ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি দলই প্রথমবারের মতো খেলতে নামে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কানাডাকে হেসেখেলে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখানে রবীচন্দ্রন অশ্বিন এনেছেন কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের লক্ষ্য দেয় কানাডা। রান তাড়া করতে নেমে ৬.৩ ওভারে ২ উইকেটে ৪২ রান হয়ে যায় যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেট জুটিতে আন্দ্রিস গাউস ও অ্যারন জোনস ৫৮ বলে ১৩১ রানের বিধ্বংসী জুটি গড়েন। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে ফেলে যুক্তরাষ্ট্র। ৪০ বলে ১০ ছক্কা ও ৪ চারে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছেন জোনস।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষে। অশ্বিনের মতে যুক্তরাষ্ট্রের এই সিরিজ জয় কোনো অঘটন না। যুক্তরাষ্ট্রের অসাধারণ বিশ্বকাপ শুরুর পর ভারতীয় স্পিনার টুইট করেন, ‘অ্যারন জোনস সিয়াটল অরকাসের হয়ে খেলে। বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখিয়েছে কীভাবে জ্বলে উঠতে হয়। যুক্তরাষ্ট্র আমাদের দেখাল যে তারা বিশ্বকাপের আগে বাংলাদেশকে কীভাবে হারিয়েছে।’
যুক্তরাষ্ট্রের রিকোয়ার্ড রেট যখন ১১.৩৩, তখন গাউস-জোনসের পাল্টা আক্রমণের প্রশংসা করেছেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। জোনস ১০ ছক্কা মেরে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় গেইলের সঙ্গে আছেন যৌথভাবে দুইয়ে। যুক্তরাষ্ট্র অধিনায়ক বলেন, ‘মনে করি এটা আমাদের দলীয় প্রচেষ্টা। গাউস ও জোনস চাপের মুহূর্ত ভালোভাবে সামলেছে। কানাডার থেকে ম্যাচ বের করে নিয়েছে। আমরা সব সময়ই জানি যে তার (জোনস) হাতে ম্যাচ রয়েছে। সে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। পরিষ্কার হিট করেছে।’
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে বাংলাদেশ সময় আজ ভোরে শুরু হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটি দলই প্রথমবারের মতো খেলতে নামে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে কানাডাকে হেসেখেলে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এখানে রবীচন্দ্রন অশ্বিন এনেছেন কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের লক্ষ্য দেয় কানাডা। রান তাড়া করতে নেমে ৬.৩ ওভারে ২ উইকেটে ৪২ রান হয়ে যায় যুক্তরাষ্ট্রের। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেট জুটিতে আন্দ্রিস গাউস ও অ্যারন জোনস ৫৮ বলে ১৩১ রানের বিধ্বংসী জুটি গড়েন। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে ফেলে যুক্তরাষ্ট্র। ৪০ বলে ১০ ছক্কা ও ৪ চারে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছেন জোনস।
বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের বিপক্ষে। অশ্বিনের মতে যুক্তরাষ্ট্রের এই সিরিজ জয় কোনো অঘটন না। যুক্তরাষ্ট্রের অসাধারণ বিশ্বকাপ শুরুর পর ভারতীয় স্পিনার টুইট করেন, ‘অ্যারন জোনস সিয়াটল অরকাসের হয়ে খেলে। বিশ্বকাপের প্রথম ম্যাচে দেখিয়েছে কীভাবে জ্বলে উঠতে হয়। যুক্তরাষ্ট্র আমাদের দেখাল যে তারা বিশ্বকাপের আগে বাংলাদেশকে কীভাবে হারিয়েছে।’
যুক্তরাষ্ট্রের রিকোয়ার্ড রেট যখন ১১.৩৩, তখন গাউস-জোনসের পাল্টা আক্রমণের প্রশংসা করেছেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। জোনস ১০ ছক্কা মেরে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় গেইলের সঙ্গে আছেন যৌথভাবে দুইয়ে। যুক্তরাষ্ট্র অধিনায়ক বলেন, ‘মনে করি এটা আমাদের দলীয় প্রচেষ্টা। গাউস ও জোনস চাপের মুহূর্ত ভালোভাবে সামলেছে। কানাডার থেকে ম্যাচ বের করে নিয়েছে। আমরা সব সময়ই জানি যে তার (জোনস) হাতে ম্যাচ রয়েছে। সে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। পরিষ্কার হিট করেছে।’
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৩৬ মিনিট আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনা নিজেদের ঝালিয়ে নিচ্ছে দারুণভাবে। বাছাইপর্বের পয়েন্ট তালিকায় এখনো তারা শীর্ষে। বছরের শেষ ম্যাচ খেলতে আগামীকাল
৫ ঘণ্টা আগে