ক্রীড়া ডেস্ক
কদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোনালদোর প্রেমিকার জর্জিনা রদ্রিগেজের জীবনীভিত্তিক ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। সেই সিরিজের একটি অংশে জর্জিনাকে দেখা গেছে রোনালদোর ২০০ কোটি মূল্যের গাড়ির গ্যারেজে। কয়েক সেকেন্ডের সেই ক্লিপসটিতে দেখা মেলা গাড়িগুলো যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সানস্পোর্টসের মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে দেখা গেছে রোনালদোর বিলাসবহুল সেই গাড়িগুলো সারিবদ্ধ সাজানো আছে। ভিডিওর একটি অংশে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে পাঁচটি গাড়ি। সেই গাড়ি পাঁচটি ছিল বুগাত্তি চিরন। যাঁর মুল্য ২ মিলিয়ন পাউন্ড। পরের গাড়িটি ছিল ৫ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও। সারির তিন নম্বর গাড়িটি ম্যাকলারেন সেনা। এই গাড়িটির মূল্য ৭ লাখ ৫০ হাজার পাউন্ড।
এই সারির পরের দুটো গাড়ি রোলস রয়েসের। যেখানে একটি হচ্ছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড, যার মূল্য ৫ লাখ পাউন্ড। আর অন্য গাড়িটি ছিল রোলস-রয়েস কালিনান। এই গাড়ির দাম ৩ লাখ পাউন্ড।
অন্য পাশে দেখা যায় এক সারিতে দাঁড় করানো বেশ কিছু সুপারকার। এই পাশেও রয়েছে একটি বুগাত্তি, যেটির বাজার দর ১.৫ মিলিয়ন পাউন্ড। সেই সারিতে আছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের একটা লাম্বোরগিনিও। এ ছাড়া আরেক জায়গায় দেখা গেছে বিলাসবহুল মার্সিডিজও।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত আরও পড়ুন:
কদিন আগেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোনালদোর প্রেমিকার জর্জিনা রদ্রিগেজের জীবনীভিত্তিক ডকু-সিরিজ ‘আই এম জর্জিনা’। সেই সিরিজের একটি অংশে জর্জিনাকে দেখা গেছে রোনালদোর ২০০ কোটি মূল্যের গাড়ির গ্যারেজে। কয়েক সেকেন্ডের সেই ক্লিপসটিতে দেখা মেলা গাড়িগুলো যে কাউকে তাক লাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
সানস্পোর্টসের মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটিতে দেখা গেছে রোনালদোর বিলাসবহুল সেই গাড়িগুলো সারিবদ্ধ সাজানো আছে। ভিডিওর একটি অংশে দেখা যায় সারিবদ্ধভাবে দাঁড়ানো আছে পাঁচটি গাড়ি। সেই গাড়ি পাঁচটি ছিল বুগাত্তি চিরন। যাঁর মুল্য ২ মিলিয়ন পাউন্ড। পরের গাড়িটি ছিল ৫ লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিও। সারির তিন নম্বর গাড়িটি ম্যাকলারেন সেনা। এই গাড়িটির মূল্য ৭ লাখ ৫০ হাজার পাউন্ড।
এই সারির পরের দুটো গাড়ি রোলস রয়েসের। যেখানে একটি হচ্ছে রোলস-রয়েস ফ্যান্টম ড্রপহেড, যার মূল্য ৫ লাখ পাউন্ড। আর অন্য গাড়িটি ছিল রোলস-রয়েস কালিনান। এই গাড়ির দাম ৩ লাখ পাউন্ড।
অন্য পাশে দেখা যায় এক সারিতে দাঁড় করানো বেশ কিছু সুপারকার। এই পাশেও রয়েছে একটি বুগাত্তি, যেটির বাজার দর ১.৫ মিলিয়ন পাউন্ড। সেই সারিতে আছে ২ লাখ ৭০ হাজার পাউন্ডের একটা লাম্বোরগিনিও। এ ছাড়া আরেক জায়গায় দেখা গেছে বিলাসবহুল মার্সিডিজও।
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কিত আরও পড়ুন:
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৮ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৯ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৯ ঘণ্টা আগে