ক্রীড়া ডেস্ক
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের আবেগের ঢেউ পৌঁছে গেছে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরত্বের সেন্ট লুসিয়ায়, যেখানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের এই ঐতিহাসিক অর্জনের দিনে তাঁরা সেখান থেকেই শামিল হয়েছেন। কেক কেটে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিসিবির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের পক্ষ থেকে। আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান রাখবে। পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ভিডিও বার্তায় পদ্মা সেতু নিয়ে নিজের উচ্ছ্বাস জানিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা (পদ্মাসেতু) একটা অনেক বড় অর্জন। একটা সময় এমন ছিল, আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না! কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ওনার চেষ্টা আর নিবেদনের কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি। একই সঙ্গে যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শ্রমিকেরা পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। আপনারা (শ্রমিক) যা করছেন বাঙালি জাতি তা আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দিলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন মেহেদী হাসান মিরাজও। খুলনার এই তরুণ ক্রিকেটার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবশেষে স্বপ্নপূরণ! আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নতুন উদ্যম যোগ করে যুগান্তকারী এক পরিবর্তন ঘটাবে পদ্মা সেতু—এই কামনা।’
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনের আবেগের ঢেউ পৌঁছে গেছে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরত্বের সেন্ট লুসিয়ায়, যেখানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের এই ঐতিহাসিক অর্জনের দিনে তাঁরা সেখান থেকেই শামিল হয়েছেন। কেক কেটে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
বিসিবির ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিকে ধন্যবাদ জানিয়েছেন সাকিব আল হাসান। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টেস্ট অধিনায়ক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষদের পক্ষ থেকে। আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবচেয়ে বড় অবদান রাখবে। পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে। আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
ভিডিও বার্তায় পদ্মা সেতু নিয়ে নিজের উচ্ছ্বাস জানিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের জন্য এটা (পদ্মাসেতু) একটা অনেক বড় অর্জন। একটা সময় এমন ছিল, আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে কি হবে না! কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। ওনার চেষ্টা আর নিবেদনের কারণে আজকে আমরা পদ্মা সেতু পেয়েছি। একই সঙ্গে যাঁরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদেরও অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে শ্রমিকেরা পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। আপনারা (শ্রমিক) যা করছেন বাঙালি জাতি তা আজীবন মনে রাখবে। আমার ও বাংলাদেশ ক্রিকেট দিলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’
পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বাস জানিয়েছেন মেহেদী হাসান মিরাজও। খুলনার এই তরুণ ক্রিকেটার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘অবশেষে স্বপ্নপূরণ! আমাদের দক্ষিণাঞ্চলের মানুষের জীবনযাত্রায় নতুন উদ্যম যোগ করে যুগান্তকারী এক পরিবর্তন ঘটাবে পদ্মা সেতু—এই কামনা।’
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
৭ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৮ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১০ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১২ ঘণ্টা আগে