ক্রীড়া ডেস্ক
সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা।
‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’
এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’
সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা।
‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’
এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৪৩ মিনিট আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩ ঘণ্টা আগে