নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১১টা ৫০ মিনিট, ১৭ অক্টোবর
স্কটল্যান্ডের কাছে হেরে অঘটনের শিকার বাংলাদেশ
ম্যাচ জিততে শেষ দুই বলে ২ ছয় হাঁকাতে হবে মেহেদীকে। ওভারের শেষ বলের আগের বলে ৪ মেরে বরং আক্ষেপ আরও বাড়ালেন। শেষ বলে দরকার ৮ রান। ২ রানের বেশি নিতে পারলেন না মেহেদী। বাংলাদেশকে ৬ রানের হারিয়ে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করল স্কটল্যান্ড।
১১টা ৩৭ মিনিট, ১৭ অক্টোবর
শেষ ওভারে বাংলাদেশের দরকার ২৪ রান
হুইলের বলে ম্যাকলিউডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সোহান। পরের বলেই ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। এক বল পরেই ক্যাচ দিলেন মাহমুদউল্লাহও। ২২ বলে ২৩ করে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। শেষ ওভারে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ২৪ রান।
১১টা ৩৪ মিনিট, ১৭ অক্টোবর
আফিফ আউট, বাংলাদেশও কি ম্যাচ থেকে আউট!
চাপের মুখে ফিরে গেলেন আফিফও। ওয়াটের বলে ডাভির হাতে ক্যাচ দিলেন আফিফ। ১২ বলে ১৮ করে ফিরে গেলেন। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ৩৩।
১১টা ২৯ মিনিট, ১৭ অক্টোবর
চাপ বাড়ছে বাংলাদেশের
ম্যাচ জিততে দ্রুত রান তোলা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। দারুণ বোলিং করছেন গ্রিভস-হুইলরা। আফিফ-মাহমুদউল্লাহ প্রতিটি বলেই শট খেলার চেষ্টা করছেন। শেষ ৩ ওভারে দরকার ৩৭ রান।
১১টা ২০ মিনিট, ১৭ অক্টোবর
চাপে বাংলাদেশ
হুইলের বল ব্যাটেই সংযোগ ঘটাতে পারছেন না মাহমুদউল্লাহ। ১৫তম ওভারের প্রথম তিন বল ডট দিয়েছেন। ওভারের শেষ বলে আফিফ বাউন্ডারি হাঁকালেন। শেষ ৫ ওভারে বাংলাদেশের দরকার ৫৪।
১১টা ১৪ মিনিট, ১৭ অক্টোবর
আশার পালে হাওয়া দিতে থাকা মুশফিক বোল্ড হয়ে গেলেন
২টি প্রস্তুতি ম্যাচে ৩ ও ১৩ রান করায় সংশয় ছিল মূলপর্বে মুশফিক ছন্দে ফেরে কি না! সংবাদ সম্মেলনে কাল অবশ্য মাহমুদউল্লাহ জানিয়েছিলেন ঠিক সময়ে জ্বলে উঠবেন মুশফিক। উইকেটে থিতু হয়েও মাহমুদউল্লার কথার যথার্থতা প্রমাণ করতে পারলেন না মুশফিক। গ্রিভসকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন মুশফিক। ৩৬ বলে ৩৮ রান করে দলকে বিপদে রেখে ফিরে গেলেন মুশফিক। উইকেটে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচ জিততে ৩৬ বলে বাংলাদশের রান দরকার ৬১। হাতে আছে ৬ উইকেট।
১১টা ২ মিনিট, ১৭ অক্টোবর
ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাকিব
তুলে মারতে গিয়ে বিপদ ডেকে আনলেন সাকিব। গ্রিভসের বলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিলেন গ্রিভস। ২৮ বলে ২০ রান করে ফিরে গেলেন বাংলাদেশ অলরাউন্ডার।
১০টা ৪৪ মিনিট, ১৭ অক্টোবর
এগিয়ে নিচ্ছেন সাকিব মুশফিক
১০ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৫১। শেষ ১০ ওভারে ৯০ তুলেছিল তারা। শেষ ১০ ওভারে বাংলাদেশের রান দরকার ৮২। হাতে আছে দুই উইকেট। উইকেটে অভিজ্ঞ মুশফিক ও সাকিব। যাদের ব্যাটে চড়ে অসংখ্য ম্যাচ জিতেছে বাংলাদেশ। আজকেও তাদের দায়িত্ব নিতে হবে।
১০টা ৪৪ মিনিট, ১৭ অক্টোবর
স্লগ সুইপে টানা ২ ছয়ে চাপ কমালেন মুশফিক
প্রয়োজনীয় রান রেট বাড়ছে বাংলাদেশের। এখন থেকেই রান তোলার গতি না বাড়ালে ধীরে ধীরে চাপে পড়বে মাহমুদউল্লাহর দল। ওভারপ্রতি রান দরকার ৯ এর কাছাকাছি। বলতে বলতে লিস্ককে স্লগ সুইপ করে ছক্কা হাঁকালেন মুশফিক। পরের বলে আবারও স্লগ সুইপে বল শূন্যে ভাসিয়ে গ্যালারিতে পাঠালেন। এই ওভারে কিছুটা চাপ কমালেন মুশফিক। নবম ওভার থেকে এসেছে ১৮ রান। ৯ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫২।
১০টা ৩২ মিনিট, ১৭ অক্টোবর
পাওয়ার প্লে ভালো গেল না বাংলাদেশের
প্রথম দুই উইকেট হারানোর পর বেশ সাবধানী বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫। সাকিব ১৪ বলে ৯ আর মুশফিক ১০ বলে ৪ রানে উইকেটে আছেন। ৬ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৩৯।
১০টা ১৯ মিনিট, ১৭ অক্টোবর
ফিরে গেলেন লিটনও
উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ৩০ গজের বৃত্তের মধ্যে ধরা পড়লেন লিটন (৫)। ব্রাড হোয়েলের বলে এবারও ক্যাচ নিলেন মানসি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুশফিক। ৪ ওভারে ১৯ রান তুললেই ফিরে গেলেন ২ ওপেনার।
১০টা ৬ মিনিট, ১৭ অক্টোবর
শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট থেকে বেরিয়ে এসে মিড অন দিয়ে চার হাঁকিয়ে দারুণ ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। তবে জস ডেভির দ্বিতীয় ওভারেই মানসির হাতে ক্যাচ দিয়ে আবারও ব্যর্থ সৌম্য। ফিরে গেলেন ৫ বলে ৫ রান করে। প্রথম দুই ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১০।
৯টা ৩৪ মিনিট, ১৭ অক্টোবর
বাংলাদেশের দরকার ১৪১ রান
ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলে ৪৫ রান করা গ্রিভসকে সাকিবের হাতে ক্যাচ বানিয়ে পরের বলে বোল্ড করলেন জশ দেভীকে। হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও পারলেন না ফিজ।এই ওভারে ফিজ দিলেন ৭ রান। ২০ ওভার শেষে স্কটল্যান্ডের রান ১৪০ রান। ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ১৪১ রান।
৯টা ৩৪ মিনিট, ১৭ অক্টোবর
জুটি ভাঙলেন তাসকিন
এক শ পেরোনোর পরেই সপ্তম উইকেট পড়ল স্কটল্যান্ডের। গ্রিভস ও ওয়াটের ৩৪ বলে ৫১ রানের জুটি ভাঙলেন তাসকিন। সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ওয়াট ফিরলেন ২২ রানে। পরের তিন বলে ৪,৬,৪ হাঁকালেন গ্রিভস। তাসকিনের এই ওভার থেকে তুলেছেন ১৫ রান। ১৮ ওভার শেষে ৭ উইকেটে স্কটল্যান্ডের রান ১১৯।
