ক্রীড়া ডেস্ক
ঢাকা: ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরে কিলিয়ান এমবাপ্পেকে আনতেও ১৮০ মিলিয়ন ইউরো খরচ করেছিল ফরাসি এই ক্লাবটি। তবে যে আশায় তাঁদের প্যারিসে আনা হয়েছিল চার বছরেও তা পূরণ হয়নি। জেতা হয়নি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ। তবু এই দুই তারকাকে ছাড়তে নারাজ পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। উল্টো আরও তারকা দলে ভেড়ানোর কাজ করছেন কাতারের এই ধনকুবের। সম্প্রতি ছিনিয়ে এনেছেন বার্সেলোনার লক্ষ্যে থাকা ডাচ মিডফিল্ডার গিনি ভিনালদামকে। স্প্যানিশ সংবাদমাধ্যম খেলাইফিকে এখন দলবদলের বাজারের ‘ত্রাস’ হিসাবে অভিহিত করেছে।
ইতিমধ্যে মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি নবায়নের পর লক্ষ্যে এবার এমবাপ্পে। ক্লাব সভাপতি খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পেকে রাখতে সর্বোচ্চ চেষ্টাই তাঁরা করবে। একই সঙ্গে তিনি মনে করেন এমবাপ্পে পিএসজিতেই থাকবেন, ‘এটা পরিষ্কার এমবাপ্পে প্যারিসেই থাকছে। আমরা তাকে ছাড়ব না। আর সে তো কখনই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। এখানে তার যা দরকার সবই পাচ্ছে আর কোথায় যাবে? কোন ক্লাবেই বা যাবে?’
এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে খেলাইফি বেশ আশাবাদী। খুব দ্রুত নতুন চুক্তির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেছেন, ‘সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আশা করি আমরা তার (এমবাপ্পে) সঙ্গে চুক্তি নবায়ন করতে পারব। এটা প্যারিস, তার শহর। এমবাপ্পের নিজেরও একটা উদ্দেশ আছে। সেটি শুধু ফুটবল খেলা নয়, তার নিজের দেশের লিগকে আরও ওপরে তোলা।।’
সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছে পিএসজি। সঙ্গে হাতছাড়া করেছে লিগ শিরোপাও। তার আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা স্বাদ পায়নি ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমে তাই আরও আটঘাট বেঁধে নেমেছেন খেলাইফি।
ঢাকা: ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে নেইমারকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। পরে কিলিয়ান এমবাপ্পেকে আনতেও ১৮০ মিলিয়ন ইউরো খরচ করেছিল ফরাসি এই ক্লাবটি। তবে যে আশায় তাঁদের প্যারিসে আনা হয়েছিল চার বছরেও তা পূরণ হয়নি। জেতা হয়নি কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ। তবু এই দুই তারকাকে ছাড়তে নারাজ পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। উল্টো আরও তারকা দলে ভেড়ানোর কাজ করছেন কাতারের এই ধনকুবের। সম্প্রতি ছিনিয়ে এনেছেন বার্সেলোনার লক্ষ্যে থাকা ডাচ মিডফিল্ডার গিনি ভিনালদামকে। স্প্যানিশ সংবাদমাধ্যম খেলাইফিকে এখন দলবদলের বাজারের ‘ত্রাস’ হিসাবে অভিহিত করেছে।
ইতিমধ্যে মেয়াদ শেষ হওয়ার আগেই নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি নবায়নের পর লক্ষ্যে এবার এমবাপ্পে। ক্লাব সভাপতি খেলাইফি জানিয়েছেন, এমবাপ্পেকে রাখতে সর্বোচ্চ চেষ্টাই তাঁরা করবে। একই সঙ্গে তিনি মনে করেন এমবাপ্পে পিএসজিতেই থাকবেন, ‘এটা পরিষ্কার এমবাপ্পে প্যারিসেই থাকছে। আমরা তাকে ছাড়ব না। আর সে তো কখনই ফ্রি ট্রান্সফারে ক্লাব ছাড়বে না। এখানে তার যা দরকার সবই পাচ্ছে আর কোথায় যাবে? কোন ক্লাবেই বা যাবে?’
এমবাপ্পের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে খেলাইফি বেশ আশাবাদী। খুব দ্রুত নতুন চুক্তির হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বলেছেন, ‘সব মিলিয়ে ভালোই যাচ্ছে। আশা করি আমরা তার (এমবাপ্পে) সঙ্গে চুক্তি নবায়ন করতে পারব। এটা প্যারিস, তার শহর। এমবাপ্পের নিজেরও একটা উদ্দেশ আছে। সেটি শুধু ফুটবল খেলা নয়, তার নিজের দেশের লিগকে আরও ওপরে তোলা।।’
সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হেরেছে পিএসজি। সঙ্গে হাতছাড়া করেছে লিগ শিরোপাও। তার আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও শিরোপা স্বাদ পায়নি ফরাসি জায়ান্টরা। নতুন মৌসুমে তাই আরও আটঘাট বেঁধে নেমেছেন খেলাইফি।
দুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
১৩ মিনিট আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
৪০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১ ঘণ্টা আগেহঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
১ ঘণ্টা আগে