ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা আগেই দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টে আনুষ্ঠানিকতা সারতে নামবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তবে এখনো সুপার এইটের আগে থেমে যেতে পারে বাংলাদেশের পথচলা।
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও নেপাল সুপার এইটের সমীকরণ থেকে আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এখনো সম্ভাবনা রয়েছে। নেপালকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে সমীকরণ ছাড়াই সুপার এইটে পা রাখবে বাংলাদেশ। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেদারল্যান্ডস পাচ্ছে ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই সুপার এইট নিশ্চিত করেছে।
সেন্ট ভিনসেন্টেই যেহেতু বাংলাদেশ-নেপাল মুখোমুখি হচ্ছে, তখন নেপালের রূপকথার গল্প লেখার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভেন্যুতে গতকাল নেপালের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদি আগামীকাল নেপালের কাছে বাংলাদেশ হেরে যায় এবং ডাচরা যদি জিতে যায়, তাহলে চলে আসবে অনেক সমীকরণ। ধরে নেওয়া যাক, নেপাল আগে ব্যাটিং নিয়ে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে গেল ১২৫ রানে। তাহলে বাংলাদেশের নেট রানরেট হবে + ০.১৬৯। অন্যদিকে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং নিয়ে করল ১৬১ রান। জবাবে লঙ্কানরা ১২৩ রানে গুটিয়ে গেলে ডাচদের নেট রানরেট হবে + ০.২। তার মানে প্রথমে ব্যাটিংয়ের হিসাব করলে বাংলাদেশের হার ও ডাচদের জয়ের সম্মিলিত ব্যবধান কমপক্ষে ৫৩ রানের হতে হবে।
দৃশ্যপটটা এবার অন্যভাবে কল্পনা করা যাক। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে নেপাল ১৫ ওভারে ১৪১ রান করে ফেলল। বাংলাদেশের নেট রানরেট হবে-০.০৮০। অন্যদিকে সেন্ট লুসিয়ায় লঙ্কানরা প্রথমে ১৬১ রান করল। সুপার এইটে যেতে ডাচদের ১৭.৩ ওভারে করতে হবে ১৬২ রান।
বাংলাদেশ, নেদারল্যান্ডস যে-ই সুপার এইটে উঠুক ডি২ হয়েই উঠবে। কারণ শ্রীলঙ্কা উঠতে না পারায় তাদের ডি২ সিডিংটা পাবে বাংলাদেশ অথবা ডাচরা। দক্ষিণ আফ্রিকা উঠবে ডি১ হিসেবে। সুপার এইটে বাংলাদেশ তখন খেলবে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সুপার এইটে পাচ্ছে বিশ্বকাপের দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড থাকছে প্রোটিয়াদের গ্রুপে।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা আগেই দিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টায় সেন্ট ভিনসেন্টে আনুষ্ঠানিকতা সারতে নামবেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। তবে এখনো সুপার এইটের আগে থেমে যেতে পারে বাংলাদেশের পথচলা।
‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। একই দিন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও নেপাল সুপার এইটের সমীকরণ থেকে আগেই বাদ পড়েছে। তবে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের এখনো সম্ভাবনা রয়েছে। নেপালকে হারালেই ৬ পয়েন্ট নিয়ে সমীকরণ ছাড়াই সুপার এইটে পা রাখবে বাংলাদেশ। অপর ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও নেদারল্যান্ডস পাচ্ছে ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ৮ পয়েন্ট নিয়ে অনেক আগেই সুপার এইট নিশ্চিত করেছে।
সেন্ট ভিনসেন্টেই যেহেতু বাংলাদেশ-নেপাল মুখোমুখি হচ্ছে, তখন নেপালের রূপকথার গল্প লেখার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ভেন্যুতে গতকাল নেপালের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। যদি আগামীকাল নেপালের কাছে বাংলাদেশ হেরে যায় এবং ডাচরা যদি জিতে যায়, তাহলে চলে আসবে অনেক সমীকরণ। ধরে নেওয়া যাক, নেপাল আগে ব্যাটিং নিয়ে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে গেল ১২৫ রানে। তাহলে বাংলাদেশের নেট রানরেট হবে + ০.১৬৯। অন্যদিকে সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং নিয়ে করল ১৬১ রান। জবাবে লঙ্কানরা ১২৩ রানে গুটিয়ে গেলে ডাচদের নেট রানরেট হবে + ০.২। তার মানে প্রথমে ব্যাটিংয়ের হিসাব করলে বাংলাদেশের হার ও ডাচদের জয়ের সম্মিলিত ব্যবধান কমপক্ষে ৫৩ রানের হতে হবে।
দৃশ্যপটটা এবার অন্যভাবে কল্পনা করা যাক। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ১৪০ রান করল। রান তাড়া করতে নেমে নেপাল ১৫ ওভারে ১৪১ রান করে ফেলল। বাংলাদেশের নেট রানরেট হবে-০.০৮০। অন্যদিকে সেন্ট লুসিয়ায় লঙ্কানরা প্রথমে ১৬১ রান করল। সুপার এইটে যেতে ডাচদের ১৭.৩ ওভারে করতে হবে ১৬২ রান।
বাংলাদেশ, নেদারল্যান্ডস যে-ই সুপার এইটে উঠুক ডি২ হয়েই উঠবে। কারণ শ্রীলঙ্কা উঠতে না পারায় তাদের ডি২ সিডিংটা পাবে বাংলাদেশ অথবা ডাচরা। দক্ষিণ আফ্রিকা উঠবে ডি১ হিসেবে। সুপার এইটে বাংলাদেশ তখন খেলবে ভারত, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা সুপার এইটে পাচ্ছে বিশ্বকাপের দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড থাকছে প্রোটিয়াদের গ্রুপে।
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
১০ মিনিট আগেমূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ।
৪১ মিনিট আগেআট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১৩ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১৪ ঘণ্টা আগে