ্যাবিয়ান সোলদিনিকে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের হার আর্জেন্টাইন তারকা এক বছর ঘুমাতে দেননি এমনটি জানিয়েছেন সোলদিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবোয়েকে এমনটিই জানিয়েছেন মেসির সাবেক এই এজেন্ট।
সোলদিনি বলেছেন, ‘আমাদের বিচ্ছেদের ১০ বছর পর তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। তখন সে আমাকে বলেছিল ‘ফ্যাবি, এক বছর ধরে ব্রাজিলের ফাইনালের কথা ভেবে রাত জেগে আছি। আমি ঘুমাতে পারি না। বলা যায়, বিশ্বকাপটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।’
ফাইনালের পরাজয়টা কেন মেসিকে এতটা প্রভাবিত করেছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোলদিনি। তিনি বলেছেন, ‘এটি ছিল তার ভালোবাসা। সে জাতীয় দলকে ভালোবাসত। বার্সেলোনা বা নিউওয়ে’সের প্রতি ছিল না। শুধু আর্জেন্টিনার প্রতি ছিল। তার পরম ভালোবাসা ছিল জাতীয় দল।’
২০০৫ সালে কিছু মতপার্থক্যের কারণে মেসির সঙ্গে সোলদিনির পেশাগত সম্পর্ক ছিন্ন হয়। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনো চমৎকার বজায় রয়েছে। এবারের বিশ্বকাপেই শেষ এমনটি কিছুদিন আগে জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিশ্চয়ই শেষ সুযোগটা দুর্দান্তভাবেই কাজে লাগাতে চাইবেন ফুটবল জাদুকর। তবে আরাধ্য স্বপ্নটা পূরণ করতে পারবেন কি না মেসি তা সময় হলেই জানা যাবে।
লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:
কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৮ দিন। টুর্নামেন্টটিকে ঘিরে সারা বিশ্বে শুরু হবে সমর্থকদের মধ্যে তুমুল উন্মাদনা। আর অংশগ্রহণকারী দলগুলো নামবে বিশ্বকাপের ট্রফি জয়ের আশায়। ফুটবলারদের কাছে বিশ্বকাপ জয় একটি আরাধ্য স্বপ্ন। তবে সবার ভাগ্যে থাকে না এটিতে চুমু এঁকে দেওয়ার। যেমন পারেননি সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও।
ব্রাজিল বিশ্বকাপে স্বপ্ন পূরণের হাত ছোঁয়া দূরত্বে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে মেসিকে। সে সময় কতটা হতাশ হয়েছিলেন তা জানিয়েছিলেন সাবেক এজেন্ট ফ্যাবিয়ান সোলদিনিকে। ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলের হার আর্জেন্টাইন তারকা এক বছর ঘুমাতে দেননি এমনটি জানিয়েছেন সোলদিনি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবোয়েকে এমনটিই জানিয়েছেন মেসির সাবেক এই এজেন্ট।
সোলদিনি বলেছেন, ‘আমাদের বিচ্ছেদের ১০ বছর পর তার সঙ্গে দেখা করতে বাসায় গিয়েছিলাম। তখন সে আমাকে বলেছিল ‘ফ্যাবি, এক বছর ধরে ব্রাজিলের ফাইনালের কথা ভেবে রাত জেগে আছি। আমি ঘুমাতে পারি না। বলা যায়, বিশ্বকাপটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল।’
ফাইনালের পরাজয়টা কেন মেসিকে এতটা প্রভাবিত করেছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোলদিনি। তিনি বলেছেন, ‘এটি ছিল তার ভালোবাসা। সে জাতীয় দলকে ভালোবাসত। বার্সেলোনা বা নিউওয়ে’সের প্রতি ছিল না। শুধু আর্জেন্টিনার প্রতি ছিল। তার পরম ভালোবাসা ছিল জাতীয় দল।’
২০০৫ সালে কিছু মতপার্থক্যের কারণে মেসির সঙ্গে সোলদিনির পেশাগত সম্পর্ক ছিন্ন হয়। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক এখনো চমৎকার বজায় রয়েছে। এবারের বিশ্বকাপেই শেষ এমনটি কিছুদিন আগে জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিশ্চয়ই শেষ সুযোগটা দুর্দান্তভাবেই কাজে লাগাতে চাইবেন ফুটবল জাদুকর। তবে আরাধ্য স্বপ্নটা পূরণ করতে পারবেন কি না মেসি তা সময় হলেই জানা যাবে।
লিওনেল মেসি সম্পর্কিত আরও পড়ুন:
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৬ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৭ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৯ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১১ ঘণ্টা আগে