ক্রীড়া ডেস্ক
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যে বিশ্বকাপে আম্পায়ারদের সবাই নারী।
আজ এক বিবৃতিতে ১৩ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে ম্যাচ রেফারি তিনজন এবং আম্পায়ার ১০ জন, যেখানে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট পরিচালনা করবেন শুধুই নারীরা। ১৩ সদস্যের এই প্যানেল রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। ১৫ ম্যাচ অফিশিয়ালের মধ্যে ৯ নারী ম্যাচ পরিচালনা করছেন মেয়েদের চলমান বিশ্বকাপে।
বিশ্বকাপের ১৩ ম্যাচ অফিশিয়ালরা এসেছেন সাতটি ভিন্ন দেশ থেকে। সবচেয়ে বেশি তিনজন হচ্ছেন ভারতীয়। দুজন করে আছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার আছেন একজন করে আম্পায়ার। ১৩ আম্পায়ারের মধ্যে কনিষ্ঠতম হচ্ছেন আন্না হ্যারিস। ইংল্যান্ডের এই নারী আম্পায়ারের বয়স ২৪ বছর। এলোইস শেরিডান, বৃন্দা রাঠি, এন জননী ও নিমালি পেরেরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন।
১০ ফেব্রুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৬ ফেব্রুয়ারি এই নিউল্যান্ডসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
ম্যাচ রেফারি: জি এস লক্ষ্মী (ভারত), শান্দ্রে ফ্রিৎজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)
আম্পায়ার: সুই রেডফার্ন (ইংল্যান্ড), এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন এজেনবার্গ (দক্ষিণ আফ্রিকা), আন্না হারিস (ইংল্যান্ড), বৃন্দা রাঠি (ভারত), এন জননী (ভারত), নিমালি পেরেরা (শ্রীলঙ্কা)
২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে আম্পায়ারদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যে বিশ্বকাপে আম্পায়ারদের সবাই নারী।
আজ এক বিবৃতিতে ১৩ সদস্যের ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। এর মধ্যে ম্যাচ রেফারি তিনজন এবং আম্পায়ার ১০ জন, যেখানে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট পরিচালনা করবেন শুধুই নারীরা। ১৩ সদস্যের এই প্যানেল রেকর্ড ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেরও। ১৫ ম্যাচ অফিশিয়ালের মধ্যে ৯ নারী ম্যাচ পরিচালনা করছেন মেয়েদের চলমান বিশ্বকাপে।
বিশ্বকাপের ১৩ ম্যাচ অফিশিয়ালরা এসেছেন সাতটি ভিন্ন দেশ থেকে। সবচেয়ে বেশি তিনজন হচ্ছেন ভারতীয়। দুজন করে আছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার। ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার আছেন একজন করে আম্পায়ার। ১৩ আম্পায়ারের মধ্যে কনিষ্ঠতম হচ্ছেন আন্না হ্যারিস। ইংল্যান্ডের এই নারী আম্পায়ারের বয়স ২৪ বছর। এলোইস শেরিডান, বৃন্দা রাঠি, এন জননী ও নিমালি পেরেরা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন।
১০ ফেব্রুয়ারি কেপটাউনে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে অষ্টম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৬ ফেব্রুয়ারি এই নিউল্যান্ডসে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
ম্যাচ রেফারি: জি এস লক্ষ্মী (ভারত), শান্দ্রে ফ্রিৎজ (দক্ষিণ আফ্রিকা), মিচেল পেরেইরা (শ্রীলঙ্কা)
আম্পায়ার: সুই রেডফার্ন (ইংল্যান্ড), এলোইস শেরিডান (অস্ট্রেলিয়া), ক্লেয়ার পোলোসাক (অস্ট্রেলিয়া), জ্যাকুলিন উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কিম কটন (নিউজিল্যান্ড), লরেন এজেনবার্গ (দক্ষিণ আফ্রিকা), আন্না হারিস (ইংল্যান্ড), বৃন্দা রাঠি (ভারত), এন জননী (ভারত), নিমালি পেরেরা (শ্রীলঙ্কা)
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৬ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৩২ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে