ক্রীড়া ডেস্ক
প্রায় ১ বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল। সিলেটে আজ শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।
অধিনায়কত্বের পাশাপাশি প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। বাঁহাতি স্পিনার নাহিদা আকতার দলটির সহঅধিনায়ক। একাদশে ফিরেছেন সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। বোলিং আক্রমণে সুলতানার সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই তারকা পেসার রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাজানা সঞ্জীবনের।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), ইয়াসতিকা ভাটিকা (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব।
প্রায় ১ বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল। সিলেটে আজ শুরু হচ্ছে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর।
অধিনায়কত্বের পাশাপাশি প্রথম ম্যাচে বাংলাদেশের উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। বাঁহাতি স্পিনার নাহিদা আকতার দলটির সহঅধিনায়ক। একাদশে ফিরেছেন সোবহানা মোস্তারি ও সুলতানা খাতুন। সোবহানা, জ্যোতির পাশাপাশি দিলারা আকতার দোলা, মুর্শিদা খাতুন থাকছেন ব্যাটিং লাইন আপে। শেষের দিকে ঝড় তোলার জন্য আছেন স্বর্ণা আকতার। বোলিং আক্রমণে সুলতানার সঙ্গে থাকছেন ফাহিমা খাতুন, মারুফা আকতার ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে দুই হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা।
হারমানপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা, দীপ্তি শর্মার মতো দুই তারকা অলরাউন্ডার আছেন ভারতের একাদশে। পূজা ভাস্ত্রকর, রেনুকা সিং ঠাকুর দুই তারকা পেসার রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সাজানা সঞ্জীবনের।
বাংলাদেশের একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার দোলা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
ভারতের একাদশ:
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), ইয়াসতিকা ভাটিকা (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), পূজা ভাস্ত্রকর, শ্রেয়াঙ্কা পাতিল, রেনুকা সিং, রাধা যাদব।
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
২ ঘণ্টা আগে২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের চতুর্থ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
৬ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৮ ঘণ্টা আগে