৯টা ২২ মিনিট, ১৭ অক্টোবর
১৫ ওভার শেষে স্কটল্যান্ডের রান ৮৭
ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট এগিয়ে নিচ্ছেন স্কটল্যান্ডকে। সপ্তম উইকেট জুটিতে ১৯ বলে তারা তুলেছেন ৩৪ রান। গ্রিভস ১৪ বলে ২১ ও ওয়াট ৯ বলে ১৩ রানে অপরাজিত আছেন। ১৫ ওভার শেষে স্কটল্যান্ডের রান ৬ উইকেটে ৮৭।
৯টা ২ মিনিট, ১৭ অক্টোবর
ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
সাকিবের পর আবারও মেহেদী ঝলক। কালাম ম্যাকলাউডকে বোল্ড করলেন তরুণ এই অলরাউন্ডার। ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড। ৫৩ রানেই নেই ৬ উইকেট। সাকিব - মেহেদীর স্পিন বিষে দাড়াতেই পারল না স্কটল্যান্ডের মিডল অর্ডার। ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের রান ৫৫।
৮টা ৫৭ মিনিট, ১৭ অক্টোবর
সাকিবেরও জোড়া আঘাত
রিচি বেরিংটনকে লং অনে আফিফের হাতে ক্যাচ বানালেন সাকিব। স্কটল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ওভারের পঞ্চম বলে আবারও আকাশে বল তুলে নিজেই বিপদ ডেকে আনলেন মাইকেল লিস্ক। লং অফে লিটনের হাতে ধরা পড়লেন লিস্ক। এই ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিলেন সাকিব। এই দুই উইকেটে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন সাকিব। টপকে গেলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে।
৮টা ৫৩ মিনিট, ১৭ অক্টোবর
রানের চাকা শ্লথ করে দিয়েছেন সাকিব - মেহেদী
রানের তোলার গতি শ্লথ করে দিয়েছেন সাকিব - মেহেদী। পাওয়ার প্লের পর এই দুজনের চার ওভার থেকে স্কটল্যান্ড তুলেছে ১২ রান উইকেট হারিয়েছে ২টি। ১০ ওভার শেষে কোয়েটজারের দলের রান ৩ উইকেটে ৫১।
৮টা ৪২ মিনিট, ১৭ অক্টোবর
বোলিংয়ে এসেই মেহেদীর জোড়া আঘাত
বোলিংয়ে এসেই ক্রসকে এলবিডব্লু করে ৪০ রানের জুটি ভাঙলেন মেহেদী। ওভারের পঞ্চম বলে বোল্ড করলেন ক্রসের সঙ্গী মানসিকে। ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন তরুণ এই অলরাউন্ডার। ৮ ওভার শেষে স্কটল্যান্ডের রান ৩ উইকেটে ৪৭।
৮টা ৩৫ মিনিট, ১৭ অক্টোবর
পাওয়ার প্লের শেষ ওভারে খরুচে মোস্তাফিজ
সাইফউদ্দিনের পঞ্চম ওভার থেকে ১০ রান তুলেছে স্কটল্যান্ড। পাওয়ার প্লের শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভারে এসেছেন মোস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে মোস্তাফিজকে চার হাঁকিয়েছেন ম্যাথু ক্রস। পরের বলেও সজোরে চালিয়েছিলেন ক্রস তবে মিড অফে আফিফের দুর্দান্ত ফিল্ডিংয়ে ১ রানের বেশি নিতে পারেননি। ওভারের পঞ্চম বলে সেটি অবশ্য পুষিয়ে দিলেন মানসি। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজ দিলেন ১৩ রান। ৬ ওভারে স্কটল্যান্ডের রান ১ উইকেটে ৩৯।
৮টা ২৪ মিনিট, ১৭ অক্টোবর
গতির ঝড় তুলেছেন তাসকিন
নিয়ন্ত্রিত লাইন লেন্থে বেশ জোরের উপর বল করছেন তাসকিন। ঘণ্টায় বলের গতি ১৪০ থেকে ১৪৮ কিলোমিটার ওঠানামা করছে।ওভারের দ্বিতীয় বলে জর্জ মানসি এই গতি কাজে লাগিয়েই ছক্কা হাঁকিয়েছেন। বাউন্ডারি লাইনে সাকিব অবশ্য চেষ্টা করেছিলেন ক্যাচ নিতে। তবে সাকিবের হাতে লেগে বল সীমানা দড়িতে পড়ে। বলটি নো হওয়ায় ক্যাচ ধরলেও অবশ্য আউট হতেন না মানসি।
৮টা ১৬ মিনিট, ১৭ অক্টোবর
সাইফউদ্দিনের ইয়র্কারে শূন্যেই শেষ কোয়েটজার
তৃতীয় ওভারে দলকে সাফল্য এনে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওভারের চতুর্থ বলটি ব্লকহোলে ইয়র্কার দেন সাইফউদ্দিন।কোয়েটজার ব্যাট নামাতে না নামাতেই বল সরাসরি আঘাত হানল স্টাম্পে। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে স্কটিশদের রান ৭।
৮টা ১২ মিনিট, ১৭ অক্টোবর
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ
দুই প্রান্ত থেকে দুই পেসার তাসকিন আর মোস্তাফিজুর রহমানকে দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন দিয়েছে ৪ রান। পরের ওভারের তৃতীয় বলে কাইল কোয়েটজারকে কাঁপিয়ে দিয়েছেন মোস্তাফিজ। পা স্টাম্পের লাইনে না থাকায় অবশ্য ফিজের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এই ওভার থেকে শুধু একটি লেগ বাই আসায় মেডেন ওভার দিলেন মোস্তাফিজ।
৭টা ৫৬ মিনিট, ১৭ অক্টোবর
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন সৌম্য সরকার। তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ সাইফউদ্দিনকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ইঙ্গিত দিয়েছিলেন স্পিনার বেশি খেলাবেন না। অধিনায়কের সেই কথার প্রতিফলন দেখা গেল আজকের একাদশে। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম , নাসুম আহমেদ।
বাংলাদেশে একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
১১টা ৫০ মিনিট, ১৭ অক্টোবর
স্কটল্যান্ডের কাছে হেরে অঘটনের শিকার বাংলাদেশ
ম্যাচ জিততে শেষ দুই বলে ২ ছয় হাঁকাতে হবে মেহেদীকে। ওভারের শেষ বলের আগের বলে ৪ মেরে বরং আক্ষেপ আরও বাড়ালেন। শেষ বলে দরকার ৮ রান। ২ রানের বেশি নিতে পারলেন না মেহেদী। বাংলাদেশকে ৬ রানের হারিয়ে স্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করল স্কটল্যান্ড।
১১টা ৩৭ মিনিট, ১৭ অক্টোবর
শেষ ওভারে বাংলাদেশের দরকার ২৪ রান
হুইলের বলে ম্যাকলিউডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন সোহান। পরের বলেই ছক্কা হাঁকালেন মাহমুদউল্লাহ। এক বল পরেই ক্যাচ দিলেন মাহমুদউল্লাহও। ২২ বলে ২৩ করে ফিরে গেলেন বাংলাদেশ অধিনায়ক। শেষ ওভারে ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ২৪ রান।
১১টা ৩৪ মিনিট, ১৭ অক্টোবর
আফিফ আউট, বাংলাদেশও কি ম্যাচ থেকে আউট!
