ক্রীড়া ডেস্ক
ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’
প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’
ঢাকা : জয় দিয়ে কোপা শুরু করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচে এখন পর্যন্ত এক জয়, এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে লিওনেল মেসিরা। এ দুই ম্যাচের ৪ পয়েন্টেই বড় অবদান আছে মেসির । তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মতে, আর্জেন্টাইন অধিনায়কের এই অবদানটা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনির কণ্ঠে মেসি–বন্দনা। স্কালোনি মনে করেন, মেসি শুধু মাঠে নয়, মাঠের বাইরেও দারুণভাবে দল সামলে নিতে পারেন। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মাঠে মেসির নেতৃত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর মাঠের বাইরেও মেসি অসাধারণ এক চরিত্র। তাই খেলার বাইরে দলকে ভালোভাবে আগলে রাখতে পারে। আর এ কাজটা সে সব সময় করে আসছে।’
প্রথম ম্যাচে মেসির গোলে হার এড়িয়েছিল আর্জেন্টিনা। আর দ্বিতীয় ম্যাচে গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন মেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাই মেসির কাছে কোচের প্রত্যাশা থাকাটা অনুমেয়। তবে স্কালোনি অবশ্য প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না, ‘প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ, এটা সবাই জানে। আর মাঠে ওরা প্রতিপক্ষকে স্বস্তিতে থাকতে দেয় না। এদোয়ার্দো বেরিজ্জোর অধীনে ওরা দারুণ দল। আর্জেন্টাইন বেরিজ্জোও কোচ হিসেবে অসাধারণ।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১১ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১২ ঘণ্টা আগে