ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ হেরে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এখনো বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে দুটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আজ শুরু হচ্ছে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্ব। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি দেখালেও প্রস্তুতি ম্যাচ দেখানো হচ্ছে না। আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিসিবি ম্যাচ বাতিলের কথা নিশ্চিত করেছে।
স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশেও এই চ্যানেলে প্রস্তুতি ম্যাচ দেখানোর কথা। বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে।পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।১ জুন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।
২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রে হবে ১৬ ম্যাচ। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ হেরে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। এখনো বিশ্বকাপের আগে ঝালিয়ে নিতে দুটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আজ শুরু হচ্ছে বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি পর্ব। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় মুখোমুখি হচ্ছে দল দুটি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি দেখালেও প্রস্তুতি ম্যাচ দেখানো হচ্ছে না। আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টারে সরাসরি সম্প্রচার করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিসিবি ম্যাচ বাতিলের কথা নিশ্চিত করেছে।
স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশেও এই চ্যানেলে প্রস্তুতি ম্যাচ দেখানোর কথা। বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে।পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।১ জুন বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ কাউন্টিতে মুখোমুখি হবে দুই প্রতিবেশী।
২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের টুর্নামেন্টে হবে ৫৫ ম্যাচ। ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রে হবে ১৬ ম্যাচ। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১০, ১৩ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ জুন বাংলাদেশ খেলবে নিউইয়র্কে।
আরও পড়ুন:
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
৪ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৫ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
৯ ঘণ্টা আগে