নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ০৬: ৩১
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ১৮


বাংলাদেশ ক্রিকেটে নতুন একটি সকাল দেখার অপেক্ষাতেই আজ ভোরে খেলা দেখতে বসে ছিলেন লাখো ক্রিকেটপ্রেমী মানুষ। শুধু অবশ্য বাংলাদেশের সমর্থকেরাই নন, অপেক্ষায় ছিলেন হার্শা ভোগলে-আকাশ চোপড়ার মতো ক্রিকেট বিশ্লেষকেরাও। 

তবে প্রত্যাশার মাঝে ভয় হয়ে ছিল মুলতানের মতো দুঃস্মৃতিগুলোও, যেখানে কাছাকাছি গিয়েও জেতা হয়নি। এবার যদিও আর ভুল হয়নি বাংলাদেশের। ইবাদত হোসেন-লিটন দাসদের হাত ধরে ঠিকই নতুন সকাল দেখেছে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশের জয় ৮ উইকেটে। 

চতুর্থ দিন ৫ উইকেটে ১৪৭ রানে থেমেছিল নিউজিল্যান্ড। আজ স্বাগতিকেরা যোগ করতে পারে ২২ রান। ৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফেরেন ওপেনার সাদমান ইসলাম (৩)। জয় থেকে ৬ রান দূরে থাকতে ফেরেন নাজমুল হোসেন শান্ত (১৭)। তবে আর কোনো বিপদ হতে না দিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক এক জয় এনে দেন মুমিনুল হক(১৩) ও মুশফিকুর রহিম (৫)। 

বোলিংয়ে আগের দিন যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই আজ শুরু করেছিলেন ইবাদত। যাকে সবচেয়ে বেশি ভয় ছিল, সেই রস টেলরকে ফেরালেন সবার আগে। দলীয় ১৫৪ রানে টেলরকে বোল্ড করেন এই পেসার। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। কোনো রান করার আগে ইবাদতের ষষ্ঠ শিকারে পরিণত হন কাইল জেমিসন। ১৬ রান করা রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে বাংলাদেশের কাজটা আরও সহজ করে দেন তাসকিন আহমেদ। 

এরপর কোনো রান করার আগে টিম সাউদিকেও ফিরিয়ে দেন তাসকিন। তখন নিউজিল্যান্ডের রান ১৬১। পরে দলীয় ১৬৯ রানে বোল্টকে ফিরিয়ে কিউইদের গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত বোলিংয়ে ৬ উইকেট নেন ইবাদত, তাসকিনের শিকার ৩ উইকেট।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের নতুন আইজি হতে পারেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত

রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থাকছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে: আসিফ নজরুল

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

সাবেক আইজিপি মামুন ছিলেন গণহত্যার প্রধান সেনাপতি: শুনানিতে চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত