ক্রীড়া ডেস্ক, ঢাকা
গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।
ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই।
ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।
গত রাতে লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বিপক্ষে রেঁসের ম্যাচে সব আলো কেড়ে নেন লিওনেল মেসি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি, গোলও করেননি। তবু মধ্যমণি আর্জেন্টাইন মহাতারকা। যেখানে প্রতিপক্ষের গোলরক্ষকও মেসির গুণমুগ্ধ ভক্ত। ম্যাচ শেষে মেসির কোলে ছেলেকে তুলে দেন রেঁসের গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। সেই ছবিটিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে রেঁসের বিপক্ষে ম্যাচটি পিএসজি জিতেছে ২-০ গোলে। তবে সব ছাপিয়ে ম্যাচের শুরু থেকেই সবাই ক্ষণগননা করছিলেন মেসি কখন মাঠে নামবেন। ৬৬ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নামলে সেই অপেক্ষার প্রহর ফুরোয় ভক্তদের। তবে ভক্তদের চেয়েও বেশি রোমাঞ্চ বোধ হয় ছুঁয়ে গেছে প্রতিপক্ষ রেঁস খেলোয়াড়দের। সবাই লাইন ধরে ছবি তোলেন মেসির সঙ্গে। তবে গোলরক্ষক রাইকোভিচ অবশ্য একধাপ এগিয়ে ছিলেন! রেঁসের এই সার্বিয়ান গোলরক্ষক নিজে মেসির বড় ভক্ত।
ম্যাচ শেষে রাইকোভিচ ছুটে যান মেসির কাছে। সঙ্গে করে নেন ছেলেকেও। ছেলেকে মেসির কোলে তুলে দিয়ে আবদার করে বসেন ছবি তোলার। মেসিও হাসিমুখে রাইকোভিচের ছেলেকে কোলে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। মুঠোফোনে ফ্রেমবন্দী করেন রাইকোভিচ নিজেই।
ছবিটি পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন রাইকোভিচের স্ত্রী অ্যানা। ক্যাপশনে লেখেন, ‘ধন্যবাদ লিওনেল মেসি’। রাইকোভিচের স্ত্রী অ্যানাও মেসির বড় ভক্ত।
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৫ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৩২ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে