ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন শরফুদৌল্লা ইবনে সৈকত। এ তথ্য এত দিনে অজানা নয় কারও। তবে এবার নতুন সংবাদ হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি।
উদ্বোধনী ম্যাচে সৈকতের আম্পায়ার থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশি আম্পায়ারের সঙ্গী হবেন রিচার্ড ইলিংওয়ার্থ।
ইলিংওয়ার্থ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গত বছর আম্পায়ারদের বর্ষসেরা পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি পেয়েছিলেন। ৬০ বছর বয়সী ইংলিশ আম্পায়ারের যা তৃতীয় ট্রফি ছিল। আম্পায়ারিং দক্ষতার জন্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বদেশি রিচার্ড কেটলবার্গের সঙ্গী ছিলেন অনফিল্ড আম্পায়ার হিসেবে।
উদ্বোধনী ম্যাচে সৈকত-ইলিংওয়ার্থের বাইরে ম্যাচ রেফারি হিসেবে ডালাস স্টেডিয়ামে থাকবেন রিচি রিচার্ডসন। সঙ্গে স্যাম নোগাস্কি টিভি আম্পায়ার এবং ল্যাংটন রুসিয়ার থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। অন্যদিকে ভারত-পাকিস্তান হেভিওয়েট ম্যাচেও অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়ার্থ। আগামী ৯ জুন নিউইয়র্কের ম্যাচে তাঁর সঙ্গে আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। ভারত বিশ্বকাপে ৫ ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করার পুরস্কার হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলেও জায়গা করে নেন ৪৭ বছর বয়সী আম্পায়ার। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অবশ্য অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করারও সুযোগ পান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন শরফুদৌল্লা ইবনে সৈকত। এ তথ্য এত দিনে অজানা নয় কারও। তবে এবার নতুন সংবাদ হচ্ছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি।
উদ্বোধনী ম্যাচে সৈকতের আম্পায়ার থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশি আম্পায়ারের সঙ্গী হবেন রিচার্ড ইলিংওয়ার্থ।
ইলিংওয়ার্থ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গত বছর আম্পায়ারদের বর্ষসেরা পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি পেয়েছিলেন। ৬০ বছর বয়সী ইংলিশ আম্পায়ারের যা তৃতীয় ট্রফি ছিল। আম্পায়ারিং দক্ষতার জন্য সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বদেশি রিচার্ড কেটলবার্গের সঙ্গী ছিলেন অনফিল্ড আম্পায়ার হিসেবে।
উদ্বোধনী ম্যাচে সৈকত-ইলিংওয়ার্থের বাইরে ম্যাচ রেফারি হিসেবে ডালাস স্টেডিয়ামে থাকবেন রিচি রিচার্ডসন। সঙ্গে স্যাম নোগাস্কি টিভি আম্পায়ার এবং ল্যাংটন রুসিয়ার থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। অন্যদিকে ভারত-পাকিস্তান হেভিওয়েট ম্যাচেও অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইলিংওয়ার্থ। আগামী ৯ জুন নিউইয়র্কের ম্যাচে তাঁর সঙ্গে আম্পায়ার হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার রড টাকার।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও প্রথম বাংলাদেশি হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। ভারত বিশ্বকাপে ৫ ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করার পুরস্কার হিসেবে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলেও জায়গা করে নেন ৪৭ বছর বয়সী আম্পায়ার। এলিট প্যানেলে জায়গা পাওয়ার আগে অবশ্য অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করারও সুযোগ পান তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার এবং ম্যাচ রেফারির তালিকা
আম্পায়ার: ক্রিস ব্রাউন, ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসিয়ার, শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
২২ মিনিট আগে২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা নিজেদের ঝালিয়ে নিচ্ছে দারুণভাবে। বাছাইপর্বের পয়েন্ট তালিকায় এখনো তারা শীর্ষে। বছরের শেষ ম্যাচ খেলতে আগামীকাল
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
২ ঘণ্টা আগেশিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। এই তো এ বছরের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। কদিন আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। চার ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে ভারত।
৩ ঘণ্টা আগে