চাপের মুখে ফিরে গেলেন আফিফও। ওয়াটের বলে ডাভির হাতে ক্যাচ দিলেন আফিফ। ১২ বলে ১৮ করে ফিরে গেলেন। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ৩৩।
১১টা ২৯ মিনিট, ১৭ অক্টোবর
চাপ বাড়ছে বাংলাদেশের
ম্যাচ জিততে দ্রুত রান তোলা ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। দারুণ বোলিং করছেন গ্রিভস-হুইলরা। আফিফ-মাহমুদউল্লাহ প্রতিটি বলেই শট খেলার চেষ্টা করছেন। শেষ ৩ ওভারে দরকার ৩৭ রান।
১১টা ২০ মিনিট, ১৭ অক্টোবর
চাপে বাংলাদেশ
হুইলের বল ব্যাটেই সংযোগ ঘটাতে পারছেন না মাহমুদউল্লাহ। ১৫তম ওভারের প্রথম তিন বল ডট দিয়েছেন। ওভারের শেষ বলে আফিফ বাউন্ডারি হাঁকালেন। শেষ ৫ ওভারে বাংলাদেশের দরকার ৫৪।
১১টা ১৪ মিনিট, ১৭ অক্টোবর
আশার পালে হাওয়া দিতে থাকা মুশফিক বোল্ড হয়ে গেলেন
২টি প্রস্তুতি ম্যাচে ৩ ও ১৩ রান করায় সংশয় ছিল মূলপর্বে মুশফিক ছন্দে ফেরে কি না! সংবাদ সম্মেলনে কাল অবশ্য মাহমুদউল্লাহ জানিয়েছিলেন ঠিক সময়ে জ্বলে উঠবেন মুশফিক। উইকেটে থিতু হয়েও মাহমুদউল্লার কথার যথার্থতা প্রমাণ করতে পারলেন না মুশফিক। গ্রিভসকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন মুশফিক। ৩৬ বলে ৩৮ রান করে দলকে বিপদে রেখে ফিরে গেলেন মুশফিক। উইকেটে এসেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ম্যাচ জিততে ৩৬ বলে বাংলাদশের রান দরকার ৬১। হাতে আছে ৬ উইকেট।
১১টা ২ মিনিট, ১৭ অক্টোবর
ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাকিব
তুলে মারতে গিয়ে বিপদ ডেকে আনলেন সাকিব। গ্রিভসের বলে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিলেন গ্রিভস। ২৮ বলে ২০ রান করে ফিরে গেলেন বাংলাদেশ অলরাউন্ডার।
১০টা ৪৪ মিনিট, ১৭ অক্টোবর
এগিয়ে নিচ্ছেন সাকিব মুশফিক
১০ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৫১। শেষ ১০ ওভারে ৯০ তুলেছিল তারা। শেষ ১০ ওভারে বাংলাদেশের রান দরকার ৮২। হাতে আছে দুই উইকেট। উইকেটে অভিজ্ঞ মুশফিক ও সাকিব। যাদের ব্যাটে চড়ে অসংখ্য ম্যাচ জিতেছে বাংলাদেশ। আজকেও তাদের দায়িত্ব নিতে হবে।
১০টা ৪৪ মিনিট, ১৭ অক্টোবর
স্লগ সুইপে টানা ২ ছয়ে চাপ কমালেন মুশফিক
প্রয়োজনীয় রান রেট বাড়ছে বাংলাদেশের। এখন থেকেই রান তোলার গতি না বাড়ালে ধীরে ধীরে চাপে পড়বে মাহমুদউল্লাহর দল। ওভারপ্রতি রান দরকার ৯ এর কাছাকাছি। বলতে বলতে লিস্ককে স্লগ সুইপ করে ছক্কা হাঁকালেন মুশফিক। পরের বলে আবারও স্লগ সুইপে বল শূন্যে ভাসিয়ে গ্যালারিতে পাঠালেন। এই ওভারে কিছুটা চাপ কমালেন মুশফিক। নবম ওভার থেকে এসেছে ১৮ রান। ৯ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫২।
১০টা ৩২ মিনিট, ১৭ অক্টোবর
পাওয়ার প্লে ভালো গেল না বাংলাদেশের
প্রথম দুই উইকেট হারানোর পর বেশ সাবধানী বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৫। সাকিব ১৪ বলে ৯ আর মুশফিক ১০ বলে ৪ রানে উইকেটে আছেন। ৬ ওভার শেষে স্কটল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৩৯।
১০টা ১৯ মিনিট, ১৭ অক্টোবর
ফিরে গেলেন লিটনও
উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ৩০ গজের বৃত্তের মধ্যে ধরা পড়লেন লিটন (৫)। ব্রাড হোয়েলের বলে এবারও ক্যাচ নিলেন মানসি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন মুশফিক। ৪ ওভারে ১৯ রান তুললেই ফিরে গেলেন ২ ওপেনার।
১০টা ৬ মিনিট, ১৭ অক্টোবর
শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট থেকে বেরিয়ে এসে মিড অন দিয়ে চার হাঁকিয়ে দারুণ ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। তবে জস ডেভির দ্বিতীয় ওভারেই মানসির হাতে ক্যাচ দিয়ে আবারও ব্যর্থ সৌম্য। ফিরে গেলেন ৫ বলে ৫ রান করে। প্রথম দুই ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১০।
৯টা ৩৪ মিনিট, ১৭ অক্টোবর
বাংলাদেশের দরকার ১৪১ রান
ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলে ৪৫ রান করা গ্রিভসকে সাকিবের হাতে ক্যাচ বানিয়ে পরের বলে বোল্ড করলেন জশ দেভীকে। হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও পারলেন না ফিজ।এই ওভারে ফিজ দিলেন ৭ রান। ২০ ওভার শেষে স্কটল্যান্ডের রান ১৪০ রান। ম্যাচ জিততে বাংলাদেশকে করতে হবে ১৪১ রান।
৯টা ৩৪ মিনিট, ১৭ অক্টোবর
জুটি ভাঙলেন তাসকিন
এক শ পেরোনোর পরেই সপ্তম উইকেট পড়ল স্কটল্যান্ডের। গ্রিভস ও ওয়াটের ৩৪ বলে ৫১ রানের জুটি ভাঙলেন তাসকিন। সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ওয়াট ফিরলেন ২২ রানে। পরের তিন বলে ৪,৬,৪ হাঁকালেন গ্রিভস। তাসকিনের এই ওভার থেকে তুলেছেন ১৫ রান। ১৮ ওভার শেষে ৭ উইকেটে স্কটল্যান্ডের রান ১১৯।
৯টা ২২ মিনিট, ১৭ অক্টোবর
১৫ ওভার শেষে স্কটল্যান্ডের রান ৮৭
ক্রিস গ্রিভস ও মার্ক ওয়াট এগিয়ে নিচ্ছেন স্কটল্যান্ডকে। সপ্তম উইকেট জুটিতে ১৯ বলে তারা তুলেছেন ৩৪ রান। গ্রিভস ১৪ বলে ২১ ও ওয়াট ৯ বলে ১৩ রানে অপরাজিত আছেন। ১৫ ওভার শেষে স্কটল্যান্ডের রান ৬ উইকেটে ৮৭।
৯টা ২ মিনিট, ১৭ অক্টোবর
ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
সাকিবের পর আবারও মেহেদী ঝলক। কালাম ম্যাকলাউডকে বোল্ড করলেন তরুণ এই অলরাউন্ডার। ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড। ৫৩ রানেই নেই ৬ উইকেট। সাকিব - মেহেদীর স্পিন বিষে দাড়াতেই পারল না স্কটল্যান্ডের মিডল অর্ডার। ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কটল্যান্ডের রান ৫৫।
৮টা ৫৭ মিনিট, ১৭ অক্টোবর
সাকিবেরও জোড়া আঘাত
রিচি বেরিংটনকে লং অনে আফিফের হাতে ক্যাচ বানালেন সাকিব। স্কটল্যান্ডের চতুর্থ উইকেটের পতন। ওভারের পঞ্চম বলে আবারও আকাশে বল তুলে নিজেই বিপদ ডেকে আনলেন মাইকেল লিস্ক। লং অফে লিটনের হাতে ধরা পড়লেন লিস্ক। এই ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নিলেন সাকিব। এই দুই উইকেটে টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন সাকিব। টপকে গেলেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গাকে।
৮টা ৫৩ মিনিট, ১৭ অক্টোবর
রানের চাকা শ্লথ করে দিয়েছেন সাকিব - মেহেদী
রানের তোলার গতি শ্লথ করে দিয়েছেন সাকিব - মেহেদী। পাওয়ার প্লের পর এই দুজনের চার ওভার থেকে স্কটল্যান্ড তুলেছে ১২ রান উইকেট হারিয়েছে ২টি। ১০ ওভার শেষে কোয়েটজারের দলের রান ৩ উইকেটে ৫১।
৮টা ৪২ মিনিট, ১৭ অক্টোবর
বোলিংয়ে এসেই মেহেদীর জোড়া আঘাত
