ক্রীড়া ডেস্ক
ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের জয় বলতে বিশ্বকাপে এই এক ম্যাচই। এরপর টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হারা আফগানিস্তান এবার বিশ্বকাপে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপে জয় পায় আফগানরা। দিল্লির পর চেন্নাইতে এরপর আরেক রূপকথার গল্প লিখেছে আফগানিস্তান। যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কাছাকাছিও জিততে পারছিল না আফগানরা, সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে। চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। যেখানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে ফেলেন ১২৮ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে আরও দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিল আফগানরা।
পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা আফগানিস্তান এরপর বিশ্বকাপে ধরে রেখেছে ভালোভাবেই। পুনেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ০ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় আফগানদের। তবু পথ হারায়নি আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে আফগানিস্তান ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে আফগানরা ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানদের বিপক্ষে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর গতকাল আফগানরা জিতেছে হেসে খেলে। লক্ষ্ণৌতে গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের লক্ষ্য আফগানরা ১১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আফগানদের হারায় অবাকও হয়েছেন আকাশ। কেননা বাংলাদেশকে হারালে ১০ পয়েন্ট নিয়ে আফগানরা এখন থাকত সেরা চারে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারটাই ২০২৩ বিশ্বকাপের আসল অঘটন। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারত, তাহলে আজ (গতকাল) রাতে তারা সেরা চারে ভালোভাবে থাকত।’
৮ পয়েন্ট ও-০.৩৩০ নেট রানরেট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। সমান ৮ পয়েন্ট থাকলেও প্লাস রানরেট থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে ৩ ও ৪ নম্বরে। আফগানরা নিজেদের শেষ দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ২ ম্যাচ জিততে পারে, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আফগানদের। আর অজি, প্রোটিয়াদের কোনো একটা দলকে যদি চমকে দেয়, তাহলে আফগানদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেখানে বেঙ্গালুরুতে এখন খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেরই অষ্টম ম্যাচ। আর অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে তিন ম্যাচ। যেখানে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ধর্মশালায় আফগানিস্তানকে হারিয়ে ২০২৩ বিশ্বকাপে শুভসূচনা করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের জয় বলতে বিশ্বকাপে এই এক ম্যাচই। এরপর টানা ৬ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অন্যদিকে বাংলাদেশের কাছে হারা আফগানিস্তান এবার বিশ্বকাপে রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে। দিল্লিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপে জয় পায় আফগানরা। দিল্লির পর চেন্নাইতে এরপর আরেক রূপকথার গল্প লিখেছে আফগানিস্তান। যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে কাছাকাছিও জিততে পারছিল না আফগানরা, সেই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বিশ্বকাপের মতো মঞ্চে। চেন্নাইতে পাকিস্তানের দেওয়া ২৮৩ রানের লক্ষ্য আফগানরা ১ ওভার হাতে রেখে ৮ উইকেটের জয় পায়। যেখানে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে ফেলেন ১২৮ বলে ১৩০ রানের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় ও তৃতীয় উইকেটে আরও দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিল আফগানরা।
পাকিস্তান ম্যাচের ধারাবাহিকতা আফগানিস্তান এরপর বিশ্বকাপে ধরে রেখেছে ভালোভাবেই। পুনেতে শ্রীলঙ্কার দেওয়া ২৪২ রানের লক্ষ্যে ০ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় আফগানদের। তবু পথ হারায়নি আফগানরা। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে আফগানিস্তান ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। এরপর চতুর্থ উইকেটে হাশমাতুল্লাহ শাহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ১০৪ বলে ১১১ রানের অবিচ্ছেদ্য জুটিতে আফগানরা ২৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় লঙ্কানদের বিপক্ষে। ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা-তিন বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর গতকাল আফগানরা জিতেছে হেসে খেলে। লক্ষ্ণৌতে গতকাল নেদারল্যান্ডসের দেওয়া ১৮০ রানের লক্ষ্য আফগানরা ১১১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে গেছে। ধারাবাহিকভাবে ভালো খেলতে থাকা আফগানদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন আকাশ চোপড়া। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে আফগানদের হারায় অবাকও হয়েছেন আকাশ। কেননা বাংলাদেশকে হারালে ১০ পয়েন্ট নিয়ে আফগানরা এখন থাকত সেরা চারে। ভারতীয় ক্রিকেট বিশ্লেষক টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হারটাই ২০২৩ বিশ্বকাপের আসল অঘটন। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান টুর্নামেন্ট ভালোভাবে শুরু করতে পারত, তাহলে আজ (গতকাল) রাতে তারা সেরা চারে ভালোভাবে থাকত।’
৮ পয়েন্ট ও-০.৩৩০ নেট রানরেট নিয়ে আফগানিস্তান এখন রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। সমান ৮ পয়েন্ট থাকলেও প্লাস রানরেট থাকায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে ৩ ও ৪ নম্বরে। আফগানরা নিজেদের শেষ দুই ম্যাচে আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। যদি ২ ম্যাচ জিততে পারে, তাহলে ১২ পয়েন্ট নিয়ে সেমি অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আফগানদের। আর অজি, প্রোটিয়াদের কোনো একটা দলকে যদি চমকে দেয়, তাহলে আফগানদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য ম্যাচের দিকে। যেখানে বেঙ্গালুরুতে এখন খেলছে পাকিস্তান-নিউজিল্যান্ড। যা পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলেরই অষ্টম ম্যাচ। আর অস্ট্রেলিয়ার এখনো বাকি রয়েছে তিন ম্যাচ। যেখানে আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
১ ঘণ্টা আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
১ ঘণ্টা আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
২ ঘণ্টা আগে