ক্রীড়া ডেস্ক
ব্রাজিলিয়ান সমর্থকদের ওপর বেশ চটেছেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে কিছু ব্রাজিল সমর্থক চাইছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক। সমর্থকদের একটা অংশের আশা, মেসির হাতেই উঠুক কোপার শিরোপা।
নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের এমন চাওয়া কোনোভাবেই মানতে পারছেন না নেইমার। সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সব সময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করব না। যদি তারা (ব্রাজিল) খেলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কিংবা অন্য যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক।’
নিজের দেশের ব্যাপারে নেইমারের অবস্থান শক্ত। যেকোনো পরিস্থিতিতেই তিনি সব সময় দেশের পক্ষে। অন্য ব্রাজিলিয়ানরা কে কীভাবে এটা দেখে, সেটি নিয়ে ভাবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় যদি ব্রাজিল থাকে, আমি সব সময়ই ব্রাজিলের পক্ষে। আমার মতো আর সব ব্রাজিলিয়ান কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।'
অন্যের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের প্রতি সম্মান আছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘তবু তাদের (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে অবস্থান যারা নেয়) আমি সম্মান করব। আগেও তাদের কখনো অসম্মান করিনি। তবে এটাও ঠিক, তাদের এই বিষয়টি আমি কখনই মানব না। সব সময় আমার অবস্থান থাকবে তাদের বিরুদ্ধেই।’
ব্রাজিলিয়ান সমর্থকদের ওপর বেশ চটেছেন নেইমার। কোপা আমেরিকার ফাইনালে কিছু ব্রাজিল সমর্থক চাইছেন, আর্জেন্টিনাই শিরোপা জিতুক। সমর্থকদের একটা অংশের আশা, মেসির হাতেই উঠুক কোপার শিরোপা।
নিজ দেশ ফাইনালে উঠলেও ব্রাজিল সমর্থকদের এমন চাওয়া কোনোভাবেই মানতে পারছেন না নেইমার। সমর্থকদের উদ্দেশে ইনস্টাগ্রামে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘আমি একজন ব্রাজিলিয়ান, এটা আমার কাছে অনেক গর্বের ও ভালোবাসার। আমার সব সময় স্বপ্ন ছিল ব্রাজিল জাতীয় দলের খেলা। আমি কখনোই (ব্রাজিলের) বিরুদ্ধে অবস্থান করিনি কিংবা করব না। যদি তারা (ব্রাজিল) খেলায়, মডেলিং প্রতিযোগিতায়, অস্কারে কিংবা অন্য যেখানেই প্রতিদ্বন্দ্বিতা করুক।’
নিজের দেশের ব্যাপারে নেইমারের অবস্থান শক্ত। যেকোনো পরিস্থিতিতেই তিনি সব সময় দেশের পক্ষে। অন্য ব্রাজিলিয়ানরা কে কীভাবে এটা দেখে, সেটি নিয়ে ভাবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘যেকোনো প্রতিযোগিতায় যদি ব্রাজিল থাকে, আমি সব সময়ই ব্রাজিলের পক্ষে। আমার মতো আর সব ব্রাজিলিয়ান কি বিষয়টাকে অন্যভাবে দেখেন? ঠিক আছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়।'
অন্যের পছন্দ-অপছন্দ নিয়ে অসন্তুষ্টি থাকলেও তাদের প্রতি সম্মান আছে নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছেন, ‘তবু তাদের (ব্রাজিলিয়ান হয়েও ব্রাজিলের বিপক্ষে অবস্থান যারা নেয়) আমি সম্মান করব। আগেও তাদের কখনো অসম্মান করিনি। তবে এটাও ঠিক, তাদের এই বিষয়টি আমি কখনই মানব না। সব সময় আমার অবস্থান থাকবে তাদের বিরুদ্ধেই।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৩ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৪ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৪ ঘণ্টা আগে