বোলিংয়ে এসেই ক্রসকে এলবিডব্লু করে ৪০ রানের জুটি ভাঙলেন মেহেদী। ওভারের পঞ্চম বলে বোল্ড করলেন ক্রসের সঙ্গী মানসিকে। ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন তরুণ এই অলরাউন্ডার। ৮ ওভার শেষে স্কটল্যান্ডের রান ৩ উইকেটে ৪৭।
৮টা ৩৫ মিনিট, ১৭ অক্টোবর
পাওয়ার প্লের শেষ ওভারে খরুচে মোস্তাফিজ
সাইফউদ্দিনের পঞ্চম ওভার থেকে ১০ রান তুলেছে স্কটল্যান্ড। পাওয়ার প্লের শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভারে এসেছেন মোস্তাফিজ। ওভারের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে মোস্তাফিজকে চার হাঁকিয়েছেন ম্যাথু ক্রস। পরের বলেও সজোরে চালিয়েছিলেন ক্রস তবে মিড অফে আফিফের দুর্দান্ত ফিল্ডিংয়ে ১ রানের বেশি নিতে পারেননি। ওভারের পঞ্চম বলে সেটি অবশ্য পুষিয়ে দিলেন মানসি। পাওয়ার প্লের শেষ ওভারে মোস্তাফিজ দিলেন ১৩ রান। ৬ ওভারে স্কটল্যান্ডের রান ১ উইকেটে ৩৯।
৮টা ২৪ মিনিট, ১৭ অক্টোবর
গতির ঝড় তুলেছেন তাসকিন
নিয়ন্ত্রিত লাইন লেন্থে বেশ জোরের উপর বল করছেন তাসকিন। ঘণ্টায় বলের গতি ১৪০ থেকে ১৪৮ কিলোমিটার ওঠানামা করছে।ওভারের দ্বিতীয় বলে জর্জ মানসি এই গতি কাজে লাগিয়েই ছক্কা হাঁকিয়েছেন। বাউন্ডারি লাইনে সাকিব অবশ্য চেষ্টা করেছিলেন ক্যাচ নিতে। তবে সাকিবের হাতে লেগে বল সীমানা দড়িতে পড়ে। বলটি নো হওয়ায় ক্যাচ ধরলেও অবশ্য আউট হতেন না মানসি।
৮টা ১৬ মিনিট, ১৭ অক্টোবর
সাইফউদ্দিনের ইয়র্কারে শূন্যেই শেষ কোয়েটজার
তৃতীয় ওভারে দলকে সাফল্য এনে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওভারের চতুর্থ বলটি ব্লকহোলে ইয়র্কার দেন সাইফউদ্দিন।কোয়েটজার ব্যাট নামাতে না নামাতেই বল সরাসরি আঘাত হানল স্টাম্পে। ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে স্কটিশদের রান ৭।
৮টা ১২ মিনিট, ১৭ অক্টোবর
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ
দুই প্রান্ত থেকে দুই পেসার তাসকিন আর মোস্তাফিজুর রহমানকে দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন দিয়েছে ৪ রান। পরের ওভারের তৃতীয় বলে কাইল কোয়েটজারকে কাঁপিয়ে দিয়েছেন মোস্তাফিজ। পা স্টাম্পের লাইনে না থাকায় অবশ্য ফিজের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এই ওভার থেকে শুধু একটি লেগ বাই আসায় মেডেন ওভার দিলেন মোস্তাফিজ।
৭টা ৫৬ মিনিট, ১৭ অক্টোবর
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন সৌম্য সরকার। তিন পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ সাইফউদ্দিনকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক ইঙ্গিত দিয়েছিলেন স্পিনার বেশি খেলাবেন না। অধিনায়কের সেই কথার প্রতিফলন দেখা গেল আজকের একাদশে। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম , নাসুম আহমেদ।
বাংলাদেশে একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
ইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস-তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল সবুজের জার্সিধারিরা।
৪ মিনিট আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
১ ঘণ্টা আগেসবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা।
২ ঘণ্টা আগে