ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এরই মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বাবর আজম। মাঠের পারফরম্যান্সে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার বাবর ভাইরাল হয়েছেন অন্য কারণে। ভারতের পাঠ্যবইয়ে দেখা গেছে পাকিস্তান অধিনায়কের ছবি।
বাবরের ছবি দেখা গেছে ক্লাস এইটের পাঠ্যবইয়ে। ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ের স্পোর্টস অধ্যায়ে তারকা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ ও ‘বি’ নামে দুটো কলাম করা হয়েছে। ‘এ’ কলামে শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটারদের নাম থাকলেও ছিল না বাবরের নাম। তবে ‘বি’ কলামে ছিলেন পাকিস্তান অধিনায়ক। ডাকনামের এই কলামে ‘ববি’ নামের ডান পাশেই ছিল বাবরের ছবি। পাকিস্তান অধিনায়কের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামের একজন টুইট করেছেন, ‘ভারতে অষ্টম শ্রেণীর আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর আজম।’
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ৪৪ ম্যাচে ৫৪.১২ গড় ও ৮ সেঞ্চুরিতে করেছেন ২৫৯৮ রান। ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪.৮৮ গড় ও ৩ সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করায় এ বছর বর্ষসেরা স্যার গারফিল্ড সবার্স ট্রফি ও আইসিসির ২০২২-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-আইসিসির এই দুই পুরস্কার জিতেছেন পাকিস্তান অধিনায়ক।
পাকিস্তানের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় এরই মধ্যে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বাবর আজম। মাঠের পারফরম্যান্সে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। এবার বাবর ভাইরাল হয়েছেন অন্য কারণে। ভারতের পাঠ্যবইয়ে দেখা গেছে পাকিস্তান অধিনায়কের ছবি।
বাবরের ছবি দেখা গেছে ক্লাস এইটের পাঠ্যবইয়ে। ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ের স্পোর্টস অধ্যায়ে তারকা ক্রিকেটারদের নিয়ে ‘এ’ ও ‘বি’ নামে দুটো কলাম করা হয়েছে। ‘এ’ কলামে শচীন টেন্ডুলকার, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, ক্রিস গেইলদের মতো তারকা ক্রিকেটারদের নাম থাকলেও ছিল না বাবরের নাম। তবে ‘বি’ কলামে ছিলেন পাকিস্তান অধিনায়ক। ডাকনামের এই কলামে ‘ববি’ নামের ডান পাশেই ছিল বাবরের ছবি। পাকিস্তান অধিনায়কের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামের একজন টুইট করেছেন, ‘ভারতে অষ্টম শ্রেণীর আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর আজম।’
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বাবর। ৪৪ ম্যাচে ৫৪.১২ গড় ও ৮ সেঞ্চুরিতে করেছেন ২৫৯৮ রান। ওয়ানডেতে ৯ ম্যাচে ৮৪.৮৮ গড় ও ৩ সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করায় এ বছর বর্ষসেরা স্যার গারফিল্ড সবার্স ট্রফি ও আইসিসির ২০২২-এর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার-আইসিসির এই দুই পুরস্কার জিতেছেন পাকিস্তান অধিনায়ক।
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৪ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৫ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৭ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৯ ঘণ্টা আগে