ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানকে উড়িয়ে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। এর পরই হঠাৎ করে ছন্দপতন হয় বাংলাদেশের। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত—টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি সাকিব আল হাসান, লিটন দাসরা। তাতে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কঠিন হয়ে যায় বাংলাদেশের। তবে মুশফিকুর রহিম এখনই আশা ছাড়ছেন না। তাঁর মতে, এখান থেকেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব।
৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে বাংলাদেশের পয়েন্ট ২। আর বাজেভাবে টানা তিন ম্যাচ হারায় বাংলাদেশের নেট রানরেট -০.৭৮৪। সাকিবের দল এখন রয়েছে ৭ নম্বরে। আর আজ বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া—এই চার দলের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা পয়েন্ট তালিকায় রয়েছে যথাক্রমে তিন, চার, পাঁচ, আট ও নয় নম্বরে।
অন্যদিকে মুশফিকও এবারের বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ৪ ম্যাচে ৫২.৩৩ গড় ও ৮৩.৫১ স্ট্রাইক রেটে দুই ফিফটিতে করেছেন ১৫৭ রান। ফিফটি দুটি এসেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশ জয়ের ধারায় ফিরতে পারে বলে আশাবাদী মুশফিক। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে ছাড়া এক ভিডিওতে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এবারের বিশ্বকাপে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাব, চেষ্টা করব অবদান রাখার। আমি খুব আশাবাদী। এরই মধ্যে দুটি ফিফটি করেছি। তবে শেষ পর্যন্ত ব্যাটিং করে যদি বড় স্কোর করতে পারি, তাতে মনে হয় বাংলাদেশ জয়ের ধারায় ফিরবে।’
২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় মুশফিকের। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকেই আসে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের কাছে ভারতকে হারানো স্মরণীয় মুহূর্ত। এ ছাড়া ২০১৫, ২০১৯ বিশ্বকাপের বেশ কিছু মুহূর্তের কথা স্মরণ করেছেন তিনি। মুশফিক বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে অনেক গর্বের বিষয়। ২০০৭ সালে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচই ছিল ভারতের বিপক্ষে। যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের বিপক্ষে খেলা স্বপ্নের মতো ছিল। সেটা আমার কাছে ওয়ানডে ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত। ২০১৫ বিশ্বকাপে আমার স্মরণীয় মুহূর্ত হচ্ছে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়েছিলাম। সেই ম্যাচে ৮৯ রান করেছিলাম। আর ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলাম।’
আফগানিস্তানকে উড়িয়ে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। এর পরই হঠাৎ করে ছন্দপতন হয় বাংলাদেশের। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত—টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেননি সাকিব আল হাসান, লিটন দাসরা। তাতে সেমিফাইনাল খেলার সম্ভাবনা কঠিন হয়ে যায় বাংলাদেশের। তবে মুশফিকুর রহিম এখনই আশা ছাড়ছেন না। তাঁর মতে, এখান থেকেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো সম্ভব।
৪ ম্যাচে ১ জয় ও ৩ হারে বাংলাদেশের পয়েন্ট ২। আর বাজেভাবে টানা তিন ম্যাচ হারায় বাংলাদেশের নেট রানরেট -০.৭৮৪। সাকিবের দল এখন রয়েছে ৭ নম্বরে। আর আজ বেলা আড়াইটায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া—এই চার দলের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। যেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা পয়েন্ট তালিকায় রয়েছে যথাক্রমে তিন, চার, পাঁচ, আট ও নয় নম্বরে।
অন্যদিকে মুশফিকও এবারের বিশ্বকাপে আছেন দারুণ ছন্দে। ৪ ম্যাচে ৫২.৩৩ গড় ও ৮৩.৫১ স্ট্রাইক রেটে দুই ফিফটিতে করেছেন ১৫৭ রান। ফিফটি দুটি এসেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশ জয়ের ধারায় ফিরতে পারে বলে আশাবাদী মুশফিক। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে ছাড়া এক ভিডিওতে বাংলাদেশ উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘এবারের বিশ্বকাপে যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাব, চেষ্টা করব অবদান রাখার। আমি খুব আশাবাদী। এরই মধ্যে দুটি ফিফটি করেছি। তবে শেষ পর্যন্ত ব্যাটিং করে যদি বড় স্কোর করতে পারি, তাতে মনে হয় বাংলাদেশ জয়ের ধারায় ফিরবে।’
২০০৭ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় মুশফিকের। সেই ম্যাচে তাঁর ব্যাট থেকেই আসে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের রান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটারের কাছে ভারতকে হারানো স্মরণীয় মুহূর্ত। এ ছাড়া ২০১৫, ২০১৯ বিশ্বকাপের বেশ কিছু মুহূর্তের কথা স্মরণ করেছেন তিনি। মুশফিক বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলা আমার কাছে অনেক গর্বের বিষয়। ২০০৭ সালে বিশ্বকাপে আমার প্রথম ম্যাচই ছিল ভারতের বিপক্ষে। যাদের খেলা দেখে বড় হয়েছি, তাদের বিপক্ষে খেলা স্বপ্নের মতো ছিল। সেটা আমার কাছে ওয়ানডে ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত। ২০১৫ বিশ্বকাপে আমার স্মরণীয় মুহূর্ত হচ্ছে অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়েছিলাম। সেই ম্যাচে ৮৯ রান করেছিলাম। আর ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলাম।’
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
২ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
২৮ মিনিট আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
১ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে