ক্রীড়া ডেস্ক
ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে ব্রাজিলের ঘরোয়া যুব ফুটবলে গত রাতে যা ঘটে গেল, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
সাও পাওলো-পালমেইরাস ম্যাচের তখন ৫০ মিনিট চলছিল। ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুদলের খেলোয়াড়েরা তর্কে জড়িয়ে যান। এমন সময় ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সাও পাওলোর এক উত্তেজিত সমর্থক।
নিজেদের দলের বিপক্ষে পালমেইরাসের ১-০ গোলে এগিয়ে থাকা ভালোভাবে নিতে পারেনি সমর্থকেরা। মাঠের উত্তেজনা তাই ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পালমেইরাস ফুটবলারদের ওপর চড়াও হতে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সেই খ্যাপাটে দর্শক।
উত্তেজনাপূর্ণ ম্যাচটি অবশ্য ২-০ গোলে জিতেছে পালমেইরাস। তবে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ওই দর্শকের কাণ্ড।
গ্যালারি থেকে আচমকা মাঠে ঢুকে ছুরি আতঙ্ক ছড়ানো, পালমেইরাস ফুটবলারের ওপরচড়াও হওয়ার জেরে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ রাখেন রেফারি। সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পালমেইরাস ফুটবলাররা।
হামলার চেষ্টা চালানো ওই দর্শককে আটক করে পুলিশ। এ ব্যাপারে ব্রাজিলের ক্রীড়া অপরাধ দমন পুলিশের কর্মকর্তা সিজার সাদ বলেছেন, ‘মাঠের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখছি সে কীভাবে ছুরি নিয়ে মাঠে ঢুকল। সব কিছুই তদন্ত করে বের করা হবে।’
ম্যাচ চলাকালীন মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। তবে ব্রাজিলের ঘরোয়া যুব ফুটবলে গত রাতে যা ঘটে গেল, তা একেবারেই অনাকাঙ্ক্ষিত।
সাও পাওলো-পালমেইরাস ম্যাচের তখন ৫০ মিনিট চলছিল। ডি-বক্সের ভেতরে ফাউল নিয়ে দুদলের খেলোয়াড়েরা তর্কে জড়িয়ে যান। এমন সময় ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সাও পাওলোর এক উত্তেজিত সমর্থক।
নিজেদের দলের বিপক্ষে পালমেইরাসের ১-০ গোলে এগিয়ে থাকা ভালোভাবে নিতে পারেনি সমর্থকেরা। মাঠের উত্তেজনা তাই ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পালমেইরাস ফুটবলারদের ওপর চড়াও হতে ছুরি নিয়ে মাঠে ঢুকে পড়েন সেই খ্যাপাটে দর্শক।
উত্তেজনাপূর্ণ ম্যাচটি অবশ্য ২-০ গোলে জিতেছে পালমেইরাস। তবে ফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন ওই দর্শকের কাণ্ড।
গ্যালারি থেকে আচমকা মাঠে ঢুকে ছুরি আতঙ্ক ছড়ানো, পালমেইরাস ফুটবলারের ওপরচড়াও হওয়ার জেরে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ রাখেন রেফারি। সাও পাওলোর ফুটবলার ও ম্যাচ অফিসিয়ালরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পালমেইরাস ফুটবলাররা।
হামলার চেষ্টা চালানো ওই দর্শককে আটক করে পুলিশ। এ ব্যাপারে ব্রাজিলের ক্রীড়া অপরাধ দমন পুলিশের কর্মকর্তা সিজার সাদ বলেছেন, ‘মাঠের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখছি সে কীভাবে ছুরি নিয়ে মাঠে ঢুকল। সব কিছুই তদন্ত করে বের করা হবে।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
২৮ মিনিট আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
২ ঘণ্টা আগে