নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ড সিরিজের আগে খেলার চেয়ে বেশি আলোচনায় সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি। দুদিন আগে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সামনে এনেছেন বিষয়গুলো। আজ টিম হোটেলে খেলোয়াড়, কোচিং স্টাফ, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও নির্বাচকদের সঙ্গে কথা বলার পর পাপন সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন একটি সিরিজের সামনে তিনি কেন ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন।
কেন তিনি একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর সামনে আনলেন, সেটির ব্যাখ্যায় পাপন বললেন, ‘যে বিষয়টা সামনে এসেছে, মিডিয়ার এমন কেউ নেই, যারা জানে না। এত লোক আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছে। ভেতরের গুঞ্জন আমার ভালো লাগছিল না। একটা অস্বস্তিকর পরিবেশ সবার জন্যই। এটা এখানেই শেষ। এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই।’ পাপন আরও যোগ করেছেন, ‘এ প্রসঙ্গ নিয়ে এলাম যেন সামনে এসব নিয়ে কথা না হয়।’
কিন্তু সাকিব-তামিমের সম্পর্কের ফাটল কী নিয়ে, সেটি জানা নেই পাপনের। বিসিবি সভাপতি বললেন, ‘সমস্যাটা কী, সেটাই জানি না। সমস্যা জানলে পরিকল্পনা করতাম কীভাবে এগোনো যায়। দুজনই বলেছে, এটা খেলায় প্রভাব পড়বে না। অনেক দিন পর তারা (সিনিয়র ক্রিকেটাররা) এক সঙ্গে খেলছে। এবার দেখার সুযোগ হবে। মনে হয় না কোনো সমস্যা হবে। ওরা সবাই পরিণত, দলের ক্ষতি হবে এমন কিছু করবে না।’
আর বাংলাদেশ দলের গ্রুপিং নিয়ে পাপনের মন্তব্য হচ্ছে, ‘গ্রুপিং নিয়ে উত্তর এখন দেব না। একটা সিরিজ সামনে। তবে এ প্রশ্নের উত্তর দেব। সব সময় থাকে না। জাতীয় দলের খেলায় এটা কম পাবেন। জাতীয় দলে অপশন কী পাবেন। এর উত্তর পরে দেবে।’
আজ টিম হোটেলের বৈঠকে ছিলেন না সাকিব আল হাসান। পাপন বললেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। ওর নাকি কাজ আছে। বলল, আমি কি কাল দেখা করতে পারি? সে আমাকে বলেই নিয়েছে।’
ইংল্যান্ড সিরিজের আগে খেলার চেয়ে বেশি আলোচনায় সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি। দুদিন আগে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সামনে এনেছেন বিষয়গুলো। আজ টিম হোটেলে খেলোয়াড়, কোচিং স্টাফ, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও নির্বাচকদের সঙ্গে কথা বলার পর পাপন সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন একটি সিরিজের সামনে তিনি কেন ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন।
কেন তিনি একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর সামনে আনলেন, সেটির ব্যাখ্যায় পাপন বললেন, ‘যে বিষয়টা সামনে এসেছে, মিডিয়ার এমন কেউ নেই, যারা জানে না। এত লোক আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছে। ভেতরের গুঞ্জন আমার ভালো লাগছিল না। একটা অস্বস্তিকর পরিবেশ সবার জন্যই। এটা এখানেই শেষ। এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই।’ পাপন আরও যোগ করেছেন, ‘এ প্রসঙ্গ নিয়ে এলাম যেন সামনে এসব নিয়ে কথা না হয়।’
কিন্তু সাকিব-তামিমের সম্পর্কের ফাটল কী নিয়ে, সেটি জানা নেই পাপনের। বিসিবি সভাপতি বললেন, ‘সমস্যাটা কী, সেটাই জানি না। সমস্যা জানলে পরিকল্পনা করতাম কীভাবে এগোনো যায়। দুজনই বলেছে, এটা খেলায় প্রভাব পড়বে না। অনেক দিন পর তারা (সিনিয়র ক্রিকেটাররা) এক সঙ্গে খেলছে। এবার দেখার সুযোগ হবে। মনে হয় না কোনো সমস্যা হবে। ওরা সবাই পরিণত, দলের ক্ষতি হবে এমন কিছু করবে না।’
আর বাংলাদেশ দলের গ্রুপিং নিয়ে পাপনের মন্তব্য হচ্ছে, ‘গ্রুপিং নিয়ে উত্তর এখন দেব না। একটা সিরিজ সামনে। তবে এ প্রশ্নের উত্তর দেব। সব সময় থাকে না। জাতীয় দলের খেলায় এটা কম পাবেন। জাতীয় দলে অপশন কী পাবেন। এর উত্তর পরে দেবে।’
আজ টিম হোটেলের বৈঠকে ছিলেন না সাকিব আল হাসান। পাপন বললেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। ওর নাকি কাজ আছে। বলল, আমি কি কাল দেখা করতে পারি? সে আমাকে বলেই নিয়েছে।’
সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, কোথাও সাফল্যের দেখা পাচ্ছেন না মেসি গত ১ মাস ধরে। এরই মধ্যে ব্রাজিলের এক রেফারিকে শাসিয়ে নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
২৭ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এমনকি চোটে জর্জর ওয়েস্ট ইন্ডিজ শেষভাগে বাধ্য হয়ে এনেছে পরিবর্তনও। এই ‘বিরুদ্ধ’ পরিস্থিতিতেই জ্বলে উঠল ক্যারিবীয়রা। ভেঙে দিল ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড।
১ ঘণ্টা আগে২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১৩ ঘণ্টা আগে